যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ আরও সংকটের দিকে মোড় নিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপের পর মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছে বেইজিং। যুক্তরাষ্ট্রের দফায় দফায় শুল্ক বৃদ্ধির মুখে চীনের বাণিজ্য মন্ত্রণালয় কড়া ভাষায় জানিয়েছে, শেষ অবধি লড়াই করে যাবে তারা।

বিশ্ববাণিজ্যে বড় প্রতিদ্বন্দ্বী চীনকে কোণঠাসা করতে তৎপর ট্রাম্প। অন্য দেশগুলোর ওপর আরোপ করা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেও চীনের ওপর শুল্ক বাড়িয়ে দেওয়া হয়। হোয়াইট হাউস গতকাল বৃহস্পতিবার চীনা প্রায় সব পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানায়। এরপর আজ শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, মার্কিন প্রশাসনের ওই পদক্ষেপের পাল্টা হিসেবে দেশটির পণ্যের ওপর শুল্ক ৮৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে আজ দেশটিতে হলিউড চলচ্চিত্র আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে চীনের বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির বিরুদ্ধে বৃহস্পতিবার বিশ্ববাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) নালিশ করেছে বেইজিং।

এরই মধ্যে আজ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের মুখে নিজেদের বাণিজ্য সামাল দিতে আগামী সপ্তাহে ভিয়েতনাম, কম্বোডিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ সফরের পরিকল্পনা রয়েছে চীনের প্রেসিডেন্টের। আজ স্পেনের প্রধানমন্ত্রীকে সি চিন পিং বলেন, এই বাণিজ্যযুদ্ধে কেউ জয়লাভ করবে না। বিশ্বায়ন প্রক্রিয়াকে রক্ষা করতে এবং যুক্তরাষ্ট্রের ‘একতরফা নিপীড়ন’ রুখে দিতে চীন ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) হাত মেলাতে হবে। শুধু নিজ স্বার্থ নয়, আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা করতে হবে।

আজ সোনার দাম আরও বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৩ হাজার ২২০ ডলারে।

চীন ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্ক আরোপের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (আইটিসি) জানিয়েছে, চলমান শুল্কযুদ্ধে বৈশ্বিক বাণিজ্য ৩ থেকে ৭ শতাংশ কমে যেতে পারে। বৈশ্বিক জিডিপি কমতে পারে শূন্য দশমিক ৭ শতাংশ। এমন পরিস্থিতিতে জাতিসংঘের বাণিজ্য সংস্থার পরিচালক রেবেকা গ্রিনস্প্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পাল্টাপাল্টি শুল্ক আরোপ উন্নয়নশীল দেশগুলোর ওপর ‘বিপর্যয়কর প্রভাব’ ফেলতে পারে, যার কারণে দেশগুলো বিদেশি সহায়তা বন্ধের চেয়ে বড় ধাক্কা খেতে পারে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রে ডিমের দাম রেকর্ড বৃদ্ধি, কেন এত দাম বাড়ল৩ ঘণ্টা আগে

বিশ্ববাজারে অস্থিতিশীলতা

ডোনাল্ড ট্রাম্প গত বুধবার ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করায় পরদিন বৃহস্পতিবার বিভিন্ন দেশের শেয়ারবাজার বেশ চাঙা হয়েছিল। তবে চীনের ১২৫ শতাংশ শুল্ক আরোপের পর আজ আবার বাজারে অস্থিতিশীলতা দেখা যায়। ইউরোর বিপরীতে তিন বছরের মধ্যে সবচেয়ে কমেছে ডলারের দাম। আর আজ সোনার দাম আরও বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৩ হাজার ২২০ ডলারে।

আজ বিকেল পর্যন্ত রয়টার্সের হিসাবে জাপানের নিক্কি এশিয়া সূচকে ৩ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকের প্রায় ১ শতাংশ, ইউরোপের এসটিওএক্সএক্স ৬০০ সূচকে প্রায় ১ শতাংশ এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স সূচকে শূন্য দশমিক ৫ শতাংশ পতন হয়। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচকে পতন হয় ৩ দশমিক ৫ শতাংশ।

আরও পড়ুনঅন্যায্য দমন-পীড়নকে ভয় পায় না চীন: মার্কিন শুল্কের প্রতিক্রিয়ায় সি চিন পিং৫ ঘণ্টা আগে

তবে আজ বিভিন্ন বাজারে সূচকে কিছুটা উত্থানও দেখা গেছে। বিকেল পর্যন্ত লন্ডনের এফটিএসই ১০০ সূচকে শূন্য দশমিক ৯ শতাংশ, প্যারিসের সিএসি ৪০ সূচকে শূন্য দশমিক ১ শতাংশ, হংকংয়ের হ্যাংসেং সূচকে ১ দশমিক ১ শতাংশ এবং সাংহাইয়ের কম্পোজিট সূচকে শূন্য দশমিক ৫ শতাংশ উত্থান হয়।

ইইউয়ের অর্থনীতিবিষয়ক কমিশনার ভালদিস দমব্রোভস্কিস কড়া ভাষায় বলেছেন, শুল্ক নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি না হলে নিজ অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

শেয়ারবাজারে এই উত্থান-পতনের বিষয়ে ব্রিটিশ আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এজে বেলের বিনিয়োগবিষয়ক পরিচালক রাস মোল্ড বলেন, অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক আয়ের ওপর শুল্কের প্রভাব নিয়ে এখনো যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে গেছে। এ কারণে বাজারগুলো কিছু সময়ের জন্য অস্থিত থাকতে পারে।

সমঝোতার জন্য দৌড়ঝাঁপ

বৃহস্পতিবার ট্রাম্প একপ্রকার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বিভিন্ন দেশ যদি ৯০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী চুক্তি না করে, তাহলে পাল্টা শুল্ক আবার ফিরিয়ে আনবেন তিনি। সে অনুযায়ী এরই মধ্যে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বৃহস্পতিবার জানিয়েছেন, ৭৫টির বেশি দেশ সমঝোতার আহ্বান জানিয়েছে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, স্কট বেসেন্টের আলাপের পর ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী হো ডাক ফোকের সঙ্গে আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা শুরু করতে রাজি হয়েছে দুই দেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার জন্য আলোচনা শুরুর কথা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। আর আগামী সপ্তাহে জাপানের একটি দলের যুক্তরাষ্ট্র সফরের কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আগামী সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনায় বসবেন ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যবিষয়ক কমিশনার মারোস সেফকোভিক। তবে জোটের অর্থনীতিবিষয়ক কমিশনার ভালদিস দমব্রোভস্কিস কড়া ভাষায় বলেছেন, শুল্ক নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি না হলে নিজ অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

৯০ দিনের জন্য মার্কিন শুল্ক স্থগিত আলোচনার জন্য পথ তৈরি করে দিয়েছে বলে মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, শুল্ক স্থগিত সমঝোতার জন্য পথ খুলে দিয়েছে। তবে সাময়িক স্থগিত করাটা ‘ভঙ্গুর’। কারণ, এই ৯০ দিনে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো অনিশ্চয়তার মধ্যে থাকবে।

আরও পড়ুননতুন শুল্ক আরোপ হিতে বিপরীত হবে বলেই কি পিছু হটলেন ট্রাম্প১০ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ল ক আর প র র ওপর শ ল ক শ ন য দশম ক ৯০ দ ন র ন র জন য ব ষয়ক

এছাড়াও পড়ুন:

গাজায় জোরালোভাবে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা

ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশির ভাগ অংশে শিগগিরই ‘জোরালোভাবে’ সামরিক অভিযান বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ। 

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা উপত্যকার দক্ষিণে একটি ‘নিরাপত্তা অঞ্চলের’ নিয়ন্ত্রণ নিয়েছে। এটা রাফা ও খান ইউনিস শহরকে পৃথক করেছে।

এরই মধ্যে খান ইউনিস ও আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে আকাশপথে হামলার কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও হামাস কোনো হামলার অভিযোগ অস্বীকার করেছে।

টানা দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে দিয়ে গত ১৮ মার্চ থেকে গাজায় হামাসের ওপর আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে তারা গাজায় আরও বড় এলাকা দখল করেছে। হাজারো গাজাবাসীকে নতুন করে বাস্তুচ্যুত করেছে।

শনিবার কার্তজ বলেন, রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী সাবেক ইহুদি বসতি ‘মোরাগ এক্সিস’ এলাকার নিয়ন্ত্রণ নেওয়া সম্পন্ন করেছে ইসরায়েলি বাহিনী।

এর মধ্য দিয়ে গাজার খান ইউনিস থেকে দক্ষিণাঞ্চলীয় শহর রাফা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। গাজা উপত্যকার প্রায় এক–পঞ্চমাংশ ভূমিজুড়ে রয়েছে রাফা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেন, শিগগির গাজার আরও বেশির ভাগ এলাকাজুড়ে বিস্তৃত হামলা জোরদার করবে ইসরায়েলের সামরিক বাহিনী। এসব এলাকার যুদ্ধক্ষেত্রগুলো থেকে মানুষদের সরিয়ে নিতে হবে। হামাসকে নির্মূল করা, জিম্মিদের মুক্ত করে আনা এবং যুদ্ধের অবসানের এটাই শেষ মুহূর্ত।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিতে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। জিম্মি করে গাজায় আনা হয় ২৫১ জনকে। ইসরায়েলের সরকারি তথ্য এটা।

এর জবাবে ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী, যা এখনো চলছে। নির্বিচার হামলায় উপত্যকাটিতে এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে গড় ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর নিহত হয়েছে ১ হাজার ৫৬৩ জন।

সম্পর্কিত নিবন্ধ