শামুক সংগ্রহে গিয়ে নদীতে ২ জনের মৃত্যু
Published: 11th, April 2025 GMT
খাগড়াছড়ির চেঙ্গী নদীতে শামুক সংগ্রহে গিয়ে পানিতে ডুবে পিয়াসী চাকমা (১৪) ও রিয়া চাকমা (২৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া গ্রামে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া পিয়াসী চাকমা নলছড়া গ্রামের বিদেশসে চাকমার মেয়ে। সে সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। রিয়া চাকমা একই গ্রামের রূপায়ন চাকমার মেয়ে।
আরো পড়ুন:
মাতামুহুরী নদীতে দুই শিশুর মৃত্যু, যুবকের লাশ উদ্ধার
চাঁদপুরে পানিতে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে ভাইবোনছড়া বাজারের কাছে চেঙ্গী নদীর বৈরাগীর মোর নামক স্থানে কয়েকজন শামুক সংগ্রহে যায়। এসময় রিয়া চাকমা নদীর পানিতে তলিয়ে যেতে শুরু করে। চিৎকার শুনে তাকে উদ্ধারে পিয়াসী চাকমা নদীতে ঝাপ দেয়। পরে দুইজনই নদীতে তলিয়ে যায়। একঘণ্টা পর তাদের লাশ উদ্ধার হয়।
ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টাতু মনি চাকমা পিয়াসী চাকমাকে নিজ স্কুলের ছাত্রী হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, “ঘটনাটি মর্মান্তিক। দুইজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।”
ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজন চাকমা বলেন, “বৈসাবি উৎসবের সময় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।”
ঢাকা/রূপায়ন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নদীতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, জাল ফেলে লাশ উদ্ধার
খাগড়াছড়িতে চেঙ্গী নদীতে ডুবে রিয়া চাকমা ও পিয়াসি চাকমা নামের দুই কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের নলছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুই কিশোরীরই বাড়ি নলছড়া এলাকা। পিয়াসি ওই এলাকার বিদেশি চাকমা এবং রিয়া রূপায়ণ চাকমার মেয়ে। দুজনের মৃত্যুর বিষয়টি খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, দুই কিশোরী আরও তিনজনের সঙ্গে নদীতে শামুক খুঁজতে গিয়েছিল। এর একপর্যায়ে রিয়া চাকমা নদীতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে নদীর পানিতে ডুবে যায় পিয়াসি চাকমাও। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধারে এগিয়ে আসেন। একপর্যায়ে নদীতে জাল ফেলে দুজনের লাশ উদ্ধার করা হয়।
ভাইবোন ছড়া এলাকার বাসিন্দা এবং ভাইবোন ছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমা বলেন, ‘পিয়াসি চাকমা আমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। নিহত রিয়া সম্পর্কে পিয়াসি চাকমার ফুফু। বিজু শুরুর আগমুহূর্তে দুজনের এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টের।’