১২ এপ্রিল পথনবজাতক দিবস ঘোষণার দাবি
Published: 12th, April 2025 GMT
সরকারি উদ্যোগে ‘নিউবর্ন হাব’ ও শরিয়াহভিত্তিক ‘হিউম্যান মিল্ক স্টোরেজ’ সেন্টার গড়ে তোলাসহ ১২ এপ্রিলকে জাতীয় পথনবজাতক দিবস ঘোষণা করার দাবি জানিয়েছে ‘ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন’। বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে শনিবার আয়োজিত র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান মুজিব এসব দাবি জানান।
নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন পায়রা উড়িয়ে বর্ণাঢ্য এই র্যালির উদ্বোধন করেন। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে কদম ফোয়ারায় গিয়ে শেষ হয়।
র্যালিতে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু, বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা, আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের একাডেমিক পরিচালক প্রফেসর ডা.
উদ্বোধনী বক্তব্যে ইলিয়াস কাঞ্চন পথনবজাতকদের উদ্ধার, চিকিৎসা ও তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পরিত্যক্ত নবজাতকদের পুনর্বাসনে কাজ করা এ প্রতিষ্ঠানটির উপদেষ্টার পদ অলংকৃত করার প্রস্তাব সানন্দে সম্মতি দেন তিনি।
ডা. মজিবুর রহমান বলেন, পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার ও চিকিৎসা এবং তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে নানামুখী সেবাধর্মী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে তাদের এ কার্যক্রম গতিশীল করতে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি মাতুয়াইলের শিশু-মাতৃ ইনস্টিটিউটে একটি বিশেষায়িত পথনবজাতক ইউনিট চালু করারও দাবি জানান।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পথনবজাতকের সহায়তায় এগিয়ে আসার আহ্বান
বেশির ভাগ সময় পথনবজাতকদের পথেই করুণ মৃত্যু হয়। তারা তাদের প্রকৃত মা–বাবাকে কখনো দেখার সুযোগ পায় না, যদিও তারা জন্মের পরে চোখ মেলে মা–বাবাকে দেখতে চায়। কথাগুলো বলেন পথনবজাতকদের নিয়ে করা ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান।
১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবসের কর্মসূচি সামনে রেখে আজ বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন পেশায় চিকিৎসক মজিবুর রহমান। সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।
মজিবুর রহমান বলেন, নবজাতক একটি চমৎকার ও আবেগপূর্ণ শব্দ। এই শব্দের সঙ্গে যখনই পথ শব্দটি যোগ হয়, তখন এটা হয়ে যায় করুণ এক গল্প। পথনবজাতকদের স্থান হয় মায়ের কোলের পরিবর্তে ধানখেত, ময়লার ভাগাড় কিংবা অন্য কোথাও। এই করুণ দৃশ্য বন্ধ করতে চান তাঁরা।
মজিবুর রহমান বলেন, ‘আমরা এমন একটি ডেডিকেটেড এনআইসিইউ স্থাপন করতে চাই, যেখানে সব সরঞ্জামের পাশাপাশি মায়েদের বুকের দুধের ব্যবস্থাও থাকবে। কিছু জরুরি মুহূর্তে একজন নবজাতককে বাঁচাতে মায়ের বুকের দুধ একমাত্র ভরসা থাকে। আমরা সরকারের কাছে এই সহযোগিতা প্রদানের আহ্বান জানাই।’
পথনবজাতকদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আহ্বান জানান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম। তিনি বলেন, ‘পথনবজাতকদের রক্ষায় সামাজিকভাবে আমাদের এগিয়ে আসতে হবে। নবজাতকদের মৃত্যুর দায়ে আইনি প্রক্রিয়া আরও জোরালো করলে অপরাধ কমে আসবে।’
বাংলাদেশ নবজাতক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা কোথাও কোনো নবজাতকের সন্ধান পেলে তাঁদেরকে জানানোর অনুরোধ করেন। কেউ যেন নবজাতককে ফেলে না যান, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
সাংবাদিক মোস্তফা মল্লিকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন কবির মঞ্জু ও সাংবাদিক এ কে এম সাখাওয়াত হোসেন।
সংবাদ সম্মেলন থেকে ১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবস ২০২৫ উপলক্ষে পথনবজাতকের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। শোভাযাত্রা আয়োজন করবে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। এতে উপস্থিত থাকবেন নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চন।