সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে সুপারি চুরি করতে গিয়েছিলেন বাংলাদেশি সাত নাগরিক। এর মধ্যে ছয়জন ফিরে এলেও একজন খাসিয়াদের মারধরে নিহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটলেও আজ শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম কুটি মিয়া (৫০)। তিনি উপজেলার সীমান্তবর্তী পেকপাড়া গ্রামের বাসিন্দা।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

জাহিদুল ইসলাম আজ সন্ধ্যায় জানান, কুটি মিয়া মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে কীভাবে তিনি মারা গেছেন, সেটি লাশ হস্তান্তরের পর বলা যাবে। উপজেলার বাগানবাড়ি-রিংকু সীমান্ত হাট দিয়ে নিহত কুটি মিয়ার লাশ হস্তান্তরের আলোচনা চলছে। তবে কখন লাশ হস্তান্তর হবে, সময় নির্ধারণ হয়নি। ওসি জাহিদুল আরও বলেন, যাঁরা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া সীমান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশি সাতজন ভারতে যান। তাঁরা হলেন কুটি মিয়া (৫০), মো. হানিফ মিয়া (৩০), মো. জরিফ উদ্দিন (৪৫), মো. আকবর আলী (৩১), মো. খোকন মিয়া (৩৫), ইসহাক (৫০) ও সোনা মিয়া (৫৫)। তাঁরা সবাই পেকপাড়া (মোকামছড়া) গ্রামের বাসিন্দা। ওই ব্যক্তিরা ভারতের ভেতরে প্রায় সাত কিলোমিটার ঢুকে নথরাই এলাকার সুপারিবাগানে যান। সেখান থেকে সুপারি চুরির সময় ভারতীয় খাসিয়াদের সঙ্গে তাঁরা ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে খাসিয়ারা ধাওয়া দিলে ছয়জন ফিরে আসতে পারলেও কুটি মিয়া আটক হন। কুটি মিয়াকে খাসিয়ারা মেরে ফেলেছে বলে বাংলাদেশে পালিয়ে আসা ব্যক্তিরা তাঁর পরিবারকে জানান।

সুনামগঞ্জ বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির প্রথম আলোকে বলেন, ঘটনাটি ভারতের প্রায় সাত কিলোমিটার ভেতরে ঘটেছে। এ কারণে দুই দেশের পুলিশ পর্যায়ে বিষয়টি দেখা হচ্ছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নিউইয়র্কে হাডসন নদীতে পড়ল হেলিকপ্টার, ছয়জন নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃহস্পতিবার একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়ে হাডসন নদীতে পড়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউইয়র্কের সিটি পুলিশ এক এক্স পোস্টে জানায়, জরুরি সেবার কর্মীরা জোরালো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ বলছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে তিনটি শিশু। বাকি তিনজন প্রাপ্তবয়স্ক।

এর আগে সিবিএস নিউজ প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর দিয়েছিল। বলেছিল, হেলিকপ্টারটিতে তিন শিশুসহ পাঁচজন আরোহী ছিলেন। উদ্ধারকর্মীদের দুজনকে পানি থেকে টেনে তুলতে দেখা গেছে। যদিও তাঁদের শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।

পরবর্তীতে বিবিসি জানায়, এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছয়জন বলে সিবিএস নিউজ জানতে পেরেছে। দুর্ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে 

তবে সরকারিভাবে হতাহতের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস হেলিকপ্টার দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ছয়জন ভারতে ঢুকে ফিরলেন ৫ জন, কুটি মিয়ার কী হলো
  • নিউইয়র্কে হাডসন নদীতে পড়ল হেলিকপ্টার, ছয়জন নিহত