ছুটির দিনে হঠাৎ হাতিরঝিল পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, পরিচ্ছন্নের নির্দেশ
Published: 11th, April 2025 GMT
ছুটির দিনে হঠাৎ করেই হাতিরঝিল পরিদর্শনে এসেছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় হাতিরঝিল এলাকার ঝিল রেস্টুরেন্ট, আইল্যান্ড ও সার্ভার রুম ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে ঝিল রেস্টুরেন্টের পাশে আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় তিনি দুইদিনের মাঝে তা অপসারণের নির্দেশ দেন। পাশাপাশি হাতিরঝিলে অপরিচ্ছন্নতা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি কড়া নির্দেশনা প্রদান করেছেন। শুক্রবার হাতিরঝিল এলাকার বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে রাজউকের সকল প্রকল্পের বর্তমান অবস্থা এবং চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত তদারকির করেন।
এ সময় তিনি হাতিরঝিল এলাকার ঝিল রেস্টুরেন্ট, আইল্যান্ড ও সার্ভার রুম ঘুরে দেখেন। পরিদর্শনকালে ঝিল রেস্টুরেন্টের পাশে আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় তিনি দুইদিনের মাঝে তা অপসারণের নির্দেশ দেন এবং পরবর্তীতে রেস্টুরেন্টের চারপাশ পরিষ্কার ও আবর্জনামুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
এছাড়াও প্রকল্প এলাকার প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে তিনি লাইটিং সিস্টেম ও পাম্পিং সিস্টেমের কার্যক্রম অবলোকনের জন্য সংশ্লিষ্ট স্থাপনাসমূহ পরিদর্শন করেন।
রাজউক চেয়ারম্যান বলেন, জনসাধারণের কাছে নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সদা সচেষ্ট থাকতে হবে। এমনকি ছুটির দিনসমূহেও আমাদের দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে। কোনভাবেই কোন কাজে অবহেলা বা ঘাটতি রাখা যাবে না। সাধারণ মানুষকে যেন কোন প্রকার দুর্ভোগ না পোহাতে হয় সে লক্ষ্যে আমরা রাজউক সংশ্লিষ্ট সকলে একযোগে কাজ করবো।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জাতীয় সংগীতে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা
রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
আজ সোমবার বাংলা নতুন বছরের প্রথম দিনে সকাল সাড়ে ৮টার দিকে বর্ষবরণের অনুষ্ঠান শেষের আগমুহূর্তে শিল্পী ও দর্শনার্থীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়।
নীরবতা পালনের আগে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, ‘ফিলিস্তিনে, গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যায়, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনবাসী আপন ভূমি রক্ষায় যে সংগ্রাম করছেন, তার প্রতি আমরা সংহতি জানাই। ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে সকলকে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি।’
আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয় আজকের অনুষ্ঠান। রমনা বটমূল, ঢাকা, ১৪ এপ্রিল