আব্দুল মজিদের সেঞ্চুরিতে ভর করে শাইন পুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। 

বিকেএসপিতে আগে ব্যাটিং করতে নেমে মজিদের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২৫০ রান করে রূপগঞ্জ। তাড়া করতে নেমে ২২২ রানে অলআউট হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। 

শাইনপুকুরের তিন ব্যাটার ফিফটি করলেও কেউ লম্বা ইনিংস খেলতে না পারায় জয়ের দেখা পায়নি দলটি। মঈনুল ইসলাম তন্ময় ৫০, রাহিম আহমেদ ৫৩ ও শাহরিয়ার সাকিব ৫০ রান করেন।

আরো পড়ুন:

সাকিব-হামজাকে ঘিরে ‘অহেতুক’ বিভাজন রেখা

পিএসএল খেলতে নাহিদের আবেদন, বিসিবি সিদ্ধান্তহীনতায়

২১ রান আসে মিনহাজুল আবেদীনের ব্যাট থেকে। আর কেউ বিশের বেশি রান করতে পারেননি। রূপগঞ্জের হয়ে মাহমুদুল হাসান সর্বোচ্চ ৪ উইকেট ও আওলাদ হোসেন ৩ উইকেট নেন। 

এর আগে মজিদের শতকে ভর ২৫১ রানের লক্ষ্য দেয় রূপগঞ্জ। ১৩৯ বলে ১০২ রান করেন মজিদ। ৬টি চার ও ২টি ছয়ে সাজানো ছিল ইনিংসটি। ৫৬ রান করেন মাহমুদুল হাসান। 

নাসির হোসেন ২৩ ও আল আমিন ২২ রান করেন। শাইন পুকুরের হয়ে ২ উইকেট করে নেন শারিফুল ইসলাম ও আলী মোহাম্মদ ওয়ালিদ। 

ঢাকা/রিয়াদ/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন র পগঞ জ উইক ট

এছাড়াও পড়ুন:

‘ফিলিস্তিন জাগে ফিলিস্তিন জাগে’

‘সন্ধ্যা নামে প্রলয় মাঝে, বাচ্চারা খেলে না আর, স্কুল ভেঙে গেছে বই পুড়ছে, তবু ওদের সাহসে নেই বাঁধ, ফিলিস্তিন জাগে ফিলিস্তিন জাগে’– বহু দূরের ফিলিস্তিনের নির্যাতিত শিশুদের জন্য নারায়ণগঞ্জে খেলাঘরের শিশুরা সবাই মিলে দাঁড় করিয়েছে একটি কবিতা। শনিবার বিকেলে এই কবিতা আবৃত্তির মধ্য দিয়েই পালন করে প্রতিবাদী মানববন্ধন। সেখানে ফিলিস্তিনের নির্বিচার শিশু হত্যার, মানুষ হত্যার প্রতিবাদ জানায় তারা। 
‘ফিলিস্তিন জাগে ফিলিস্তিন জাগে’ কবিতার লাইনটি মানববন্ধনে অংশগ্রহণকারীদের মুখে রূপান্তরিত হয় স্লোগানে। পাশাপাশি উঠে আসে আরেক স্লোগান, ‘খেলাঘর চায় না, শিশুদের কান্না’। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে খেলাঘর আসর আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন নানা দলমতের মানুষ।
জেলা খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম জহির বলেন, ‘ফিলিস্তিনি শিশুদের কান্নার রোল আমাদের হৃদয়ে গভীর কষ্ট সৃষ্টি করেছে। তাই আমরা শিশুদের নিয়ে আজ রাস্তায় দাঁড়িয়েছি এসব শিশুর কান্নার সঙ্গে চিৎকার দেওয়ার জন্য। আমরা আমেরিকার সহযোগিতায় ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানাচ্ছি ও অনতিবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানাচ্ছি। শুধু মুসলমানরাই নয়, কোনো মানবিক বোধসম্পন্ন মানুষ এই নির্বিচারে গণহত্যা, এই ধ্বংসযজ্ঞ মেনে নিতে পারে না। এই বিশ্বকে আমরা শিশুদের বাসযোগ্য দেখতে চাই, আনন্দময় দেখতে চাই। যুদ্ধমুক্ত পৃথিবীর প্রত্যাশা করি।’
জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিদ মুস্তাকিম শিপলু, জেলা উদীচীর সভাপতি জিয়াউল ইসলাম কাজল, জেলা বাসদ সমন্বয়ক আবু নাঈম খান বিপ্লব, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, ক্রান্তি খেলাঘর আসরের সভাপতি মামুন ভূঁইয়া, রূপগঞ্জ খেলাঘর আসরের সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ