আইপিএল না পিএসএল—পাকিস্তানের আমির বেছে নিলেন ভারতের আইপিএল
Published: 11th, April 2025 GMT
আইপিএল খেলার ইচ্ছার কথা আগেই জানিয়েছেন মোহাম্মদ আমির। আগামী বছর ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার আশা করছেন তিনি। সেই সুবাদে আইপিএলের সামনের আসরে একজন ব্রিটিশ হিসেবে খেলার সুযোগ থাকবে তাঁর।
ধরা যাক, আমিরকে আইপিএলের কোনো এক দল কিনেও নিল। তখন যদি একই সময়ে আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই হয়, তাহলে কোন লিগে খেলবেন আমির?
কোয়েটা গ্ল্যাডিয়েটরসের পডকাস্ট শোতে কোয়েটার হয়ে পিএসএল খেলা আমিরকে এই প্রশ্নটি করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে পাকিস্তানের বাঁহাতি পেসার কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আইপিএলকে বেছে নিয়েছেন। আমিরের জবাবটা এ রকম—‘সত্যি বলতে, যদি সুযোগ পাই, অবশ্যই আমি আইপিএল খেলতে চাইব। আমি খোলাখুলিভাবেই বলছি। তবে যদি সুযোগ না পাই, তাহলে পিএসএলই খেলব।’
আজ শুরু হচ্ছে পিএসএল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসএল
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১২ এপ্রিল ২০২৫)
সকালে ঢাকা প্রিমিয়ার লিগে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী–মোহামেডান। আইপিএল ও পিএসএলে আছে দুটি করে ম্যাচ। রাতে খেলতে নামবে বার্সেলোনা।ঢাকা প্রিমিয়ার লিগ
আবাহনী-মোহামেডান
সকাল ৯টা, টি স্পোর্টস
প্রাইম ব্যাংক-গুলশান
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
শাইনপুকুর-রূপগঞ্জ টাইগার্স
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
আইপিএল
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–গুজরাট টাইটানস
বিকেল ৪টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২
সানরাইজার্স হায়দরাবাদ–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
পিএসএল
পেশোয়ার জালমি–কোয়েটা গ্ল্যাডিয়েটার্স
বিকেল ৪–৩০ মি., নাগরিক টিভি
করাচি কিংস–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল
বসুন্ধরা কিংস–মোহামেডান
বিকেল ৫–৩০ মি., টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যানচেস্টার সিটি–ক্রিস্টাল প্যালেস বিকেল ৫–৩০ মি.
নটিংহাম ফরেস্ট–এভারটন রাত ৮টা
আর্সেনাল–ব্রেন্টফোর্ড রাত ১০–৩০ মি.
জার্মান বুন্দেসলিগা সনি স্পোর্টস টেন ২
বায়ার্ন মিউনিখ–বরুসিয়া ডর্টমুন্ড রাত ১০–৩০ মি.
লা লিগা স্পোর্টজেডএক্স অ্যাপ
লেগানেস–বার্সেলোনা রাত ১টা