গুগল ডকসে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির পডকাস্ট সুবিধা। সুবিধাটি চালু হলে গুগল ডকসে থাকা যেকোনো লেখার উল্লেখযোগ্য অংশ অডিও আকারে শোনা যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই যেকোনো লেখা থেকে স্বয়ংক্রিয়ভাবে সংক্ষিপ্ত পডকাস্ট প্রচার করতে পারবেন।

সম্প্রতি গুগল তাদের ওয়ার্কস্পেস অ্যাপ্লিকেশনের জন্য একাধিক নতুন জেমিনি ফিচার চালুর ঘোষণা দিয়েছে। এসব ফিচারের অন্যতম আকর্ষণ এই এআই পডকাস্ট। গুগল ডকস থেকে যেকোনো লেখা স্বয়ংক্রিয়ভাবে পড়ে শোনাবে সুবিধাটি। বর্তমানে এ সুবিধা গুগলের এলএম নামের গবেষণা সহায়ক টুল ও জেমিনি অ্যাপে ফাইল আপলোডের মাধ্যমে সীমিতভাবে পাওয়া যায়। এবার এ সুবিধা গুগল ডকসের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হচ্ছে।

আরও পড়ুনগুগল ডকসে ছবি যুক্ত করবেন যেভাবে০৩ নভেম্বর ২০২৩

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এআই পডকাস্ট সুবিধা চালু হলে ব্যবহারকারীরা তাদের লেখার মূল তথ্য এআই কণ্ঠে শুনতে পারবেন। চাইলে পুরো লেখাটি শোনা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।

আরও পড়ুনইন্টারনেট ছাড়া গুগল ডকস ব্যবহার করবেন যেভাবে১০ নভেম্বর ২০২৩

এআই পডকাস্টের পাশাপাশি গুগল ডকসে ‘হেল্প মি রিফাইন’ নামের আরও একটি সুবিধা যুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল। সুবিধাটি গুগল ডকসে থাকা যেকোনো লেখার শব্দচয়ন, বাক্যগঠন, গঠনশৈলীসহ মান উন্নয়নের নির্দেশনা দেবে। শিগগিরই এ সুবিধা চালু হবে বলে জানিয়েছে গুগল।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র এআই প

এছাড়াও পড়ুন:

চুরির অপবাদ দেওয়ায় শরীরে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা, দগ্ধ হয়ে হাসপাতালে

কুমিল্লার চান্দিনায় চুরির অপবাদ দেওয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চান্দিনা উপজেলা সদরের সরকারি হাসপাতালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মো. সবুজ নামের ওই চালককে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, আগুনে সুবজের শরীরের ৩০ থেকে ৩৫ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সবুজ চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে চান্দিনা উপজেলা সদরের বেলাশহর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চান্দিনা সদরের হাসপাতাল সড়কের ইউনুছ মিয়ার অটোরিকশা গ্যারেজ ভাড়া নিয়ে সবুজসহ তিনজন ওই গ্যারেজে তাঁদের অটোরিকশা রাখেন। পালাক্রমে তাঁরা তিনজন পাহারাও দেন। প্রায় চার মাস আগে এক রাতে পাহারার দায়িত্ব ছিলেন সবুজ। ওই দিন রাত আনুমানিক দুইটার দিকে গ্যারেজে তালা দিয়ে সবুজ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। ওই সময় চোরচক্র দুটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরদিন ওই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে মানিক নামের একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। সেদিন রাতেই পুলিশ মানিককে ছেড়ে দেয়। পরে স্থানীয় কয়েকজন মাতবর সবুজকে চোর আখ্যা দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু সবুজ জানান, তিনি ওই রায় মানেন না এবং ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার ক্ষমতাও তাঁর নেই।

এদিকে গতকাল সন্ধ্যায় স্থানীয় কয়েকজন মাতবরের প্ররোচনায় সালাউদ্দিন নামের এক ব্যক্তি সবুজকে আটক করে তাঁর অটোরিকশা নিয়ে যান। এ সময় তাঁকে চোর আখ্যা দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা দিতে চাপ দেওয়া হয়। একপর্যায়ে সে প্রকাশ্যে শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সুবজের স্ত্রী খুশি আক্তার বলেন, ‘মাতবররা চোর ধরে ছেড়ে দিছে আর আমার স্বামীরে চুরির অপবাদ দিয়ে জরিমানা করেছে। আমার স্বামী চোর আখ্যা দেওয়ার এই নির্যাতন সহ্য করতে না পেরে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গরিবের জন্য আইন নাই, বিচার নাই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

গতকাল রাতে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম বলেন, ‘অটোরিকশা চুরির ঘটনায় সময় মানিক, সাইফুল ও নাজমুল নামের তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা হয়। ওই চুরির ঘটনায় সবুজকে দায়ী করে চাপ সৃষ্টি করলে সে অপমান সহ্য করতে না পেরে নিজের গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন বলে জেনেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পর্কিত নিবন্ধ