পিএসএলের উদ্বোধনী ম্যাচে হেরেছে রিশাদের লাহোর
Published: 12th, April 2025 GMT
শুক্রবার (১১ এপ্রিল) পিএসএলের উদ্বোধনী ম্যাচ ঘিরে বহু আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের। লাহোর কালান্দার্সের হয়ে যে খেলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে হতাশ হতে হয়েছে বাংলাদেশীদের। এই ম্যাচে খেলানো হয়নি রিশাদকে। তাঁর দল লাহোরও ম্যাচটা জিততে পারেনি।
ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারের দুর্দান্ত পারফরম্যান্সে পিএসএলের উদ্বোধনী ম্যাচে লাহোরকে ৮ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লাহোর ১৯.
১৪তম ওভারে লাহোরের পঞ্চম উইকেটের পতন হয় দলীয় ৯৩ রানে। শফিক ও সিকান্দার রাজা পঞ্চম উইকেটে ৩৫ রানের জুটি গড়লেও হোল্ডার ও শাদাব খানের বোলিংয়ে ভেঙে পড়ে তাদের ইনিংস। হোল্ডার ২৬ রানে ৪ উইকেট নেন, আর অধিনায়ক শাদাব ৩.২ ওভারে ২৫ রানে নেন ৩ উইকেট।
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ইসলামাবাদ পাওয়ার প্লে’তে ৩৭ রান তুললেও হারায় আন্দ্রিস গাউসকে। এরপর কলিন মুনরো ও সাহিবজাদা ফারহান দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ফারহান ২৪ বলে ২৫ রান করে আউট হলেও মুনরো ও সালমান আলি আগা দলের জয় নিশ্চিত করেন।
মুনরোর ব্যাট থেকে আসে ৪২ বলে ৫৯ রান তিনি তাঁর ইনিংসটি সাজান ৭ চার ও ১ ছক্কায়। অন্যদিকে সালমানও খেলেন হার না মান ৩৪ বলে ৪১ রানের ইনিংস, যেখানে ছিল ৩ চার ও ১ ছক্কা। ১৭.৪ বলে ৮ উইকেট হারে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইসলামাবাদ।
মঙ্গলবার ১৫ এপ্রিল লিটন দাসের করাচি কিংসের মুখোমুখি হবে রিশাদের লাহোর।
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১২ এপ্রিল ২০২৫)
সকালে ঢাকা প্রিমিয়ার লিগে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী–মোহামেডান। আইপিএল ও পিএসএলে আছে দুটি করে ম্যাচ। রাতে খেলতে নামবে বার্সেলোনা।ঢাকা প্রিমিয়ার লিগ
আবাহনী-মোহামেডান
সকাল ৯টা, টি স্পোর্টস
প্রাইম ব্যাংক-গুলশান
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
শাইনপুকুর-রূপগঞ্জ টাইগার্স
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
আইপিএল
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–গুজরাট টাইটানস
বিকেল ৪টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২
সানরাইজার্স হায়দরাবাদ–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
পিএসএল
পেশোয়ার জালমি–কোয়েটা গ্ল্যাডিয়েটার্স
বিকেল ৪–৩০ মি., নাগরিক টিভি
করাচি কিংস–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল
বসুন্ধরা কিংস–মোহামেডান
বিকেল ৫–৩০ মি., টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যানচেস্টার সিটি–ক্রিস্টাল প্যালেস বিকেল ৫–৩০ মি.
নটিংহাম ফরেস্ট–এভারটন রাত ৮টা
আর্সেনাল–ব্রেন্টফোর্ড রাত ১০–৩০ মি.
জার্মান বুন্দেসলিগা সনি স্পোর্টস টেন ২
বায়ার্ন মিউনিখ–বরুসিয়া ডর্টমুন্ড রাত ১০–৩০ মি.
লা লিগা স্পোর্টজেডএক্স অ্যাপ
লেগানেস–বার্সেলোনা রাত ১টা