ফেসবুকের বন্ধুতালিকায় পরিচিতদের পাশাপাশি পরিবারের সদস্য বা আত্মীয়রাও যুক্ত থাকেন। তবে ফেসবুকের বন্ধুতালিকা পরিচিতদের পাশাপাশি অপরিচিতরাও দেখতে পারেন। তাই এ সুবিধা কাজে লাগিয়ে অনেকে প্রয়োজন ছাড়াই অন্যের পরিচিত ব্যক্তিদের বন্ধুত্বের অনুরোধ পাঠিয়ে থাকেন। এতে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। ফেসবুকের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করে চাইলেই নিজের বন্ধু তালিকা লুকিয়ে রাখা যায়।

কম্পিউটার থেকে

বন্ধুতালিকা লুকিয়ে রাখার জন্য প্রথমে কম্পিউটার থেকে ডান পাশের ওপরে থাকা ফেসবুকের প্রোফাইল ছবিতে ক্লিক করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর সেটিংসে ক্লিক করে বাঁ পাশের নিচে থাকা অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি বিভাগে থাকা ‘হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট’ থেকে পছন্দের অপশন নির্বাচন করতে হবে। ‘পাবলিক’ অপশন নির্বাচন করলে ফেসবুকে যেকোনো ব্যক্তি বন্ধু তালিকা দেখতে পারবেন। তবে ‘ফ্রেন্ডস’ নির্বাচন করলে ফেসবুক বন্ধুরা এবং ‘অনলি মি’ নির্বাচন করলে শুধু নিজে বন্ধুতালিকা দেখতে পারবেন।

আরও পড়ুনআপনার ফেসবুক অ্যাকাউন্ট কি অন্য কেউ লুকিয়ে ব্যবহার করছে১৩ সেপ্টেম্বর ২০২৪স্মার্টফোন থেকে

বন্ধুতালিকা লুকিয়ে রাখার জন্য স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংস নির্বাচন করতে হবে। এরপর নিচে থাকা ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ অপশনে ক্লিক করে ‘হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ’ নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় ‘হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট থেকে কাঙ্ক্ষিত অপশন নির্বাচন করতে হবে।

আরও পড়ুনফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন৩১ ডিসেম্বর ২০২৩.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বন ধ ত ল ক ক ল ক কর ফ সব ক র র বন ধ পর চ ত

এছাড়াও পড়ুন:

চিকিৎসা নিয়ে দেশে ফিরে মিরপুরে তামিম

মিরপুর শের-ই-বাংলায় হুট করে দেখা মিলল তামিম ইকবালের। শনিবার (১২ এপ্রিল) ঢাকা লীগে মোহামেডান বনাম আবাহনী ম্যাচ চলছে। তামিম দুপুর তিনটা নাগাদ মাঠে আসেন। শুক্রবার রাতে চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন তিনি। আজ দুপুরে মাঠে এসে ড্রেসিং রুমে বসে কয়েক ওভার খেলা দেখেন তামিম। শারীরিক অসুস্থতায় না পড়লে তামিমকেও নিশ্চিতভাবে মোহামেডানের হয়ে আবাহনীর বিপক্ষে মাঠে দেখা যেত। কিন্তু আপাতত তাকে বিশ্রামে থাকতে হচ্ছে।

গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা লিগের ম্যাচ খেলতে নামার আগে প্রথ‌মে মাইনর ও প‌রে ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ অজ্ঞান হ‌য়ে পড়েন তামিম। তাকে সাভারের কে‌পি‌জে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। অবস্থা এতোটাই খারাপ হয়েছিল যে, ২২ মিনিট সময় ধ‌রে সি‌পিআর ও তিনটি ডি‌সি শক দি‌তে হ‌য়ে‌ছে। এরপর দ্রুত এন‌জিওগ্রাম ক‌রে শতভাগ ব্লক থাকা একটা আর্টারিতে রিং লা‌গি‌য়ে‌ছেন চিকিৎসকরা। অবিশ্বাস্য গ‌তি‌তে হ‌য়ে‌ছে সব‌কিছু। চিকিৎসকদের প্রতিটি সিদ্ধান্ত সময়মতো হওয়ায় তামিম পেয়েছেন নতুন এক জীবন।

পরদিন ২৫ মার্চ, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আনা হয় বাংলাদেশের সাবেক অধিনায়ককে। এরপর গত ২৮ মার্চ, হার্ট অ‌্যাটাকের চারদিন পর চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাসায় ফেরেন তামিম।

আরো পড়ুন:

‘পৃথিবীর সেরা চিকিৎসা পেয়েছেন তামিম’

চারদিন পর হাসপাতাল থেকে বাসায় তামিম

উন্নত চিকিৎসার জন্য গত ৭ এপ্রিল সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি।

ঢাকা/ইয়াসিন/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • রাষ্ট্রদূতের প্রতারণার শিকার মেঘনা
  • চ্যানেল যখন অ্যাপে
  • প্যালেসকে ধসিয়ে লিগে সেরা চারে ম্যানসিটি 
  • বেঞ্চে বসে থাকতে থাকতেই শেষ হয়ে গেল ফিলিপসের আইপিএল
  • বরিশালে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যুর অভিযোগ
  • ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে সারজিস বললেন, বাংলাদেশ অপশন খুঁজে নেবে
  • চিকিৎসা নিয়ে দেশে ফিরে মিরপুরে তামিম
  • হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি ও ভিডিও ডাউনলোড ঠেকাতে নতুন সুবিধা আসছে
  • গুগল মেসেজেস অ্যাপে যুক্ত হলো আনসাবস্ক্রাইব বাটন, যে সুবিধা পাওয়া যাবে