সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে তিনটি পোশাক কারখানায় ভাঙচুর, আটক ৪৩
Published: 12th, April 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে তিনটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর করেছেন বহিরাগত শ্রমিকেরা। শনিবার বিকেলে কারখানাগুলোতে ভাঙচুর চালানো হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় ইপিজেডের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ প্রথম আলোকে বলেন, বহিরাগতরা তিনটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ৪৩ জনকে আটক করা হয়েছে। তাঁদের সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনের জনগণের প্রতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দেওয়ার দাবিতে আজ বিকেলে মিছিল নিয়ে আদমজী ইপিজেডে ঢোকেন বহিরাগত কয়েক শ শ্রমিক। তাঁরা ইপিজেডের ভেতরে ঢুকে ইউনেসকো বিডি লিমিটেড, অনন্ত ওয়াশিং সোয়েটার ও এপিক গার্মেন্টস নামের নামের তিনটি কারখানায় ইটপাটকেল ছোড়েন। এ সময় তাঁরা কারখানার জানালার গ্লাস ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। কারখানার ভেতর থেকে শ্রমিকেরা পাল্টা ইটপাটকেল ছোড়েন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পরে বিকেল পাঁচটার দিকে কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা প্রথম আলোকে বলেন, ‘মার্চ ফর গাজা’ প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার দাবি জানিয়ে বহিরাগত শ্রমিকেরা ইপিজেডের ভেতরে ঢুকে তিনটি কারখানায় ভাঙচুর করেছেন। এ সময় পাল্টা ইটপাটকেল ছোড়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আদমজী ইপিজেডে হামলা ও ভাংচুরের অভিযোগে ৪৩ জনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বিরোধী আন্দোলনের শহিদদের স্মরণে সোনারগাঁয়ে প্রচারাভিযান
জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার দাবিতে ESADS, CLEAN এবং BWGED-এর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তা আইয়ুব প্লাজার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিটি বাঁশখালী আন্দোলনের স্মরণে আয়োজন করা হয়, যেখানে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে ছয়জন মানুষ প্রাণ হারিয়েছিলেন।
অংশগ্রহণকারীরা "নিরাপদ ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন জ্বালানি চাই" স্লোগান এবং নবায়নযোগ্য শক্তির বিনিয়োগ দ্রুততর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ESADS-এর চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের ফলে জ্বালানি ব্যয় বেড়েছে এবং পরিবেশের বিপর্যয় ত্বরান্বিত হয়েছে।
বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন যে বাংলাদেশকে সৌর ও বায়ু শক্তির দিকে যেতে হবে, যাতে ব্যয়বহুল ও ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো যায়।
ESADS-এর মহাসচিব মীযানুর রহমান বলেন, "আমরা বাঁশখালীর ভুলগুলো আবারও ঘটতে দিতে পারি না। বাংলাদেশের জ্বালানির ভবিষ্যৎ পরিচ্ছন্ন ও টেকসই হতে হবে।
২০১৬ সালে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করতে গিয়ে কৃষিজমি ও কবরস্থান রক্ষার দাবিতে যেসব মানুষ জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের স্মরণে আজকের কর্মসূচি ছিল এক প্রতিজ্ঞা- "উন্নয়নের নামে আর যেন সাধারণ জনগণের প্রাণ না ঝরে।"
মানববন্ধনের সমাপ্তিতে আয়োজকরা নবায়নযোগ্য শক্তির পক্ষে নীতি সংস্কারের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই সময় উপস্থিত ছিলেন ESADS-এর সিনিয়র সহসভাপতি ফজলুর হক ভূঁইয়া, মোক্তার,ময়নাল, মালেক সহ প্রমুখ।
নারায়ণগঞ্জ টাইমস সর্বশেষ জনপ্রিয় ১
আরো পড়ুন
বন্দরে বাকপ্রতিবন্ধী আফজাল ৯ দিন ধরে নিখোঁজ
বন্দরে এসএসসি পরীক্ষায় ১ম দিনে অনুষ্ঠিত ২৮
বন্দরে মসজিদের দান বাক্সের টাকা চুরি করে পালানো ইমাম !
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ২
এসএসসি পরীক্ষা ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচি
রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে দুই শিল্প কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা
এসএসসি পরীক্ষা উপলক্ষে আদমজী টিচার্স এসো: এর বিভিন্ন কর্মসূচি
পরীক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম