বাংলা নববর্ষের উদ্‌যাপনে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার নতুন নামকরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টানোর সিদ্ধান্তকে মুক্ত সাংস্কৃতিক চর্চার জন্য অশনিসংকেত হিসেবে আখ্যায়িত করেছে সংগঠনটি।

মঙ্গলবার চারুকলা অনুষদে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সংবাদ সম্মলেনে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করার কথা জানানো হয়।  

এর প্রতিবাদ জানিয়ে পাঠানো সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিবৃতিতে বলা হয়েছে, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দ্রোহের মশাল জ্বেলে যে শোভাযাত্রার শুরু, তাতে দেশের মানুষ একাত্ম হয়েছিলেন। সাম্প্রদায়িক–মৌলবাদী গোষ্ঠীর কাছে নতজানু হয়ে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা মুক্ত সাংস্কৃতিক চর্চার জন্য অশনিসংকেত।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ধর্মনিরপেক্ষ বাংলাদেশের এক অন্যন্য প্রতিচ্ছবি এই মঙ্গল শোভাযাত্রা, যেখানে সব ধর্ম-বর্ণ-জাতিনির্বিশেষে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা প্রত্যক্ষ করেছি।’

এর বিপরীতে বারবার মৌলবাদী শক্তি ও শাসকশ্রেণির নানা কূটকৌশল এ আয়োজনের গণচরিত্রে ফাটল ধরানোর অপচেষ্টা করে আসছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ‘বিগত কর্তৃত্ববাদী শাসনের আমলেও আমরা দেখেছি, এই শোভাযাত্রার প্রতিবাদী চরিত্রকে হরণ করা হয়েছিল। অভ্যুত্থান–পরবর্তী এ বছর বর্ষবরণ আরও যেকোনো সময়ের তুলনায় প্রাণবন্ত হওয়ার কথা ছিল। কিন্তু শুরু থেকে চারুকলা অনুষদের স্বতন্ত্র এ আয়োজনে সরকার হস্তক্ষেপ করছে, যার দরুন মঙ্গল শোভাযাত্রার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা আয়োজন থেকে তাঁদের প্রত্যাহার করে নিয়েছেন।’

সর্বশেষ নাম পরিবর্তনের এই সিদ্ধান্তও সেই হস্তক্ষেপের অংশ এবং অন্তর্বর্তী সরকারের জনতুষ্টিবাদী রাজনীতির প্রতিফলন মন্তব্য করে অবিলম্বে নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শোভাযাত্রা চলাকালে মেট্রোরেলের ২ স্টেশনে যাত্রী উঠানামা বন্ধ থাকবে

বাংলা নববর্ষের দিন বর্ষবরণ শোভাযাত্রা চলাকালে (সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত) মেট্রোরেলের শাহবাগ ও টিএসসি স্টেশসে যাত্রী উঠানামা বন্ধ থাকবে। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এদিকে বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। এর নতুন নাম করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এই নামে এবার বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করা হবে। 

সম্পর্কিত নিবন্ধ

  • রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু
  • চৈত্র শেষে বৈশাখ এলো, উঠল বেজে ঢাক…
  • ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে বর্ষবরণের প্রস্তুতি, দেখুন ছবিতে
  • বটমূলে মঞ্চ তৈরি সম্পন্ন, গানে গানে হবে বর্ষবরণ
  • বর্ষবরণের শোভাযাত্রার প্রস্তুতি
  • শেখ হাসিনার দোসররা চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে: মোস্তফা সরয়ার ফারুকী
  • চারুকলায় মোটিফ পোড়ানোর ঘটনায় উপদেষ্টা ফারুকীর কঠোর বার্তা
  • বর্ষবরণ শোভাযাত্রা চলাকালে মেট্রোরেলের ২ স্টেশন বন্ধ থাকবে
  • শোভাযাত্রা চলাকালে মেট্রোরেলের ২ স্টেশনে যাত্রী উঠানামা বন্ধ থাকবে