ছবি: সৌরভ দাশ

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বর্ষবরণ ও চৈত্রসংক্রান্তিতে সুরের ধারার আয়োজন রবীন্দ্রসরোবরে

সংগীতশিক্ষার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের দুটি অনুষ্ঠানই হবে এবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। গত বছর এই আয়োজন হয়েছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।

সুরের ধারার শিক্ষক ও অনুষ্ঠানের সহকারী কেশব সরকার প্রথম আলোকে বলেন, সুরের ধারা চ্যানেল আই হাজার কণ্ঠে বর্ষবরণ, ১৪৩২–এর আয়োজন হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হয়ে। চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ দুটোই হবে। দুটো অনুষ্ঠানই আগের মতো সরাসরি সম্প্রচারের কথা রয়েছে চ্যানেল আইয়ের। চৈত্রসংক্রান্তি আয়োজনের মহড়া ঈদের আগে থেকেই শুরু হয়েছে বলে জানালেন তিনি। বর্ষবরণের গানের মহড়া শুরু হয়েছে ৯ এপ্রিল থেকে। প্রতিবারের মতো এবারও হাজার কণ্ঠের গানে অংশ নিচ্ছেন সারা দেশ থেকে আসা শিল্পীরা।

বাংলা নতুন বছরের প্রথম দিন ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বর্ষবরণের অনুষ্ঠান চলবে। তার আগের রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে চৈত্রসংক্রান্তি বা বাংলা বছরকে বিদায়ের অনুষ্ঠান। এরই মধ্যে শিল্পীরা দুটি আয়োজনের জন্যই রাজধানীর লালমাটিয়ায় মহড়া করে যাচ্ছেন বলে জানিয়েছেন সুরের ধারার শিক্ষকেরা।

সম্পর্কিত নিবন্ধ

  • বটমূলে মঞ্চ তৈরি সম্পন্ন, গানে গানে হবে বর্ষবরণ
  • শেখ হাসিনার দোসররা চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে: মোস্তফা সরয়ার ফারুকী
  • চারুকলায় মোটিফ পোড়ানোর ঘটনায় উপদেষ্টা ফারুকীর কঠোর বার্তা
  • মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন মুক্ত সাংস্কৃতিক চর্চার জন্য অশনিসংকেত: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
  • বর্ষবরণ শোভাযাত্রা চলাকালে মেট্রোরেলের ২ স্টেশন বন্ধ থাকবে
  • শোভাযাত্রা চলাকালে মেট্রোরেলের ২ স্টেশনে যাত্রী উঠানামা বন্ধ থাকবে
  • ‘মঙ্গল’ নয়, বর্ষবরণে এবার ‘আনন্দ শোভাযাত্রা’
  • ‘মঙ্গল’ নয়, বর্ষবরণে এবার আনন্দ শোভাযাত্রা
  • বর্ষবরণ ও চৈত্রসংক্রান্তিতে সুরের ধারার আয়োজন রবীন্দ্রসরোবরে