আজিজুলের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকে হারাল গুলশান ক্রিকেট ক্লাব
Published: 12th, April 2025 GMT
যুব দলে খেলা আজিজুল হক তামিমের সেঞ্চুরিতে ভর করে তারকাবহুল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।
বিকেএসপির ৪ নম্বর মাঠে ৪৭.৩ ওভারে ২০৩ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। তাড়া করতে নেমে ৩৭.১ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গুলশান ক্রিকেট ক্লাব।
১০৬ বলে ১০৫ রান করে জয়ের ভিত গড়ে দেন আজিজুল। ১০টি চার ও ৩টি ছয়ে সাজানো ছিল তার ইনিংসটি। এছাড়া ওপেনার জাওয়াদ আবরার ৩৩ ও খালিদ হাসান ৩৮ রান করেন।
আরো পড়ুন:
ধোনির অধিনায়কত্বেও ভাগ্য বদলালো না চেন্নাইর
৬৪ বছর বয়সে অভিষেক, ইতিহাস গড়লেন জোয়ানা চাইল্ড
সাকিব শাহরিয়ার ৯ ও ফরহাদ রেজা ১ রানে অপরাজিত থাকেন। প্রাইম ব্যাংকের হয়ে ২ উইকেট নেন নাঈম আহমেদ।
এর আগে দারুণ শুরু করেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি প্রাইম ব্যাংক। ওপেনিং জুটিতে ৩৮ রান তোলে দলটি। এরপর হঠাৎ ছন্দপতন। ২৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে।
অধিনায়ক ইরফান শুক্কুর-সাজ্জাদুল হক হাল ধরেন। সাজ্জাদুল ৫১ রান করলেও ফিফটির আগেই ফেরেন শুক্কুর। তার ব্যাট থেকে আসে ৪৩ রান।
এছাড়া মোহাম্মদ নাইম শেখ ৩৬, সাব্বির হোসেন ২২ ও জাকির হাসান ২২ রান করেন। গুলশানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মেহেদী হাসান। ২ উইকেট করে নেন আসাদুজ্জামান পায়েল, নাঈম ইসলাম ও নিহাদুজ্জামান।
ঢাকা/রিয়াদ/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
রেকর্ড গড়ে দানব হয়ে ফিরলেন অভিষেক, সঙ্গে হায়দরাবাদও
ব্যক্তিগত ২৮ রানে আউট হয়ে গিয়েছিলেন ইয়াশ ঠাকুরের বলে। কিন্তু ভাগ্য যে আজ অভিষেক শর্মার পক্ষে। আউট হয়েও তাই বেঁচে গেলেন নো বলের কারণে। আর ভাগ্যের দেওয়া এই সুযোগ কাজে লাগাতে একটুও ভুল করলেন না সানরাইজার্স হায়দরাবাদের এই ব্যাটসম্যান। ৪০ বলে করেছেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত থেমেছেন ৫৫ বলে ১৪১ রান করে।
অভিষেকের এই ইনিংসটি আইপিএলে কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। আর এই অসাধারণ সেঞ্চুরিতেই মূলত পাঞ্জাব কিংসের দেওয়া ২৪৫ রানের পাহাড় টপকে গেছে হায়দরাবাদ। টানা চার হারের পর এই ম্যাচ দিয়ে অবশেষে জয়ে ফিরল হায়দরাবাদ।
আজ শনিবার রাতে হায়দরাবাদে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৪৫ রান করে পাঞ্জাব। তবে প্রীতি জিনতার দলের এই রানপাহাড়কেও সাদামাটা বানিয়ে ফেলে হায়দরাবাদ। অভিষেকের সেঞ্চুরির পর হায়দরাবাদ ম্যাচ জিতেছে ৮ উইকেটে। হাতে ছিল আরও ৯ বল।
আরও পড়ুনছক্কার রেকর্ডে ভারতকে জেতালেন অভিষেক শর্মা২২ জানুয়ারি ২০২৫বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ছিলেন হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক। দুজন মিলেন পাঞ্জাবের বোলারদের রীতিমতো কচুকাটা করেন। এই জুটিতে ৮ম ওভারেই দলীয় ১০০ রান পেরিয়ে যায় হায়দরাবাদ। একপর্যায়ে মনে হচ্ছিল দুই ওপেনারই বোধ হয় ম্যাচ শেষ করে দেবেন।
ফেরার সময় প্রতিপক্ষের বোলার আর্শদ্বীপের কাছ থেকেও সাধুবাদ পান অভিষেক