লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক যুবক আহত হয়েছেন। তাঁর নাম রুবেল হোসেন (২৫)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুবেল পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ির আবদুল কুদ্দুসের ছেলে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চৌপল্লী বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন রুবেল হোসেন। পূর্ব চৌপল্লী ব্যাপারী বাড়ির সামনে গেলে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা রুবেল হোসেনকে লক্ষ্য করে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তারা বলেন, আধিপত্য বিস্তার ও মাদক কারবার নিয়ে রুবেল হোসেন ও স্থানীয় আলমগীর হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। দুজনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন হাসপাতালে যান। সেখানে তিনি আহত রুবেল ও তাঁর সঙ্গে থাকা লোকজনের সঙ্গে কথা বলেন। এসপি বলেন, গুলিটি রুবেলের বাঁ হাতের কবজিতে বিদ্ধ হয়েছে। মাদক কারবার নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর জেরেই রুবেলকে গুলি করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক রব র চ পল ল

এছাড়াও পড়ুন:

তাপ কেন বাড়ছে স্মার্টফোনে!

ডিজিটাল সব পণ্যই চলে অ্যানার্জি বা ইলেকট্রিক শক্তির প্রবাহে। যন্ত্র যত ভালোভাবে বা যত বেশি পরিমাণ কাজ করবে, তত বেশি তাপ সংরক্ষণ করবে। যন্ত্র যথাযথ ঠান্ডা করা না হলে এসব যন্ত্রের কর্মদক্ষতা কমে যায়; সৃষ্টি হয় জটিলতা।

ঠিক যে কারণে স্মার্ট ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ, গেমিং কনসোল, বাড়িতে ব্যবহৃত নানা যন্ত্রপাতি ও গাড়িসহ নিত্যব্যবহার্য প্রায় সব পণ্যে কুলিং সিস্টেম রয়েছে। দিনরাত ২৪ ঘণ্টা সচল থাকার কারণে স্মার্টফোনে তাপ উৎপন্ন হয় সব সময়। প্রশ্ন আসছে, আকারে ছোট ও স্লিম ঘরানার স্মার্টফোনে কুলিং সিস্টেম কীভাবে কাজ করে।
প্রথমত, হাইপারফরম্যান্স ও গেমিং স্মার্টফোনকে ঠান্ডা রাখতে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রযুক্তি হলো ভেপর চেম্বার লিকুইড কুলিং। এমন প্রযুক্তি বাষ্পের নীতি মেনে কাজ করে। ভেপর চেম্বার মূলত হিট পাইপের মানোন্নত সংস্করণ। বাড়তি তাপমাত্রা নিয়ন্ত্রণে পাইপটি সাধারণত ল্যাপটপ ও কম্পিউটারে ব্যবহার করা হয়। পুরো সিল করা সব পাইপ পূর্ণ থাকে তাপ-পরিবাহী তরল পদার্থে, যা ইলেকট্রনিক যন্ত্রপাতির কয়েকটি গরম উপাদান থেকে তাপ শোষণ করে এবং তা শীতল অঞ্চলে পৌঁছে দেয়।

দ্বিতীয়ত, ভেপর চেম্বার কুলিং সিস্টেম আসার কারণে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাটি এখন অনেক বেশি কার্যকর। সমতল প্লেট আকৃতির সব ধরনের ভেপর চেম্বার হিট পাইপের তুলনায় বড় অংশজুড়ে, সমানভাবে তাপ বিনিময় করতে পারে। জানা জরুরি, স্মার্টফোনে জায়গা তুলনামূলক কম। অভ্যন্তরে সব উপাদান থাকে খুবই কাছাকাছি। ফলে বিশেষ ডিজাইন ভেপর চেম্বারকে আধুনিক স্মার্টফোনের জন্য ব্যবহারযোগ্য করে তুলেছে।

তৃতীয়ত, ভেপর চেম্বার কুলিং সিস্টেম কাজ করে মূলত বাষ্পের নীতি মেনে, যা মূলত সমতল ও সিল করা চেম্বার। যাতে থাকে অল্প পরিমাণে তরল কুল্যান্ট। তরল সাধারণত পানি বা অন্যসব তরলের মিশ্রণ হয়ে থাকে। সাধারণত তামা বা অ্যালুমিনিয়ামের মতো উপাদান দিয়ে বিশেষ চেম্বারটি তৈরি হয়। ফেজ পরিবর্তনের নীতির ওপর ভিত্তি করে কাজ করে চেম্বারটি। পুরো প্রক্রিয়া চলতে থাকে সারাক্ষণ।
কুলিং প্রক্রিয়াটি কাজ করে স্মার্টফোনে কাজ করার সময়, বিনোদনের সময় বা ফোন চার্জ দেওয়ার সময়।
 

সম্পর্কিত নিবন্ধ