ধোনির অধিনায়কত্বেও ভাগ্য বদলালো না চেন্নাইর
Published: 11th, April 2025 GMT
আইপিএলের এবারের আসর জয় দিয়ে শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ান্সকে তারা হারিয়েছিল ৪ উইকেটে। এরপর তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের কাছে হার মানে।
টানা চার ম্যাচ হারা চেন্নাই বৃহস্পতিবার তাদের অধিনায়কত্বে বদল আনে। রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে অধিনায়কত্ব দেওয়া হয় সেই পুরনো মাহেন্দ্র সিং ধোনিকে। তার নেতৃত্বে আজ শুক্রবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয় চেন্নাই। অধিনায়ক বদলালেও ভাগ্য বদলায়নি হলুদ রঙের জার্সিধারীদের। আজ তারা হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। যা ষষ্ঠ ম্যাচে তাদের টানা পঞ্চম হার।
এই হারে ৬ ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করে দশ দলের মধ্যে চেন্নাই আছে পয়েন্ট টেবিলের নবম স্থানে। আর ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়ে কলকাতা অবস্থান নিয়েছে তৃতীয় স্থানে।
আরো পড়ুন:
৬৪ বছর বয়সে অভিষেক, ইতিহাস গড়লেন জোয়ানা চাইল্ড
আজ শুরু পিএসএল ২০২৫, বিজয়ী দল পাবে কত টাকা?
বিস্তারিত আসছে…
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাত বছর ধরে হেলিকপ্টার বানাচ্ছেন রাজমিস্ত্রী আরিফুল, তিন সপ্তাহের মধ্যে ওড়ানোর স্বপ্ন
শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান গ্রামের রাজমিস্ত্রী আরিফুল ইসলাম হেলিকপ্টার তৈরি করছেন। সাত বছর ধরে একটি হেলিকপ্টার তৈরি করায় এ নিয়ে এলাকায় তাঁকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে হেলিকপ্টার তৈরির কাজ শেষ করে তা আকাশে ওড়াতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করছেন।
আরিফুল মাটিয়ান গ্রামের কৃষক মকবুল হোসেনের ছেলে। বাড়িতে ছোট্ট একটি ঘরের মধ্যে তৈরি হচ্ছে হেলিকপ্টার। আশেপাশে পড়ে রয়েছে নানা সরঞ্জাম। হেলিকপ্টার তৈরির স্বপ্ন বাস্তবে রূপ দিতে ২০১৮ সাল থেকে সাত বছর ধরে দৈনিক আয়ের কিছু অংশ থেকে সরঞ্জাম কিনে হেলিকপ্টার তৈরি করছেন তিনি। এ পর্যন্ত তাঁর প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। বাঁকি কাজ সম্পূর্ণ করতে আরও ৫০ হাজার টাকার দরকার বলে জানান তিনি। টাকার ব্যবস্থা হলে আগামী ২০ দিনের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করে হেলিকপ্টারটি আকাশে উড়াতে সক্ষম হবেন বলে জানান তিনি।
মাটিয়ান গ্রামের জাকারিয়া জুয়েল বলেন, ছোটবেলা থেকে আরিফুল অনেক কিছু তৈরি করতেন। দরিদ্র আরিফুল তাঁর উপার্জনের টাকা দিয়ে সরঞ্জাম কিনে হেলিকপ্টার তৈরি করছেন। সরকারিভাবে কোনো সহায়তা পেলে ভবিষ্যতে আরও ভালো কিছু তৈরি করতে পারবেন।
আরিফুলের স্ত্রী সালমা বেগম বলেন, এক মেয়েকে নিয়ে অতি কষ্টে আমরা জীবনযাপন করি। আমার স্বামী তাঁর স্বপ্ন পূরণ করতে উপার্জনের টাকা ব্যয় করে হেলিকপ্টার তৈরি করছেন। এতে আমাদের কষ্ট হলেও আমরা খুশি।
কিচক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, হেলিকপ্টার তৈরির বিষয়টি আমি জেনেছি। আমরা তাঁর উদ্যোগকে স্বাগত জানাই।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, হেলিকপ্টার তৈরি করায় আমরা তাঁকে সাধুবাদ জানাই। এ কাজে উৎসাহ যোগাতে প্রয়োজনে তাঁকে সরকারিভাবে সহযোগিতা করা হবে। হেলিকপ্টার দেখার জন্য প্রতিদিন তাঁর বাড়িতে শতশত মানুষ ভিড় জমাচ্ছে।