ভুলে ধর্ষণে অভিযুক্তের ভাইয়ের বাড়িতে আগুন দিল জনতা
Published: 11th, April 2025 GMT
নরসিংদীর শিবপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে আগুন দিতে গিয়ে ভুল করে তার ভাইয়ের বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার রাতে অভিযুক্ত নারায়ণ চন্দ্র পালকে কুমিল্লা থেকে আটক করে র্যাব-১১। আটকের খবর পাওয়ার পর অভিযুক্তের বাড়িতে আগুন দিতে গিয়ে তার ভাইয়ের বাড়িতে আগুন দেয় স্থানীয় জনতা।
ধর্ষণের ঘটনার পর অভিযুক্তের ভাই নেপাল চন্দ্র পাল বাড়িতে না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গত মঙ্গলবার শিবপুরের বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে কুন্দারপাড়া কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে নারায়ণ চন্দ্র পালের (৫০) বিরুদ্ধে।
পরে বুধবার (৯ এপ্রিল) কিশোরীর বাবা বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, যে ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেটি নারায়ণের ভাই নেপালের ঘর। যারা আগুন দিয়েছে তারা বুঝতে পারেনি কোনটি নারায়ণের ঘর আর কোনটি তার ভাইয়ের ঘর। আগুন দেওয়ার পর নারায়ণের ভাই নেপালের ঘর পুরোটাই পুরে গেছে তবে নারায়ণের ঘরও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে তা ঠিক হয়নি: আইন উপদেষ্টা
মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের বিষয়ে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে। তবে যে প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা ঠিক হয়নি বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে বলে জানান তিনি। রোববার সমসাময়িক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ৮৮ মিলিয়ন ডলার চুরি হয়েছে। সেজন্য একটা রিভিউ কমিটি করা হয়েছে। যেখানে তিনি (আইন উপদেষ্টা) রয়েছেন। চুরি যাওয়া ৬৬ মিলিয়ন ডলার উদ্ধার হয়েছে। বাকিটাও উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি বলেন, মূলত ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল। আসলে বাংলাদেশকে বিপদে ফেলার পরিকল্পনা ছিল তাদের। যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হবে।ও২
টাকা চুরির ঘটনায় সঠিক আইনগত বিষয় খতিয়ে দেখতে ডক্টর কামাল হোসেন কাজ করবেন। আগামী তিন মাসের মধ্যে জানা যাবে। এ পর্যন্ত ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মাগুরার আছিয়ার মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, আজকেই আদালতে দাখিল হবে চার্জশিট। এই বিচার অতি দ্রুত সময়ে শেষ করা হবে।