অভিনয়ের শুরুটা একসঙ্গে। ক্যারিয়ারের শুরু থেকেই পথচলাটা তাঁদের বন্ধু বানিয়ে দেয়। নাটক দিয়ে এই যাত্রা শুরু হলেও এখন ভিন্ন পথে সফল অভিনেতা সিয়াম আহমেদ ও ফারহান আহমেদ জোভান। সিয়াম সিনেমায় এসে বেশি প্রশংসা পাচ্ছেন। অন্যদিকে নাটক দিয়ে ভক্তদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছেন জোভান। এবারও সর্বাধিক ভিউ হওয়া ও প্রশংসিত নাটক জোভানের দখলে। এ অভিনেতা ব্যস্ততার ফাঁকে সবার আগে দেখেছেন বন্ধু সিয়ামের ‘জংলি’ সিনেমা। বন্ধুর সিনেমা নিয়ে কী বললেন জোভান।

স্ত্রী সাজিন আহমেদের সঙ্গে জোভান। ছবি: ফেসবুক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন, জড়িতদের শাস্তি দাবি ছাত্র ফ্রন্টের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রা উদ্‌যাপনের জন্য বানানো দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনার নিন্দার পাশাপাশি জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ শনিবার এক বিবৃতিতে তারা এ দাবি জানিয়েছে।

ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদেকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক যৌথ বিবৃতিতে বলেন, শোভাযাত্রার মোটিফ পোড়ানোর ঘটনা প্রমাণ করে, এত বড় একটি আয়োজনকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। বর্ষবরণের আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তাব্যবস্থাকে আরও সক্রিয় এবং জোরদার করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুনচারুকলায় আগুনে পুড়ে গেল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ১৫ ঘণ্টা আগে

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবছর চারুকলার নির্দিষ্ট ব্যাচের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে এবং শিক্ষার্থী-শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হয়। এবার ঐতিহাসিক এই র‍্যালির নাম পরিবর্তনের ক্ষেত্রে চারুকলার শিক্ষার্থী, শিক্ষার্থী প্রতিনিধি এবং ক্রিয়াশীল ছাত্রসংগঠনসমূহের মতামত নেওয়া হয়নি। আওয়ামী ফ্যাসিস্ট আমলে বৈশাখ উদ্‌যাপনকে কেন্দ্র করে নানাভাবে রাষ্ট্রীয় হস্তক্ষেপ দেখা গেছে। গণ–অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসব ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না ছাত্রফ্রন্ট।

আরও পড়ুনআনন্দ শোভাযাত্রার মোটিফে আগুনের প্রতিবাদে চারুকলার সামনে মানববন্ধন৩ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ