হামজার পর সামিত, বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডার মিডফিল্ডার
Published: 11th, April 2025 GMT
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ফুটবলার সামিত সোম অবশেষে জানিয়ে দিয়েছেন তিনি লাল-সবুজের জার্সিতে খেলতে চান। দীর্ঘদিন আলোচনার পর শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নিজেই এ ইচ্ছা প্রকাশ করেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।
সামিতের ইতিবাচক সাড়া পেয়ে বাফুফে দ্রুতই তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। সংবাদমাধ্যমকে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামিত আমাদের জানিয়েছে, সে বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী। এখন সে জানতে চেয়েছে, পাসপোর্ট করার প্রক্রিয়াটা কীভাবে হবে, কত সময় লাগবে।’
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় প্রতিপক্ষ সিঙ্গাপুর। তার আগেই সামিতের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায় বাফুফে। ফুটবলারটির এজেন্ট আমিত হাসান জানিয়েছেন, ‘আমরা আশাবাদী জুনেই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হবে সামিতের।’
সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায় হলেও তার বাবা মানস সোম ও মা নন্দিতা সোম বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে কানাডায় পাড়ি জমান। কানাডা প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসির হয়ে খেলা সামিত দেশটির জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ এবং বয়সভিত্তিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তবে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ না খেলায় ফিফার নিয়ম অনুযায়ী জাতীয় দল পরিবর্তনের সুযোগ রয়েছে তার।
বর্তমানে সামিতের জন্ম নিবন্ধন তৈরির কাজ চলছে। এজেন্ট আমিত হাসান জানিয়েছেন, ‘সামিতের বাবা-মা ১৯৯৩ সালের পর আর পাসপোর্ট রিনিউ করেননি। তাই তাদের এবং সামিতের নতুন পাসপোর্ট তৈরি করতে হবে। আশা করছি রবিবার, সোমবার বা মঙ্গলবারের মধ্যে জন্ম নিবন্ধন পেয়ে যাব। এরপরই সে কানাডায় বাংলাদেশের দূতাবাসে যাবে পাসপোর্ট করতে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কৃষ্ণাকে ছাড়াই ভুটান গেলেন ৫ নারী ফুটবলার
সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়ার পর ভুটানের ফুটবল লিগে খেলতে গেলেন আরও পাঁচ নারী ফুটবলার। আজ সকালে তাঁরা থিম্পুর উদ্দেশে দেশ ছেড়েছেন।
এই পাঁচজন হলেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন ও রুপনা চাকমা। তাঁদের সঙ্গে ভুটান যাওয়ার কথা থাকলেও ওয়ার্ক পারমিট হাতে না পাওয়ায় অপেক্ষা বাড়ল কৃষ্ণা রানীর। বাফুফে সূত্রে আজ এমনটাই জানা গেছে।
আরও পড়ুনভুটানের লিগে খেলতে যাচ্ছেন কৃষ্ণা–সানজিদাসহ আরও চার ফুটবলার০৮ এপ্রিল ২০২৫৬ এপ্রিল ভুটান যাওয়া সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা খেলবেন ভুটানের ক্লাব পারো এফসির হয়ে। ট্রান্সপোর্ট ইউনাইটেডের জার্সিতে মাঠে দেখা যাবে ডিফেন্ডার মাসুরা ও গোলকিপার রুপনাকে। ফরোয়ার্ড কৃষ্ণার একই দলের হয়ে খেলার কথা রয়েছে। আর থিম্পু সিটির হয়ে খেলবেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার।
বিদেশি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের নারী ফুটবলারদের নতুন নয়। এর আগে মালদ্বীপ ও ভারতের ঘরোয়া নারী লিগে খেলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। কলকাতা ইস্ট বেঙ্গলের জার্সিতে মাঠে নামার সুযোগ হয়েছে সানজিদা আক্তারের।
আরও পড়ুনঅনুশীলনে ফিরেও দুশ্চিন্তায় বিদ্রোহীরা০৮ এপ্রিল ২০২৫এরপর গত বছরের আগস্টে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে যান বাংলাদেশের চার ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও মনিকা। তখন এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য তাঁদের নিয়েছিল ভুটানের ক্লাবটি।
১৫ এপ্রিল ভুটানের নারী লিগ শুরু হওয়ার কথা। এই লিগ প্রায় ছয় মাস চলে। ভুটানের লিগ চলাকালে এই খেলোয়াড়েরা জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলে তাঁরা ঢাকায় ফিরে আসবেন।