রাজধানীর সেগুনবাগিচায় বাসদের কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর ও খুলে নেওয়ার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। শুক্রবার বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

এতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত সেগুনবাগিচায় ৮/৪-এ ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় অবস্থিত বাসদ কার্যালয় ও ভ্যানগার্ড কার্যালয়ের সাইনবোর্ড খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ভবনে উপস্থিত বাসদের কর্মীরা ওপর থেকে ডাকাডাকি করলে দুর্বৃত্তরা ভ্যানগার্ড কার্যালয় লেখা সাইনবোর্ডটি নিয়ে পালিয়ে যায় এবং বাসদের সাইনবোর্ডটি খোলার চেষ্টা করলেও সেটি নিতে পারেনি। 

বিবৃতিতে বাসদ অফিসের সাইনবোর্ড ভাঙচুর ও খুলে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বাসদ অফিসসহ সব রাজনৈতিক দলের কার্যালয়ের নিরাপত্তা বিধানে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এর আগে ৯ এপ্রিল রাতেও একবার দুর্বৃত্তরা সাইনবোর্ড খুলে নেওয়ার চেষ্টা করে। ওইদিনও বাসদের কর্মীরা দেখে ফেলায় তা নিতে পারেনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র স ইনব র ড

এছাড়াও পড়ুন:

বর্ষবরণ ও চৈত্রসংক্রান্তির আয়োজন রবীন্দ্রসরোবরে

সংগীতশিক্ষার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের দুটি অনুষ্ঠানই হবে এবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। গতকাল শনিবার বিকেলে রবীন্দ্রসরোবরে গিয়ে দেখা যায়, শিল্পীদের জন্য কয়েক ধাপে মঞ্চ তৈরি করছেন শ্রমিকেরা। বাঁশ, কাঠ, কাপড়ে তৈরি হচ্ছে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের মঞ্চ। গত বছর এই আয়োজন হয়েছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।

এবার বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছে ‘ইস্পাহানি চ্যানেল আই-সুরের ধারার বর্ষবরণ ১৪৩২’ শিরোনামে। ২০১২ সাল থেকে এ আয়োজন ‘সুরের ধারা চ্যানেল আই হাজার কণ্ঠে বর্ষবরণ’ শিরোনামে আয়োজিত হয়ে আসছিল।

সুরের ধারার ভাইস চেয়ারম্যান ও শিক্ষক স্বাতী সরকার প্রথম আলোকে গতকাল জানিয়েছেন, এবারের বর্ষবরণের অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীসহ সারা দেশের প্রায় সাড়ে তিন শ শিল্পী অংশ নেবেন। তিনি বলেন, ভিন্ন জাতি-গোষ্ঠীর শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন এবারের আয়োজনে। রাঙামাটির ১২ জন শিল্পী অংশ নেবেন পরিবেশনায়।

বর্ষবিদায় বা চৈত্রসংক্রান্তির আয়োজনে অংশগ্রহণ করবেন আড়াই শ শিল্পী। আয়োজনটি সার্বিকভাবে সুরের ধারার। সুরের ধারার এবারের বর্ষবিদায়ের প্রতিপাদ্য ‘স্বদেশ’।

সুরের ধারার শিক্ষক ও আয়োজনের সহকারী কেশব সরকার প্রথম আলোকে বলেন, এবারের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ দুটো অনুষ্ঠানই আগের মতো সরাসরি সম্প্রচারের কথা রয়েছে চ্যানেল আইয়ের। বর্ষবরণের আয়োজনে থাকছে পঞ্চকবির গান।

বর্ষবরণ ও বর্ষবিদায়ের আয়োজনের মহড়া ঈদের আগে থেকেই শুরু হয়েছে। এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে বলে জানালেন সুরের ধারার শিক্ষকেরা। বাংলা নতুন বছর ১৪৩২-এর প্রথম দিন সকাল ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত বর্ষবরণের অনুষ্ঠান চলবে। এর আগের দিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে চৈত্রসংক্রান্তি বা বাংলা বছরকে বিদায়ের অনুষ্ঠান। বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার উদ্যোগে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় সংগীতচর্চা প্রতিষ্ঠান সুরের ধারা।

সম্পর্কিত নিবন্ধ