ডানায় গুলিবিদ্ধ সেই ইগলটি বাঁচানো গেল না
Published: 12th, April 2025 GMT
ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডানায় গুলিবিদ্ধ ইগলকে মাঠ থেকে উদ্ধার করে প্রাণিসম্পদ দপ্তরে দুই কিশোর
মাঠের ধানখেত দেখতে গিয়েছিল দুই কিশোর। খেতের ভেতর হঠাৎ একটি বড় ইগল পড়ে থাকতে দেখে তারা। কাছে যেতেই ইগল পাখিটি চোখ রাঙানো শুরু করে। প্রথমে ভয় পেয়ে যায় কিশোরেরা। এরপর তারা সাহস করে যন্ত্রণায় কাতর পাখিটির কাছে যায়। ধানখেত থেকে জমির আইলে তুলে এনে দেখে, দুটি ডানায় ক্ষতচিহ্ন ও রক্ত।
এরপর প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অসুস্থ ইগলটিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে আসে তারা। সেখানে ইগলটিকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়। ইগলের দুই ডানায় গুলি করা হয়েছিল বলে জানিয়েছেন উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল হাসান।
দুই কিশোরের এমন কাজে প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। ওই দুই কিশোর হলো মো. সাব্বির হোসেন ও গোলাম রব্বানী। তাদের বাড়ি পাশের নওগাঁর বদলগাছী উপজেলার খাদাইল বাহ্মণপুকুর গ্রামে।
মো. সাব্বির হোসেন ও গোলাম রব্বানী