দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যার। ১০ জন চিকিৎসকের চাহিদা বিপরীতে সেখানে চিকিৎসক আছেন মাত্র দুই জন। চিকিৎসক সংকটে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ উপজেলার মানুষ। সংশ্লিষ্ট দপ্তরে চিকিৎসকের চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তিন ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে গঠিত হাকিমপুর (হিলি) উপজেলায় চিকিৎসা সেবাকেন্দ্র একটিই— উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন এ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে আসেন ৪০০ থেকে ৫০০ জন এবং জরুরি বিভাগে আসেন ১০০ থেকে ১৫০ জন। চিকিৎসাধীন থাকেন ৪০ থেকে ৫০ জন রোগী। দীর্ঘদিন ধরে এসব রোগীকে সেবা দিচ্ছেন মাত্র দুই জন মেডিকেল অফিসার। 

বর্তমানে আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হচ্ছেন এ অঞ্চলের মানুষ। তারা চিকিৎসাসেবা নিতে ভিড় করছেন হাসপাতালে। তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন দুই চিকিৎসক। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক বাড়াবে সরকার, এ প্রত্যাশা রোগী ও তাদের স্বজনদের।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা জহিরুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “গতকাল আমি আমার রোগীকে হাসপাতালে ভর্তি করেছি। বর্তমান রোগীর অবস্থা ভালো। ডাক্তার মাঝে-মধ্যে আসছেন, রোগী দেখে যাচ্ছেন। তবে, সব জায়গায় দেখছি এক জন ডাক্তারকে। আমাদের হাসপাতাল অনেক দিন ধরেই দুই জন ডাক্তার দিয়ে চলছে। আমি সরকারের কাছে আহ্বান জানাব, দ্রুত এই হাসপাতালে ডাক্তার বাড়ানো হবে।”

হাসপাতালের স্টোরকিপার শাহিনুজ্জামান বলেছেন, “আমাদের হাসপাতালে পর্যাপ্ত ওষুধ এবং অন্যান্য সামগ্রী আছে। কিন্তু, যতগুলো ডাক্তার থাকার কথা, তা নেই। ডাক্তার কম থাকায় জনগণকে সঠিক সেবা দেওয়া যাচ্ছে না।” 

নার্সিং সুপারভাইজার নুর নেহার বেগম বলেছেন, হাসপাতালে নার্সের কমতি নেই। তবে, মাত্র দুই জন চিকিৎসক আছেন। এত বড় হাসপাতালে দুই জন চিকিৎসক দিয়ে সেবা দেওয়া সম্ভব না। চিকিৎসক বাড়ানো প্রয়োজন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.

মো. হুমায়ুন কবির বলেছেন, “৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক প্রয়োজন ১০ জন। তার মধ্যে আছি মাত্র দুই জন। বর্তমানে আমরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছি। আউটডোর, ইনডোর এবং ইমার্জেন্সিতে চিকিৎসা সেবাসহ বিভিন্ন দাপ্তরিক কাজে প্রতিনিয়ত দৌড়-ঝাঁপ করতে হচ্ছে। চিকিৎসক সংকটে এ উপজেলার মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।”  

হাকিমপুর (হিলি) উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ পিন্টু বলেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট আছে। দীর্ঘদিন ধরে দুই জন চিকিৎসক দ্বারা সেবা দিয়ে আসছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে চিকিৎসকের চাহিদাপত্র পাঠানো হয়েছে। 

ঢাকা/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ব স থ য কমপ ল ক স ম ত র দ ই জন ন চ ক ৎসক বল ছ ন উপজ ল

এছাড়াও পড়ুন:

আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন, জড়িতদের শাস্তি দাবি ছাত্র ফ্রন্টের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রা উদ্‌যাপনের জন্য বানানো দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনার নিন্দার পাশাপাশি জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ শনিবার এক বিবৃতিতে তারা এ দাবি জানিয়েছে।

ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদেকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক যৌথ বিবৃতিতে বলেন, শোভাযাত্রার মোটিফ পোড়ানোর ঘটনা প্রমাণ করে, এত বড় একটি আয়োজনকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। বর্ষবরণের আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তাব্যবস্থাকে আরও সক্রিয় এবং জোরদার করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুনচারুকলায় আগুনে পুড়ে গেল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ১৫ ঘণ্টা আগে

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবছর চারুকলার নির্দিষ্ট ব্যাচের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে এবং শিক্ষার্থী-শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হয়। এবার ঐতিহাসিক এই র‍্যালির নাম পরিবর্তনের ক্ষেত্রে চারুকলার শিক্ষার্থী, শিক্ষার্থী প্রতিনিধি এবং ক্রিয়াশীল ছাত্রসংগঠনসমূহের মতামত নেওয়া হয়নি। আওয়ামী ফ্যাসিস্ট আমলে বৈশাখ উদ্‌যাপনকে কেন্দ্র করে নানাভাবে রাষ্ট্রীয় হস্তক্ষেপ দেখা গেছে। গণ–অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসব ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না ছাত্রফ্রন্ট।

আরও পড়ুনআনন্দ শোভাযাত্রার মোটিফে আগুনের প্রতিবাদে চারুকলার সামনে মানববন্ধন৩ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ