ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনকে নাইটহুড প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর ‘পদত্যাগ সম্মাননা তালিকায়’ ঋষি সুনাক এই নাম সুপারিশ করে গিয়েছেন। সুপারিশ করা নামে নাইটহুডের জন্য একমাত্র খেলোয়াড় হিসেবে রয়েছেন অ্যান্ডারসন। আনুষ্ঠানিকভাবে নাইটহুড ঘোষণার পর, অ্যান্ডারসনের নামের ‘স্যার’ যুক্ত হয়ে যাবে।

ইংল্যান্ড জাতীয় দলে অ্যান্ডরসনের অভিষেক হয়েছিল ২০০২ সালের ভ১৫ ডিসেম্বর। ৪২ বছর বয়সী এই পেসার ২০২৪ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। তিনি টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকালের সফলতম পেসার। অ্যান্ডারসনের ঝুলিতে রয়েছে ৭০৪টি উইকেট। শুধুমাত্র দুই স্পিনার মুত্তিয়া মুরালিধরন (৮০০) এবং শেন ওয়ার্ন (৭০৮) তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলে অ্যান্ডারসনের শিকার ২৮৭টি উইকেট।

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন অ্যান্ডারসনকে অভিনন্দন জানিয়ে বলেন, “স্যার জিমি অ্যান্ডারসনকে অনেক অনেক অভিনন্দন। এই সম্মান একজন ইংলিশ কিংবদন্তির প্রাপ্য। তার দক্ষতা, নিষ্ঠা এবং খেলোয়াড়সুলভ মনোভাব শুধু ইংল্যান্ডেই নয়, সারা বিশ্বের খেলোয়াড় এবং ভক্তদের অনুপ্রাণিত করেছে।”

ইসিবির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও অভিনন্দন জানিয়ে পোস্ট করা হয়, “স্যার জিমি অ্যান্ডারসন! আপনার সঙ্গে নামটা বেশ মানিয়েছে।”

‘রিজিগনেশন অনার্স লিস্ট’ যুক্তরাজ্যের একটি প্রথা, যেখানে বিদায়ী প্রধানমন্ত্রীগণ বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা দেওয়ার জন্য মনোনয়ন দেন।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অ য ন ড রসন রসন র

এছাড়াও পড়ুন:

তিনি এখন ‘স্যার জেমস অ্যান্ডারসন’

ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনকে নাইটহুড প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর ‘পদত্যাগ সম্মাননা তালিকায়’ ঋষি সুনাক এই নাম সুপারিশ করে গিয়েছেন। সুপারিশ করা নামে নাইটহুডের জন্য একমাত্র খেলোয়াড় হিসেবে রয়েছেন অ্যান্ডারসন। আনুষ্ঠানিকভাবে নাইটহুড ঘোষণার পর, অ্যান্ডারসনের নামের ‘স্যার’ যুক্ত হয়ে যাবে।

ইংল্যান্ড জাতীয় দলে অ্যান্ডরসনের অভিষেক হয়েছিল ২০০২ সালের ভ১৫ ডিসেম্বর। ৪২ বছর বয়সী এই পেসার ২০২৪ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। তিনি টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকালের সফলতম পেসার। অ্যান্ডারসনের ঝুলিতে রয়েছে ৭০৪টি উইকেট। শুধুমাত্র দুই স্পিনার মুত্তিয়া মুরালিধরন (৮০০) এবং শেন ওয়ার্ন (৭০৮) তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলে অ্যান্ডারসনের শিকার ২৮৭টি উইকেট।

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন অ্যান্ডারসনকে অভিনন্দন জানিয়ে বলেন, “স্যার জিমি অ্যান্ডারসনকে অনেক অনেক অভিনন্দন। এই সম্মান একজন ইংলিশ কিংবদন্তির প্রাপ্য। তার দক্ষতা, নিষ্ঠা এবং খেলোয়াড়সুলভ মনোভাব শুধু ইংল্যান্ডেই নয়, সারা বিশ্বের খেলোয়াড় এবং ভক্তদের অনুপ্রাণিত করেছে।”

ইসিবির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও অভিনন্দন জানিয়ে পোস্ট করা হয়, “স্যার জিমি অ্যান্ডারসন! আপনার সঙ্গে নামটা বেশ মানিয়েছে।”

‘রিজিগনেশন অনার্স লিস্ট’ যুক্তরাজ্যের একটি প্রথা, যেখানে বিদায়ী প্রধানমন্ত্রীগণ বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা দেওয়ার জন্য মনোনয়ন দেন।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ