ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার লিগ
আবাহনী-মোহামেডান
সরাসরি, সকাল ৯টা;
টি স্পোর্টস।
প্রাইম ব্যাংক-গুলশান
সরাসরি, সকাল ৯টা;
টি স্পোর্টস ইউটিউব চ্যানেল।
শাইনপুকুর-রূপগঞ্জ টাইগার্স
সরাসরি, সকাল ৯টা;
টি স্পোর্টস ইউটিউব চ্যানেল।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
আইপিএল
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–গুজরাট টাইটানস
সরাসরি, বিকেল ৪টা;
টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২।
সানরাইজার্স হায়দরাবাদ–পাঞ্জাব কিংস
সরাসরি, রাত ৮টা;
টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১।
পিএসএল
পেশোয়ার জালমি–কোয়েটা গ্ল্যাডিয়েটার্স
সরাসরি, বিকেল ৪টা ৩০ মিনিট;
নাগরিক টিভি।
করাচি কিংস–মুলতান সুলতানস
সরাসরি, রাত ৯টা;
নাগরিক টিভি।
ফুটবল
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল
বসুন্ধরা কিংস–মোহামেডান
সরাসরি, বিকেল ৫টা ৩০ মিনিট;
টি স্পোর্টস ইউটিউব চ্যানেল।
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানচেস্টার সিটি–ক্রিস্টাল প্যালেস
সরাসরি, বিকেল ৫টা ৩০ মিনিট;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।
নটিংহাম ফরেস্ট–এভারটন
সরাসরি, রাত ৮টা;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।
আর্সেনাল–ব্রেন্টফোর্ড
সরাসরি, রাত ১০টা ৩০ মিনিট;
স্টার স্পোর্টস সিলেক্ট ১।
জার্মান বুন্দেসলিগা
বায়ার্ন মিউনিখ–বরুসিয়া ডর্টমুন্ড
সরাসরি, রাত ১০টা ৩০ মিনিট;
সনি স্পোর্টস টেন ২।
লা লিগা
লেগানেস–বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
স্পোর্টজেডএক্স অ্যাপ।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ত আজক র খ ল স ট র স প র টস ৩০ ম ন ট
এছাড়াও পড়ুন:
চাল না পেয়ে জেলেদের ইউপি পরিষদ ঘেরাও
বাঁশখালীর সরল ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল না পেয়ে বিক্ষোভ করেছেন কয়েকশ জেলে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালিয়াঘাটাস্থ সরল ইউপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন জেলেরা। বিক্ষোভের এক পর্যায়ে ওই ইউপি কার্যালয় ঘেরাও করেন তারা। এ সময় বিক্ষুব্ধ জেলেরা সরল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা আক্তারের অপসারণ ও বিচার দাবি করেন।
জানা গেছে, ওই ইউনিয়নে ৬৯১ জন জেলের জন্য মাসে ৪০ কেজি করে দুই মাসের জন্য ৮০ কেজি করে ৩৩ টন চাল বরাদ্দ দেওয়া হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা আক্তার ২৬ টন চাল উত্তোলন করে বাকি চাল আত্মসাৎ করেছেন বলে চট্টগ্রামের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন নুরুল ইসলাম নামের এক জেলে। রোববার জেলেদের চাল বিতরণের নির্ধারিত তারিখ ছিল। পূর্ব নির্ধারিত সময়ে কয়েকশ জেলে পরিষদে চাল নিতে গেলে তাদের ফেরত দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা।
জেলে নুরুল ইসলাম জানান, জেলেদের জন্য মাসে ৪০ কেজি করে ৮০ কেজি চাল বরাদ্দ হলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান একবার ৩২ কেজি চাল দিয়ে বাকি চাল আত্মসাৎ করেন। এর মধ্যে অনেক জেলে সেই ৩২ কেজিও পাননি। চাল না পেয়ে তিনি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
সরল ইউনিয়নের জেলে মনির উদ্দিন, মোহাম্মদ তৈয়ব, বাবুল দাশ, আবদুল আজিজ, মোহাম্মদ হাসানের ভাষ্য, মাসে ৪০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও কাউকে কাউকে ২৮ কেজি ও ৩২ কেজি চাল দেন। অধিকাংশ জেলেকে চাল না দিয়ে ফেরত দেন।
স্থানীয়দের অভিযোগ, এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিবের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল অনিয়ম দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, সরল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা আক্তারকে অনিয়ম দুর্নীতিতে সহযোগিতা করছেন সরল থেকে বদলি করা ইউপি সচিব হারুন। কিছু দিন অরুণ জয় ধর নামে শীলকূপ ইউনিয়নের সচিবকে সরল ইউনিয়নের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও বর্তমানে রহিম উল্লাহ নামে একজনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এত কিছুর পরও পাসওয়ার্ডসহ পুরো নিয়ন্ত্রণ হারুনের হাতে। সরলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেকে সরকারের একজন সচিবের চাচি বলেও পরিচয় দিচ্ছেন।
অভিযোগ প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা আক্তার জানান, জেলেদের জন্য তিনি ২৮ কেজি করে চাল বরাদ্দ পেয়েছেন। তিনি ৩৮ কেজি করে দিয়েছেন। যেসব জেলে এখনও চাল পাননি, তারাও চাল পাবে। সেলিম নামে একজন ইউপি সদস্য লোকজনকে উস্কে দিয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তিনি।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম জানান, সরল ইউনিয়নে জেলেদের চাল বিতরণে অনিয়মের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।