রূপগঞ্জে পূর্বাচল উপশহর থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
Published: 12th, April 2025 GMT
রূপগঞ্জে পূর্বাচল উপ শহরের প্লট থেকে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্বাচলের এক নম্বর সেক্টরের একটি খালি প্লটের ভেতর থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ সদর থানার শোলাকিয়া এলাকার আবু সাঈদের ছেলে ।
রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(ওসি) লিয়াকত আলী জানান, সকালে ওই এলাকায় স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা যাচ্ছে, রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা উপর্যুপরি ছুরিকাঘাতে ওই যুবককে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।
ওসি আরো জানান, মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র পেয়ে পরিচয় শনাক্ত করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।এই ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ য বক ন র য়ণগঞ জ র পগঞ জ মরদ হ
এছাড়াও পড়ুন:
পূর্বাচলে একটি খালি প্লট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর থেকে দেলোয়ার হোসেন (৪৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টরের একটি খালি প্লট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার হোসেনের চাচাতো ভাই সুমন তালুকদার প্রথম আলোকে মুঠোফোনে বলেন, দেলোয়ার হোসেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চারিতলা এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন। তাঁকে খুনের কারণ এখনো পরিবারের লোকজন বলতে পারছেন না। নিহত দেলোয়ার হোসেনের লাশ বুঝে নেওয়ার জন্য তাঁরা রূপগঞ্জ থানায় যাচ্ছেন।
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সকালে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি খালি প্লটে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। দুপুরে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। পরে লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, লাশের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ কিছুটা বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, অন্তত ৩৬ ঘণ্টা আগে তাঁকে হত্যা করা হয়েছে। কাছাকাছি একটি প্লট থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। নিহত দেলোয়ার হোসেনের প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে এ বিষয়ে মামলা নেওয়া হবে।