একসময় কংগ্রেসের মালিকানাধীন ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি অধিগ্রহণে নোটিশ দিল ইডি
Published: 12th, April 2025 GMT
ভারতে ন্যাশনাল হেরাল্ডের বিপুল সম্পত্তির দখল নিতে নোটিশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা নোটিশ জারি করে জানিয়েছে, সব মিলিয়ে ৬৬১ কোটি রুপির অস্থাবর সম্পত্তির দখল তারা নিতে চলেছে। দিল্লি ও লক্ষ্ণৌয়ে ন্যাশনাল হেরাল্ড ও অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের (এজেএল) দপ্তর খালি করে দিতে বলা হয়েছে। মুম্বাইয়ের ভাড়াটেকে বলা হয়েছে, তারা যেন ভাড়ার টাকা ইডির কাছে জমা দেয়।
প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট বা বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনের (পিএমএলএ) অষ্টম অনুচ্ছেদের ৫(১) ধারায় ইডি গতকাল শুক্রবার এই ব্যবস্থা নিয়েছে বলে পিটিআই জানিয়েছে। ২০২৩ সালে এই অস্থাবর সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছিল। ইডি ওই সম্পত্তি দখল করা নিয়ে সংশ্লিষ্ট এলাকার সম্পত্তি নিবন্ধকদেরও নির্দেশ পাঠিয়েছে।
ন্যাশনাল হেরাল্ড খবরের কাগজ স্বাধীনতাসংগ্রামের সঙ্গে যুক্ত। জওহরলাল নেহরু ১৯৩৮ সালে এই কাগজ প্রতিষ্ঠা করেছিলেন। পত্রিকাটির প্রকাশক ছিল এজেএল, যার শেয়ারহোল্ডার ছিলেন ৫ হাজার স্বাধীনতাসংগ্রামী। ওই সংস্থা ইংরেজিতে ন্যাশনাল হেলারল্ড ছাড়া হিন্দিতে প্রকাশ করত নবজীবন ও উর্দুতে কৌমি আওয়াজ।
কংগ্রেস দল ২০০৮ সাল পর্যন্ত ন্যাশনাল হেরাল্ড পত্রিকা ছাপিয়েছে। কিন্তু ওই বছর আর্থিক কারণে তা বন্ধ করে দেওয়া হয়। ২০১৬ সালে তা ডিজিটাল সংস্করণে ছাপা শুরু হয়।
ন্যাশনাল হেরাল্ড মামলা করেছিলেন বিজেপি নেতা সুব্রক্ষ্মণ্যম স্বামী। তাঁর অভিযোগ, গান্ধী পরিবার কংগ্রেস দলের তহবিল ব্যবহার করে এজেএলের কোটি কোটি টাকার সম্পত্তি দখল করেছে। ২০০৮ সালে কাগজটি বন্ধ হওয়ার সময় এজেএলের ঋণ ছিল ৯০ কোটি রুপি। এই দেনার প্রায় পুরোটাই ছিল কংগ্রেসের কাছ থেকে নেওয়া ঋণ।
সেই সময় ইয়ং ইন্ডিয়ান নামে এক সংস্থা এজেএল অধিগ্রহণ করে মাত্র ৫০ লাখ টাকায়। ইয়ং ইন্ডিয়ান সংস্থার ৩৮ শতাংশ করে শেয়ার ছিল সোনিয়া ও রাহুল গান্ধীর। বাকি ২৪ শতাংশ ছিল তৎকালীন কংগ্রেস নেতা মোতিলাল ভোরা, অস্কার ফার্নান্ডেজ, সুমন দুবে ও স্যাম পিত্রোদার। ওই অধিগ্রহণের ফলে এজেএলের ৯০ কোটির দেনাসহ সব সম্পত্তির মালিক হয় ইয়ং ইন্ডিয়ান। এরপরই কংগ্রেস জানায়, ন্যাশনাল হেরাল্ডকে দেওয়া ৯০ কোটির ঋণ মওকুফ করে দেওয়া হচ্ছে। যেহেতু তা ফেরত পাওয়ার অন্য কোনো উপায় নেই।
সুব্রক্ষ্মণ্যম স্বামীর অভিযোগ, রাজনৈতিক দল বলে কংগ্রেসকে আয়কর দিতে হয় না। কোনো বাণিজ্যিক সংস্থাকে কংগ্রেস এভাবে টাকাও দিতে পারে না। তাঁর দাবি, দিল্লি, মুম্বাই, পাটনা, লক্ষ্ণৌ, ভোপাল, ইন্দোরসহ বিভিন্ন শহরে ন্যাশনাল হেরাল্ডের স্থাবর সম্পত্তির পরিমাণ ৫ হাজার কোটি টাকা। তার কিছুটা বিক্রি করেই ইয়ং ইন্ডিয়ান কংগ্রেসের ঋণ মেটাতে পারত। কিন্তু তা না করায় দলের আয়করমুক্ত অর্থ ঘুরপথে চলে গেল গান্ধী পরিবার ও কংগ্রেসের কাছে।
স্বামী ২০১২ সালে সোনিয়া, রাহুলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। ২০১৪ সালের জুনে আদালত তাঁদের বিরুদ্ধে সমন জারি করেন। সেই মামলায় সোনিয়া ও রাহুল জামিনে রয়েছেন। মালিকানা হস্তান্তরে বেআইনি লেনদেন হয়েছিল কি না, ইডি সেই তদন্তই করছে। এবার শুরু হলো সম্পত্তি বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইন ড য় ন
এছাড়াও পড়ুন:
ফেসবুকে নির্বাচনী প্রচারে বিধি ভাঙলেও সাজা
জাতীয় সংসদ নির্বাচনে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল মাধ্যমে প্রচারের বিষয়টি নির্বাচনী আচরণবিধির মধ্যে আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইনে কীভাবে প্রচার করা যাবে, প্রচারে আচরণবিধি লঙ্ঘন করা হলে তার শাস্তি কী হবে—সেসবও যুক্ত করা হচ্ছে আচরণবিধিতে।
ইসির সংশ্লিষ্ট একটি কমিটি বিদ্যমান আচরণবিধির খসড়া অনেকটা চূড়ান্ত করেছে। খসড়াটি চূড়ান্ত করার পর তা নির্বাচন কমিশনের সভায় উপস্থাপন করা হবে। কমিশনে অনুমোদন পাওয়ার পর ইসি নতুন এ আচরণবিধি প্রণয়ন করতে পারবে।
অন্তর্বর্তী সরকারের গঠন করা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনও তাদের প্রতিবেদনে ২০০৮ সালে করা ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা’ সংশোধন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারসহ কিছু বিষয় যুক্ত করার সুপারিশ করেছিল।
নির্বাচনী এলাকায় জনসংযোগ, সভা, মিছিল, মাইকিং, পোস্টার লাগিয়ে প্রচারের পাশাপাশি ফেসবুক, ইউটিউবসহ ডিজিটাল মাধ্যমেও প্রার্থীরা প্রচার চালিয়ে থাকেন। তবে অনলাইন বা ডিজিটাল মাধ্যমে প্রচারের ক্ষেত্রে কোনো বিধিবিধান এখন নেই। ২০০৮ সালে তৈরি করা আচরণবিধি সংশোধন করে এবার তা যুক্ত করা হচ্ছে।নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোটের নির্দিষ্ট সময়ের আগপর্যন্ত রাজনৈতিক দল, প্রার্থী ও সমর্থকেরা নির্বাচনী প্রচার চালাতে পারেন। তবে দল ও প্রার্থী প্রচারের সময় কী কী করতে পারবেন আর কী কী করতে পারবেন না, তা নির্ধারণ করা আছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায়। কোনো প্রার্থী আচরণবিধি না মানলে জেল–জরিমানার পাশাপাশি প্রার্থিতাও বাতিল করতে পারে ইসি।
নির্বাচনী এলাকায় জনসংযোগ, সভা, মিছিল, মাইকিং, পোস্টার লাগিয়ে প্রচারের পাশাপাশি ফেসবুক, ইউটিউবসহ ডিজিটাল মাধ্যমেও প্রার্থীরা প্রচার চালিয়ে থাকেন। তবে অনলাইন বা ডিজিটাল মাধ্যমে প্রচারের ক্ষেত্রে কোনো বিধিবিধান এখন নেই। ২০০৮ সালে তৈরি করা আচরণবিধি সংশোধন করে এবার তা যুক্ত করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসি প্রাথমিকভাবে আচরণিবিধির যে খসড়া তৈরি করছে, সেখানে ‘ডিজিটাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা’ শিরোনামে একটি ধারা রাখা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট বা অন্য কোনো ব্যক্তি ডিজিটাল বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন। তবে এ ক্ষেত্রে প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট বা ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট ডিজিটাল বা সামাজিক যোগাযোগমাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইল আইডিসহ অন্যান্য শনাক্তকরণ তথ্য প্রচার শুরুর আগে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করতে হবে।
ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে সব ধরনের অনলাইন প্রচারণা বন্ধ করতে হবে।তবে অনলাইনে প্রচারের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আরোপ করা হবে। প্রস্তাবে বলা হয়েছে, ডিজিটাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারের সময় ব্যক্তিগত চরিত্র হনন করে কোনো বক্তব্য বা বিবৃতি, কোনো ধরনের তিক্ত বা উসকানিমূলক বা মানহানিকর কিংবা লিঙ্গ, সাম্প্রদায়িকতা বা ধর্মানুভূতিতে আঘাত লাগে—এ ধরনের বক্তব্য বা বিবৃতি দেওয়া, কনটেন্ট বানানো ও প্রচার করা যাবে না। ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে সব ধরনের অনলাইন প্রচারণা বন্ধ করতে হবে।
এ ছাড়া খসড়ায় বলা হয়েছে, দল ও প্রার্থী বা তাঁদের পক্ষে সামাজিক মাধ্যমে কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন, বুস্টিং, স্পনসরশিপসহ সব ডিজিটাল প্রচারণার ব্যয় নির্বাচনী ব্যয়ের সঙ্গে দাখিল করতে হবে। অনলাইনের ব্যয় প্রার্থীর মোট নির্বাচনী ব্যয়সীমার মধ্যে অন্তর্ভুক্ত হবে। সামাজিক মাধ্যমে প্রচারের ক্ষেত্রে বিদেশি অর্থায়নে বিজ্ঞাপন বা প্রচার করা যাবে না।
অনলাইনে প্রচারের ক্ষেত্রে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে শাস্তির মুখে পড়তে হবে। এ ক্ষেত্রে জেল–জরিমানার পাশাপাশি সাইবার সুরক্ষা আইন বা নির্বাচনের সময় কার্যকর থাকা এ ধরনের আইনের আওতায় সাজার ব্যবস্থা করার প্রস্তাব রাখা হয়েছে খসড়ায়। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনও এসব ক্ষেত্রে প্রায় অভিন্ন সুপারিশ করেছিল।
গত সোমবার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের প্রায় সব কটি আচরণবিধির খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের বিষয়টিও আচরণবিধির খসড়ায় রাখা হয়েছে বলে তিনি সেদিন জানিয়েছিলেন।
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন নির্বাচন–বিশেষজ্ঞ আব্দুল আলীম। তিনি প্রথম আলোকে বলেন, বিদ্যমান নির্বাচনী আচরণবিধি ২০০৮ সালে করা। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন মাধ্যমের অতটা প্রভাব ছিল না। যেহেতু এখন ডিজিটাল যুগ, ডিজিটাল মাধ্যমে প্রচার চালানো হবে, সেটাই স্বাভাবিক। বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, প্রার্থীরা অনলাইনে ব্যাপক প্রচার চালান। কিন্তু নির্বাচনী ব্যয়ে সে খরচ দেখান না। এসব মিলিয়ে ডিজিটাল মাধ্যমে প্রচারের বিষয়টি একটি বিধি বা নীতিমালার মধ্যে আনা উচিত। এ কারণে সংস্কার কমিশন এ–সংক্রান্ত সুপারিশ করেছিল।