মেসিকে ছাড়বে না মায়ামি, মায়ামি ছাড়বেন না মেসিও
Published: 12th, April 2025 GMT
এ বছরের ৩১ ডিসেম্বরই তাহলে ইন্টার মায়ামিতে মেসি-অধ্যায় শেষ হচ্ছে না।
গল্পটা চলবে আরও বেশ কিছুদিন, অন্তত আরও এক বছর, হয়তো তারও বেশি। ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট দ্য অ্যাথলেটিকের সাংবাদিক ডেভিড অর্নস্টাইনের দাবি, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে চুক্তি নবায়নের সবকিছু গুছিয়ে এনেছে ইন্টার মায়ামি। মৌখিকভাবে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন শুধু কাগজপত্রে সই করা বাকি। তার মানে, আগামী বছর মায়ামির নতুন স্টেডিয়াম উদ্বোধনের সময় এই ক্লাবের জার্সিতেই দেখা যাবে অধিনায়ক মেসিকে।
এটা শুধু মায়ামির জন্যই সুখবর নয়; মেসির চুক্তি নবায়নের বড় প্রভাব পড়বে পুরো মেজর লিগ সকার (এমএলএস) এবং সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতির ওপরও। মায়ামি এখন যুক্তরাষ্ট্রের এমন একটি ক্লাব হয়ে উঠেছে, যে ক্লাব প্রতিপক্ষ অনেক দলের জন্য উদাহরণ। ক্লাবের অন্যতম মালিক ও ব্যবস্থাপনাপ্রধান জর্জ মাস অবশ্য দাবি করেছেন, ‘আসলে এখন অনেক ক্লাব আমাদের ঈর্ষা করে।’ যে দলে মেসির মতো সর্বকালের সেরা ফুটবলারদের একজন খেলেন, সেটা প্রতিপক্ষের ঈর্ষা জাগাবে, সেটাই তো স্বাভাবিক। তবে মাঠে সাফল্যের পাশাপাশি মেসিকে ঘিরে মায়ামি যেভাবে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাচ্ছে, সেটাও ঈর্ষণীয়।
মায়ামির জার্সিতে এমসির এমন উদযাপন দেখা যাবে আরও কিছুদিন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৪
রাজশাহীতে অপহরণের শিকার এক মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করেছে র্যাব। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মাদ্রাসা শিক্ষক মো. রিফাতুল ইসলামকে (২৫) উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত চারজন হলেন- রবিউল ইসলাম (২৭), রুবেল চৌধুরী (২৭), নাজমুল হোসেন (৪২) ও নাহিদ মিয়াজ (৩৫)। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, গত ৫ এপ্রিল রাতে ঢাকার আশুলিয়া থেকে কর্মস্থল হাজারিবাগের উদ্দেশে রওনা দেন রিফাতুল। এরপর তিনি নিখোঁজ হন। ৭ এপ্রিল তাঁর পরিবারকে ফোন করে অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রিফাতুলের বিকাশের মাধ্যমে দফায় দফায় টাকা পাঠায় পরিবার। সর্বমোট দেড় লাখ টাকার বেশি পরিশোধের পরও তাকে মুক্তি দেয়নি অপহরণকারীরা।
পরবর্তীতে পরিবারের সদস্যরা র্যাব-৪ এ অভিযোগ করেন। গোয়েন্দা তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৪ ও র্যাব-৫-এর যৌথ অভিযানে রিফাতুলকে উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে র্যাব।