ঘোষণা করা হলো ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত সিনেমাগুলোর তালিকা। গতকাল বৃহস্পতিবার রাতে প্যারিসে এক সংবাদ সম্মেলনে এবারের উৎসবে মনোনীত সিনেমাগুলোর তালিকা প্রকাশ করেন উৎসবের প্রেসিডেন্ট আইরিস নোবলোখ ও আর্টিস্টিক পরিচালক ও জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো। খবর এএফপির
সংবাদ সম্মেলনে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ ছাড়াও যৌন নিপীড়ন নিয়ে ফ্রান্স সরকারের কঠোর অবস্থান তুলে ধরা হয়। এবারের উৎসবে মূল প্রতিযোগিতা কীভাবে জায়গা পেয়েছে ১৯টি সিনেমা, এর মধ্যে মাত্র ছয়টির পরিচালক নারী। তবে সবচেয়ে বড় চমক মূল প্রতিযোগিতা বিভাগে কোনো কোরীয় সিনেমা না থাকা। ২০১৩ সালের পর এই প্রথম স্বর্ণপামের লড়াইয়ে নেই কোনো কোরীয় সিনেমা।
৭৮তম কান উৎসব অবশ্য অভিনেত্রী স্কারলেট জোহানসনের জন্য বড় সুখবর নিয়ে এসেছে। উৎসবে ক্যামেরার সামনে ও পেছনে দুই ভূমিকাতেই পাওয়া যাবে।
স্কারলেট জোহানসন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিজু ফুল উৎসব
কর্ণফুলী নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিজু উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলার বরইছড়িতে কর্ণফুলী কলেজ সংলগ্ন এলাকায় কর্ণফুলী নদীতে ফুল ভাসানোর মাধ্যমে এই উৎসবের সূচনা হয়।
এতে কাপ্তাইয়ের তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের শতাধিক তরুণ-তরুণী নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে অংশ নেন।
এ উপলক্ষে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির নেতৃবৃন্দসহ পাহাড়ি-বাঙালী নির্বিশেষে শোভাযাত্রায় অংশ নেন।
এদিকে আজ শনিবার থেকে কাপ্তাইয়ের রাইখালী, চিৎমরম, চন্দ্রঘোনা, ওয়াগ্গাসহ বিভিন্ন এলাকায় বাংলা নববর্ষকে বরণের লক্ষ্যে বিজু, সাংগ্রাই উৎসব পালনের নানা প্রস্তুতি চলছে।
ঢাকা/রেজাউল/এস