বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ২
Published: 11th, April 2025 GMT
বন্দরে পৃথক সিআর মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ধৃতরা হলো পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার আব্দুল রউফ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রফিকুল ইসলাম (৩০) ও সোনাচড়া এলাকার মনির হোসেন মিয়ার ছেলে অপর সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আলামিন (৩৮)।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
কাজাখস্তানকে উড়িয়ে বাংলাদেশের শুভসূচনা
বাংলাদেশ ৫–১ কাজাখস্তান
কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে এশিয়ান হকি ফেডারেশন কাপ (এএইচএফ কাপ) শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। জাকার্তায় আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের সামনে শেষ পর্যন্ত দাঁড়াতেই পারেনি কাজাখস্তান। বৃষ্টির কারণে ৬০ মিনিটের ম্যাচ শেষ হয়েছে প্রায় দুই ঘণ্টায়।
বাংলাদেশের হয়ে প্রথম ও শেষ গোল করেছেন ডিফেন্ডার আশরাফুল ইসলাম। ২৪ মিনিটে পেনাল্টি কর্নারে আশরাফুল এনে দেন প্রথম গোল। ৫৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আসে শেষ গোল।
২৪ মিনিটে প্রথম গোলের ৬ মিনিট পর পেনাল্টি কর্নারে ম্যাচে ফেরে কাজাখস্তান। এ সময় কিছুটা প্রতিরোধ গড়ে তোলে দলটি। কিন্তু ৩৮ মিনিটে ভেঙে যায় সেই প্রতিরোধ। নাইমের পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ২-১ হয়েছে।
ম্যাচসেরার পুরস্কার হাতে বাংলাদেশের সোহানুর রহমান