ইকোপার্কে হচ্ছে মাশরুম ও মুক্তা চাষের কর্নার
Published: 11th, April 2025 GMT
পঞ্চগড়ে মুক্তা চাষে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য মাশরুম ও মুক্তা চাষ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মিরগড় ইকোপার্কের উদ্যোগে জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। এ সময় জেলা প্রশাসক জানান, ইকোপার্কে একটি মাশরুম ও মুক্তা চাষ কর্নার করা হবে।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শুক্রবার কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক সাবেত আলী, সদরের ইউএনও জাকির হোসেনসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সফল উদ্যোক্তা এবং প্রশিক্ষক হিসেবে নজরুল ইসলাম মাশরুম ও মুক্তা চাষ বিষয়ে প্রশিক্ষণ দেন।
কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার ৫৪ জন বেকার তরুণ-তরুণী অংশ নেন। প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের মাশরুম ও মুক্তা চাষের কৌশল শেখানোর মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও স্বনির্ভর করার জন্য এ আয়োজন বলে জানান আয়োজকরা। আজ শনিবার মিরগড় ইকোপার্কে প্রশিক্ষণার্থীদের মাশরুম ও মুক্তা চাষে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, জেলা প্রশাসন ইকোপার্কে একটি মাশরুম ও মুক্তা চাষ কর্নার করবে। এখান থেকে যুবকদের কর্মসংস্থানে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে জেলায় মাশরুম ও মুক্তা চাষের বিকাশের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি হবে। এতে বেকাররা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবে বলে আশা তাঁর।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান বলেন, রাতারাতি কিছু হয় না। যেকোনো উদ্যোগ নিলে লোকসানও হতে পারে। ধৈর্য ধরে চেষ্টা করে গেলে একদিন সফল হবেন। ধৈর্যের সঙ্গে মাথা খাটিয়ে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করলে মাশরুম ও মুক্তা চাষ করে সফলতা আসতে পারে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে: মির্জা ফখরুল
আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা সব সময় বলে আসছি, আমরা একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমাদের মধ্যে ঐক্য সম্ভব হবে। এবং আমরা সফল হব।’
সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে আজ সোমবার সন্ধ্যায় দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ সমস্যারও সমাধান হবে।’
মির্জা ফখরুল বলেন, অতীতের যত ধুলোবালি, অতীতের যত জঞ্জাল—সবকিছু উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ আমাদের জন্য সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে।’
চিকিৎসার জন্য ৬ এপ্রিল সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর স্ত্রী রাহাত আরা বেগম।