প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেবে দায়িত্ব নেয়ার অনুরোধ জানিয়েছে সামাজিক সংগঠনÑজাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন।

 শনিবার (১২ এপ্রিল) দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটি এমন দাবি জানায়।

‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো’Ñশিরোনামের ওই বিক্ষোভ সমাবেশ ও দোয়ায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসিম। 

ফিলিস্তিনে গণহত্যা বন্ধে পৃথিবীর সকল দেশকে এগিয়ে আসার আহবান জানিয়ে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ওআইসিকে যে উদ্দেশ্যে গঠন করা হয়েছিল তা কাজে আসছে না। ওআইসি ইহুদীদের দালালী করছে। ড.

ইউনূস সাহেব, সারা পৃথিবীর মুসলমানেরা আপনার দিকে তাকিয়ে আছে।

পৃথিবীর বড় বড় নেতারা আপনাকে সম্মান করে। আপনি নেতাদের আইডল। আপনি মুসলমানদের জন্য ওআইসির দায়িত্ব হাতে নেন। আপনি দায়িত্ব নিলে মুসলমান দেশগুলো উপকৃত হবে। পরে তিনি ফিলিস্তিনের মজলুম জনগণের জন্য দোয়া ও মোনাজাত করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেনÑসংগঠনের সহ-সভাপতি মুফতি আব্দুর রশিদ, কাজী মহিউদ্দিন আলিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নারায়ণগঞ্জ প্রেস মালিক সমিতির সহসভাপতি জিয়াউর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সংগঠনের দপ্তর সম্পাদক আল আমিন, সমাজসেবক শহীদুল ইসলাম, রাবেয়া আক্তার, রুমা খানম, তানিয়া আক্তার, মীম , রাইসা, তাজ মোহাম্মদ, নাজমুল হোসেন প্রমুখ। 

বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নগরীর চাষাড়া গোল চত্ত্বর ঘুরে আবারও প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স গঠন

এছাড়াও পড়ুন:

গাজায় গণহত‌্যা: জিএম কা‌দে‌রের নেতৃ‌ত্বে রাজধানী‌তে বি‌ক্ষোভ

হাজায় গণহত‌্যার প্রতিবা‌দে সা‌বেক বি‌রোধীদ‌লীয় নেতা জিএম কা‌দেরের নেতৃ‌ত্বে রাজধানী‌তে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমাবেশ ক‌রে‌ছে জাতীয় পা‌র্টি।

ফিলিস্তিনী জনগণের প্রতি সমর্থন ও ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে শুক্রবার বিকা‌লে কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বর থে‌কে মি‌ছিল‌টি বের করা হয়। মি‌ছি‌লটি প্রধান প্রধান সড়ক ঘু‌রে জাতীয় প্রেসক্লা‌বে গি‌য়ে শেষ হয়।

মি‌ছিলপূর্ব সমা‌বে‌শে জিএম কা‌দের ব‌লেন, “সরকারের উচিত ফিলিস্তিনীদের পাশে দাঁড়ানো। ফি‌লি‌স্তি‌নি‌দের রক্ষা কর‌তে হ‌বে।”

আরো পড়ুন:

আ.লীগ নিষিদ্ধের প্রসঙ্গে যা বললেন জিএম কাদের

‘ক্লিন ইমেজের’ আড়ালে ‘কলঙ্ক’, দুদকের জালে জিএম কাদের

বিশ্ব নেতাদের সাথে সরকারকে এ বিষ‌য়ে ব‌্যবস্থা নেওয়ার দা‌বিও জানান তি‌নি।

হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানি‌য়ে জাতীয় পার্টি চেয়ারম্যান ব‌লেন, “ফিলিস্তিনের ভাই-বোনদের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকব। আমরা তাদের পাশে আছি, সব সময় তাদের পাশে থাকব। ফুটফুটে শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বিশ্ব বিবেক কী করে মেনে নিতে পারে? আমরা কি মানুষ? আমাদের মনুষত্ব কি শেষ হয়ে গেছে? ফিলিস্তিনীদের সব ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে।”

“বিশ্ব নেতাদের সাথে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনীদের পাশে দাঁড়ান। অসহায় ফিলিস্তিনীদের রক্ষা করার ব্যবস্থা করুন। নিরিহ মানুষ যেনো পাশবিক নির্যাতনের শিকার না হয়।”

গোলাম মোহাম্মদ কাদের বলেন, “সরকারের উচিত ফিলিস্তিনীদের পাশে দাঁড়ানো। ফিলিস্তিনীদের স্বার্থে আমাদের কী করতে হবে সরকার তা ঠিক করে দিক। আমরা ফিলিস্তিনীদের স্বার্থের সব কর্মকাণ্ডে সক্রিয় থাকব।  আমরা ফিলিস্তিনীদের মুক্তি চাই। আমরা চাই, ফিলিস্তিনীরা যেনো মানুষ হিসেবে বেঁচে থাকতে পারে।”

বর্তমান সরকারের সমা‌লোচনা ক‌রে জাপা চেয়ারম‌্যান ব‌লেন, “এ সরকার আমলে অনেক মানুষ নতুন করে বেকার হচ্ছে। সরকারের কিছু ঘনিষ্ঠ মানুষ বেকারদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। তাদের দিয়ে বিভিন্ন মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। ভয়-ভীতি দেখানোর কাজে বেকারদের ব্যবহার করা হচ্ছে। এ কারণেই, ফিলিস্তিনীদের সমর্থনে অনুষ্ঠিত মিছিল থেকে লুট-পাটের ঘটনা ঘটছে। ভাঙচুর ও আত্মসাতের ঘটনা ঘটিয়ে কিছু মানুষ তাদের ক্ষমতা প্রদর্শন করতে চাচ্ছে। এভাবে সাধারণ মানুষকে ভয় দেখাতে চাচ্ছে তারা। আমরা তাদের ভয়-ভীতি দেখানোকে পরোয়া করি না। যারা দুরে আগুন লাগিয়ে নিজেকে নিরাপদ ভাবছেন, দুদিন পরে সেই আগুন আপনার ঘরেও লাগতে পারে। সাধারণ মানুষের ওপর যে অত্যাচার চলছে তা অবশ্যই শেষ হবে।”

উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূঁইয়া, ইমরান হোসেন মিয়া, লিয়াকত হোসেন খোকা, মনিরুল ইসলাম মিলন, আরিফুর রহমান খান,  ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, চেয়ারম্যানের উপদেষ্টা নুরুল আজহার শামীম, প্রফেসর ড. গোলাম মোস্তফা, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন, খলিলুর রহমান খলিল, ইঞ্জিনিয়ার মাইনুল রাব্বি চৌধুরী রুম্মন,  মাসরেকুল আজম রবি,  হাজী শাহজাহান, ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ  রাজু, সুলতান মোহাম্মদ সেলিম, আহাদ ইউ চৌধুরী শাহিন, আমির উদ্দিন ডালু, হুমায়ুন খান, আক্তার হোসেন দেওয়ান, এম এ সোবাহান, যুগ্ম মহাসচিব  শামসুল হক, মোহাম্মদ আমির হোসেন, আব্দুল হামিদ ভাসানী, শামীম আহমেদ রিজভী, এম এ হান্নান, জুবের আলম খান রবিন, খন্দকার দেলোয়ার জালালী, সম্পাদকমণ্ডলীর সদস্য    নির্মল দাস, মোহাম্মদ হেলাল উদ্দিন হেলাল, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, আবুল খায়ের, মিজানুর রহমান মিরু, আজাহার সরকার মাসুদুর রহমান মাসুম,  মাহমুদ আলম, জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম সম্পাদকমণ্ডলীর সদস্য  জাকির হোসেন মৃধা, আবু সাদেক বাদল, মামুনুর রহিম সুমন, মোড়ল জিয়াউর রহমান, শরিফুল ইসলাম চৌধুরী অর্ণব, সমরেশ মণ্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ, শেখ মো. শান্ত, ঈসারুহুল্লাহ আসিফ, মোহাম্মদ ইউসুফ, ইঞ্জিনিয়ার জুবায়ের, শেরপুর জেলার আহ্বায়ক মাহমুদুল হক মনি, ইঞ্জিনিয়ার জুবায়ের, শ্রমিক পার্টির সভাপতি  মোফতার উদ্দিন জসিম, কৃষক পার্টির সদস্য সচিব এম এ কুদ্দুস মানিক, প্রিন্স, মোটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন, সদস্য সচিব আব্দুর রহিম, হকার্স পার্টির আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ছাত্র সমাজের আহ্বায়ক মারুফ হাসান তালুকদার প্রিন্স যুগ্ম আহ্বায়ক নাজমুল রেজা প্রমুখ।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত নিবন্ধ

  • গণহত্যার প্রতিবাদে সরব বাংলাদেশ
  • গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন দাবি
  • ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ 
  • গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাসদের বিক্ষোভ
  • ইসলামী আন্দোলনকে বাইপাস করে সংসদে যাওয়ার সুযোগ নেই: চরমোনাই পীর
  • গাজায় গণহত‌্যা: জিএম কা‌দে‌রের নেতৃ‌ত্বে রাজধানী‌তে বি‌ক্ষোভ
  • মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হবে কবে?
  • রোহিঙ্গা সংকট একটি আসিয়ান সংকট: মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী
  • ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ দুই দূতাবাসে স্মারকলিপি প্রদান