যুক্তরাষ্ট্রের আশির দশকের টেলিভিশন সিরিয়াল ম্যাকগাইভার বাংলায় রূপান্তর করে বাংলাদেশ টেলিভিশন [বিটিভি] নব্বইর দশকে প্রচার করেছিল। এটি বেশ দর্শকপ্রিয়তা লাভ করে। রিচার্ড ডিন অ্যান্ডারসন অভিনীত সেই ম্যাকগাইভার বাংলাদেশের দর্শকদের জন্য ফিরেছে নতুন করে। তবে এবার বিটিভিতে নয়, ম্যাকগাইভারের বাংলা ডাবিং নিয়ে এসেছে এসআরকে ষ্টুডিও। ম্যাকগাইভার চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ও মডেল আব্দুন নূর সজল।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এর প্রচার শুরু হয়েছে। এটি প্রচার হচ্ছে প্রতিদিন দুপুর ১টায় ও রাত ৯টায়। যদিও বিদেশি সিরিজে ডাবিংয়ের অভিজ্ঞতা সজলের নতুন নয়। দুই বছর আগে কোরিয়ান সিরিজ ‘লিজেন্ড অব দ্য ব্লুসি’তে কণ্ঠ অভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি। ম্যাকগাইভার সিরিজে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন, ‘বিদেশি কোনো সিরিজের নির্দিষ্ট কোনো চরিত্রের সঙ্গে মিলিয়ে নিজে কণ্ঠ দেওয়া চ্যালেঞ্জিং। ম্যাকগাইভার অনেকেরই ভালোলাগার একটি সিরিজ। ছোটবেলায় নিজেরও একটি পছন্দের সিরিজ ছিল এটি। খুব যত্ন দিয়ে কাজটি করেছি। ম্যাকগাইভারের কণ্ঠ দেওয়ার বিষয়টি খুব এনজয় করছি। আশা রাখছি, এ সিরিজটি সবার কাছে উপভোগ্য হবে।’
সজল ছাড়াও সিরিজের বিভিন্ন পর্বে কণ্ঠ দিয়েছেন আবুল হায়াত, জয়া আহসান, তাসনিয়া ফারিণ, জাকিয়া বারী মম, নাজিয়া হক অর্ষা, মুমতাহিনা টয়া, রোজী সিদ্দিকীসহ অনেকে।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: সজল
এছাড়াও পড়ুন:
হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা কারাগারে
হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই সপ্তাহ পর রোববার দিবাগত রাত দুইটার দিকে সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার আকছার মিয়া উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড় হাজিপুর গ্রামের সমসু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ৩১ মার্চ আকছার মিয়াকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে রামকৃষ্ণপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তার স্বজনরা তাকে ছিনিয়ে নেয়। ওই দিন স্থানীয় বাসিন্দা আওয়ামী লীগ কর্মী আজিম ও তার ভাই হাসান ফেসবুকে লাইভ দিয়ে লোকজন জড়ো করেন। একপর্যায়ে আছকারের আত্মীয়-স্বজনসহ দলীয় কর্মীরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। পরদিন পুলিশ মুক্তারপুর হাওর থেকে হাতকড়া উদ্ধার করে। এ ঘটনায় গত ১ এপ্রিল ১৮ জনকে অভিযুক্ত করে পুলিশ এসল্ট মামলা দায়ের করে। মামলার পর পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান করে দুই আসামিকে গ্রেপ্তার করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোনায়েম মিয়া জানান গ্রেপ্তার আকছার মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।