আজ শুরু পিএসএল ২০২৫, বিজয়ী দল পাবে কত টাকা?
Published: 11th, April 2025 GMT
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ আজ শুক্রবার (১১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এবং এই জনপ্রিয় টুর্নামেন্টের পুরস্কারমূল্যও ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। পিএসএলের এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ৭ লাখ ৬৫ হাজার টাকা। আর রানার-আপ দল পাবে ২ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকার মতো।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের মধ্যে, বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচের আগে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান হবে।
এ বছরের পিএসএল চলবে ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত। মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩টি ডাবল হেডার হবে ১২ এপ্রিল, ১ মে ও ১০ মে। বাকি ম্যাচগুলো একক ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে। বিকেলের তিনটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়।
আরো পড়ুন:
শরিফুলের ৬ উইকেট, সৌম্যর ৮০, রুপগঞ্জের দারুণ জয়
ডিপিএলে ফিক্সিং সন্দেহ, তদন্তে নেমেছে বিসিবি
নতুনভাবে সংস্কারকৃত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৩টি গুরুত্বপূর্ণ ম্যাচ, যার মধ্যে থাকবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ (১৮ মে)। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে হবে ১১টি ম্যাচ এবং মুলতান ও করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৫টি করে ম্যাচ।
এবার পেশোয়ার জালমির নেতৃত্ব দেবেন পাকিস্তানের সবচেয়ে সফল ব্যাটসম্যান বাবর আজম, যার ঝুলিতে রয়েছে ৩ হাজার ৫০৪ রান, যা পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার নেতৃত্ব দেবেন করাচি কিংসকে। তিনি চতুর্থ বিদেশি অধিনায়ক যিনি এই দলের নেতৃত্বে এলেন। তার আগে ছিলেন রবি বোপারা, কুমার সাঙ্গাকারা ও ইয়ন মরগান।
মুলতান সুলতানসের অধিনায়ক হিসেবে আগের চার আসরের মতো এবারও থাকছেন মোহাম্মদ রিজওয়ান। যিনি দলকে নেতৃত্ব দিয়েছেন ৪৮ বার। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়কত্বে পরিবর্তন এসেছে, এবার নেতৃত্ব দেবেন সৌদ শাকিল। যিনি রাইলি রুশোর জায়গায় দায়িত্ব নিয়েছেন।
ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার শাদাব খান। লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসেবে থাকছেন শাহীন শাহ আফ্রিদি, যিনি একমাত্র অধিনায়ক হিসেবে টানা দুটি পিএসএল শিরোপা জয় করেছেন।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পিএসএলের উদ্বোধনী ম্যাচে লাহোরের একাদশে নেই রিশাদ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠেছে শুক্রবার। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নেমেছে লাহোর কালান্দার্স, দলটির স্কোয়াডে আছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। তবে উদ্বোধনী ম্যাচেই হতাশ করেছেন লাহোর টিম ম্যানেজমেন্ট—একাদশে জায়গা পাননি রিশাদ।
রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয়েছে শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শাদাব খানের ইসলামাবাদ।
বাংলাদেশের তিন ক্রিকেটার এবার খেলছেন পিএসএলে, তাই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহও এবারের আসরে একটু বেশি। যদিও রিশাদ একাদশে না থাকায় কিছুটা হতাশার সুর রয়েছে ভক্তদের মাঝে।
এবারের আসর ঘিরে বাড়তি আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রযুক্তিগত দিকেও আনা হয়েছে বেশ কিছু নতুনত্ব। ম্যাচ অফিসিয়ালদের জন্য থাকছে উন্নত প্রযুক্তি, রিয়েল টাইম ডিআরএস মাল্টিস্ক্রিন রিপ্লে এবং স্বয়ংক্রিয়ভাবে নো বল শনাক্তকরণ ব্যবস্থা।
যদিও আইপিএলে বিশ্ব ক্রিকেটের বড় তারকারা খেলেন, তবে পিএসএলও পিছিয়ে নেই বিদেশি তারকায়। এবারের আসরে খেলছেন ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবী, স্যাম বিলিংস, ড্যারিল মিচেলদের মতো তারকারা। পাঁচ সপ্তাহব্যাপী এই আসরের ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় সোয়া ছয় কোটি টাকা।
লাহোর কালান্দার্স: ফখর জামান, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ নাইম, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস, সিকান্দার রাজা, ডেভিড ভিসে, শাহীন আফ্রিদি, জাহানদাদ খান, হারিস রউফ, আসিফ আফ্রিদি।