উইজডেন–এর প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ময়মনসিংহের এই ছবিটির গল্প জানেন?
Published: 12th, April 2025 GMT
গত বছরের এপ্রিলের এমন সময়েই ঈদের ছুটি ছিল। তখন ময়মনসিংহের সুহিলা গ্রামে আমাদের বাড়িতে ছিলাম। সদরের কাছে হওয়ায় গ্রামটা আর আমাদের শৈশবের মতো বৃক্ষশোভিত নেই, চারদিকে বড় বড় ভবন তৈরি হয়েছে। খেলাধুলার তেমন জায়গাও নেই। তবু বাড়িতে থাকলে সামান্য সবুজের খোঁজে গ্রামের এদিক-সেদিক ঘুরে বেড়াই। বড় কোনো গাছের ছায়ায় গিয়ে দাঁড়িয়ে মানুষের সঙ্গে গল্প করি। অভ্যাসবশত মুঠোফোন হাতে নিয়ে ছবিও তুলি।
ঈদের কয়েক দিন পর এমন করেই ঘুরছিলাম। এমন সময় আমার এক ভাতিজা এসে জানাল, সামনের বন্দে (আমাদের গ্রামে খোলা মাঠকে এই নামেই ডাকে) গাছ কাটা হচ্ছে। সম্ভবত পারিবারিক দ্বন্দ্বের কারণে জমিটা খালিই পড়ে থাকত। ছোটবেলায় আমরা সেখানে ক্রিকেট খেলতাম। পরে সেখানে অনেক গাছ লাগানো হয়।
গিয়ে দেখি পাঁচ-ছয়জন কিশোর কেটে রাখা গাছের গুঁড়িতে বসে আছে। কারও হাতে ব্যাট, কারও হাতে বল। একদৃষ্টে গাছ কাটা দেখছে সবাই। সবারই মন খারাপ। যে গাছটা কাটা হচ্ছে, তার নিচেই ক্রিকেট খেলত এই কিশোরেরা। খেলার সময় গাছটাকে বানাত স্টাম্প।
আরও পড়ুনপরিবেশবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতায় সুব্রত দের তোলা যে ছবি সেরা হয়েছে১৭ ডিসেম্বর ২০২২আবদুল্লাহ আল মাহফুজ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার ৯৭২ জন
সারাদেশের মতো ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। রুটিন অনুযায়ী তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে আগামী ১৩মে পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে।
প্রশ্নপত্র ফাঁস ও নিরাপত্তার লক্ষ্যে সরকার ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ময়মনসিংহের স্কুলগুলোতে সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও ৮টা থেকে কেন্দ্রের সামনে অপেক্ষা করতে দেখা যায় পরীক্ষার্থী ও অভিভাবকদের। ৯টার দিকে গেট খুলে দিলে কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা।
জানা যায়, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর ১৫৬ পরীক্ষা কেন্দ্রে মোট ১ লাখ ৬ হাজার ৯৭২ জন এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এর মাঝে বিজ্ঞান শাখায় ৪৪ হাজার ৪৫৩ জন, মানবিক শাখায় ৫৭ হাজার ৭৫ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ৫ হাজার ৪৪৪ জন। এদের মাঝে ছাত্র সংখ্যা ৫৪ হাজার ৪৬৫ ও ছাত্রী সংখ্যা ৫২ হাজার ৫০৭ জন। গত বছর এই বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২০ হাজার ৩৪৪ জন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু সায়েম মো. হাসান জানান, পরীক্ষা শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে আমরা খোঁজ খবর রাখছি। প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।