গাইবান্ধার ‘শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম’ এর নাম পরিবর্তন করা হয়েছে। এই স্টেডিয়ামের নতুন নাম রাখা হয়েছে ‘জেলা স্টেডিয়াম, গাইবান্ধা’। 

শনিবার (১২ এপ্রিল) এতথ্য নিশ্চিত করেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.কে.এম হেদায়েতুল ইসলাম। 

তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে গত ২৩ মার্চ প্রকাশিত এক পরিপত্রের মাধ্যমে এই নতুন নামকরণ চূড়ান্ত করা হয়।

স্থানীয় প্রশাসন জানায়, খুব শিগগিরই অনুষ্ঠানের মাধ্যমে স্টেডিয়ামের নতুন নামফলক উন্মোচন করা হবে।

৫০-এর দশকে তৎকালীন মহকুমা প্রশাসক হেলাল উদ্দিন আহমেদ চৌধুরী গাইবান্ধা শহরের দক্ষিণে রেললাইনের পার্শ্বে বিনোদনের জন্য একটি পার্ক এবং কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এজন্য পাঁচ একর জমি অধিগ্রহণ করা হয়। ১৯৫৭ সালে এই জমির পূর্বপাশে একটি পুকুর খুঁড়ে সেই মাটি দিয়ে নিচু জায়গা ভরাট করে ঈদগাঁহ মাঠ নির্মাণ করা হয়।

পুকুরের চারপাশের পাড় মাটি দিয়ে বেঁধে পুকুরের উত্তর পার্শ্বে একটি শান বাঁধানো ঘাটও নির্মিত হয়। সম্পূর্ণ কমপ্লেক্সটির নাম মহকুমা প্রশাসকের নামানুসারে হেলাল পার্ক রাখা হয়। 

বর্তমান স্টেডিয়ামের স্থানটি সেই ঈদগাঁহ মাঠ হিসেবে দুই ঈদের নামাজ এবং অন্য সময়ে খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হতো। ২০০৯ সালে গ্যালারি ও প্যাভিলিয়ন  নির্মাণের মাধ্যমে স্টেডিয়ামটির আধুনিকায়নের কাজ শুরু হয়। একই বছর, জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গাইবান্ধার কৃতী সন্তান ও বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদের নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়।

ঢাকা/মাসুম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চসিকের তিন স্থাপনা থেকে বাদ হাসিনা, রাসেলের নাম

একটি সড়ক ও দুটি স্থাপনা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট ভাই শেখ রাসেলের নাম বাদ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এসব নাম পরিবর্তন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে চসিক। বিষয়টি গতকাল বুধবার জানা যায়।

নাম পরিবর্তন করে মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। এর আগে গত ১৬ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ‘পতিত ফ্যাসিস্টের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে সিটি করপোরেশনের সড়ক, ভবন ও স্থাপনার নামকরণ’ পরিবর্তনের জন্য চিঠি দেওয়া হয়। এর পর স্থাপনার বিদ্যমান নাম পরিবর্তন এবং নতুন নামকরণের বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়কে চিঠি দেয় সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মার্চে নগরের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত বিমানবন্দর ও ভিআইপি সড়ককে ‘জননেত্রী শেখ হাসিনা’ সড়ক নামকরণ করা হয়েছিল। এটি এখন পরিবর্তন করে বিমানবন্দর সড়ক করা হয়েছে। চট্টগ্রাম নগরের আমবাগানে শেখ রাসেল পার্ককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের নামে শহীদ ওয়াসিম আকরাম পার্ক করা হয়েছে।

নগরের উত্তর কাট্টলীতে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলেও এখনও নতুন নামকরণ করা হয়নি। গত ৫ আগস্টের পর স্টেডিয়ামের নামফলক খুলে ফেলা হয়েছে। সংস্কার ও মেরামত কাজ শেষ হলে নতুন নামকরণ করবে সিটি করপোরেশন।

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের নামে নামকরণ
  • চসিকের তিন স্থাপনা থেকে বাদ হাসিনা, রাসেলের নাম