আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। পরবর্তী মডেলের আইফোনে নতুন একটি সুবিধা যুক্ত করতে পারে অ্যাপল, যা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা একই সঙ্গে সামনের ও পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করতে পারবেন। সম্প্রতি ইউটিউব চ্যানেল ফ্রন্ট পেজ টেকে প্রচারিত একটি ভিডিওতে এ তথ্য জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক জন প্রসার।

জন প্রসারের তথ্যমতে, বাজারে আসতে যাওয়া আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স মডেলে ‘ডুয়াল ভিডিও রেকর্ডিং’ সুবিধা যুক্ত হতে পারে। এই সুবিধার মাধ্যমে সামনের ক্যামেরায় নিজের চেহারা এবং পেছনের ক্যামেরায় আশপাশের দৃশ্য একসঙ্গে ধারণ করা যাবে। তাই সুবিধাটি কনটেন্ট নির্মাতাসহ সাধারণ ব্যবহারকারীদের জন্য বেশ কার্যকর হবে।

আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স মডেলের ক্যামেরার নকশাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৭ প্রো মডেলে পরিচিত বর্গাকৃতির ক্যামেরা বাম্পের পরিবর্তে দেখা যেতে পারে লম্বাটে আকৃতির ক্যামেরা মডিউল। সেলফি তোলার জন্য সামনে শক্তিশালী ক্যামেরাও যুক্ত করতে পারে অ্যাপল।

প্রযুক্তিবিশ্বে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে, নতুন সিরিজের সব মডেলের আইফোনে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা যাবে। ফলে বর্তমানের তুলনায় ভালোভাবে সেলফি তোলার পাশাপাশি ভিডিও কল বা ভ্লগিং করা যাবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র আইফ ন

এছাড়াও পড়ুন:

এক শর্তে ইয়ামালের সঙ্গে নাচবেন লেভা 

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেন স্টাইকার রবার্ট লেভানডভস্কি। একটি করেন গোল করেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল। 

বার্সার জার্সিতে গোল করে নেচে উদযাপন করতে দেখা যায় ইয়ামালকে। তার নাচে সঙ্গ দেন জাতীয় দল ও ক্লাবের সতীর্থ অ্যালেক্সজান্দ্রে বার্লে। কিন্তু পাশে থাকা লেভাকে নাচে যোগ দিতে দেখা যায়নি। 

বিষয়টি নিয়ে প্রশ্নের জবাবে ৩৬ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার এক শর্ত দিয়েছেন। ইয়ামালের বয়স তার অর্ধেকও হয়নি। লেভা তাই শর্ত দিয়েছেন, ইয়ামালের বয়স ১৮ বছর পূর্ণ হলে তার সঙ্গে নাচবেন তিনি। 

প্রায় ১৯ বছরের ছোট ইয়ামালকে নিয়ে লেভানডভস্কি বলেন, ‘কারণ তার বয়স এখনো ১৮ হয়নি। আমরা তার ১৮ বছরের অপেক্ষায় আছি। এরপর একসঙ্গে নাচব, উদযাপন করবো। আমরা তাকে বলেছি- লামিনে আমাদের উচিত তোমার বয়স ১৮ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। এরপর কোথায় একসঙ্গে নাচব আমরা।’ 

লামিনে ইয়ামালের অবশ্য বয়স ১৮ হতে খুব বেশি দেরি নেই। চলতি বছরের ১৩ জুলাই ১৮ বছর পূর্ণ করবেন বাঁ-পায়ের এই ফুটবলার। তার আগেই অবশ্য তার সামনে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে জয়ের সুযোগ। এরই মধ্যে তিনি জাতীয় দলের হয়ে ইউরো এবং বার্সার হয়ে সুপার কাপ জিতেছেন। 

চলতি মৌসুমে লা লিগায় লেভা, রাফিনিয়া ও ইয়ামালের জুটি জমে উঠেছে। তারা মৌসুমে ৮২ গোল করেছেন। চলতি মৌসুমে সব শিরোপা জয়ের ভালো সম্ভাবনা আছে বার্সা। লিগ টেবিলে শীর্ষে আছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে। রিয়ালের বিপক্ষে খেলবে কোপা দেল রে’র ফাইনাল।

সম্পর্কিত নিবন্ধ

  • পাকিস্তানের ড্রেসিংরুমে মারামারি, রাজনীতি এবং রক্ত দিয়ে লেখা প্রেমপত্র
  • এক শর্তে ইয়ামালের সঙ্গে নাচবেন লেভা 
  • তিন কন্যাকে নিয়ে ডলি সায়ন্তনীর গান
  • এত বছর কেউ আমার কথা ভাবেনি: জিৎ