সামাজিকসহ নানা কারণে সদ্যোজাত শিশুকে ফেলে দিয়ে যাচ্ছেন মা কিংবা বাবা। উদ্ধার হওয়া এই নবজাতকদের অধিকাংশই থাকে মৃত। আর অসুস্থ হয়ে পড়ায় জীবিত পাওয়া নবজাতকদেরও বাঁচানো কঠিন হয়ে পড়ে। নির্মম এসব ঘটনা এড়াতে ‘নিউবর্ন হাব’ তৈরির সুপারিশ এসেছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সুপারিশ করা হয়েছে। ‘বিশ্ব পথশিশু দিবস ২০২৫’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘ডা.
চিকিৎসাবিজ্ঞানে জন্ম থেকে ২৮ দিন বয়সী শিশুই নবজাতক। এই বয়সী শিশুর মৃত্যুঝুঁকি সব দেশেই বেশি। বাংলাদেশে এক হাজার শিশু জন্ম নিলে ২০টির মৃত্যু হচ্ছে বয়স ২৮ দিন পূর্ণ হওয়ার আগেই। এই বয়সের শিশুকে রাস্তাঘাটে বা অন্যত্র ফেলে গেলে মৃত্যুঝুঁকি আরও কয়েক গুণ বেড়ে যায়।
ফেলে যাওয়া এমন শিশুদের নিয়ে প্রায় এক দশক ধরে কাজ করছেন রাজধানীর মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক মো. মুজিবুর রহমান। কুড়িয়ে পাওয়া শিশুদের উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনে তিনি গড়ে তুলেছেন ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। ১০ বছরে বিভিন্ন জনের কুড়িয়ে পাওয়া ৪১টি নবজাতককে তিনি চিকিৎসা দিয়েছেন এবং ৪১টি সচ্ছল পরিবারের হাতে তাদের তুলে দিয়েছেন।
সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান বলেন, ‘কতটা নৃশংস ও পাশবিক হলে একটি সদ্যোজাত শিশুকে ফেলে দেওয়া যায়। এটা দুঃখজনক, মর্মান্তিক। কিন্তু এটাই কঠিন বাস্তবতা।’ তিনি আরও বলেন, সামাজিক মর্যাদা, পারিপার্শ্বিকতা, সামাজিক পরিচয়, আর্থিক অসচ্ছলতার কারণে মা ও বাবা নবজাতককে ফেলে দেওয়ার মতো অপরাধ করে ফেলেন।
সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও এটা নিশ্চিত, দেশের বিভিন্ন জেলায় এমন ঘটনা ঘটছে নিয়মিত। যে নবজাতকের পরম আদরে মায়ের কোলে থাকার কথা ছিল; তাকে পাওয়া যায় ফুটপাতে, ঝোপঝাড়ে, ডাস্টবিন বা ময়লার ভাগাড়ে, ধানখেতে, সেতুর নিচে বা নদীনালার পাড়ে।
সংবাদ সম্মেলনে বলা হয়, নবজাতকসহ বিভিন্ন বয়সী শিশুদের নিয়ে কাজ করে এমন সংগঠনগুলোর পরিসংখ্যানে দেখা গেছে, গত পাঁচ বছরে প্রায় ১০ হাজার পথশিশুর সন্ধান মিলেছে। তাদের মধ্যে ৮০০ ছিল নবজাতক। ২০২৪ সালে ৯৪টি নবজাতক উদ্ধার হয়। এর মধ্যে ৬৪টি নবজাতক ছিল মৃত। সে হিসাবে ফেলে যাওয়া নবজাতকদের ৬৮ শতাংশ উদ্ধার হচ্ছে মৃত অবস্থায়।
ডাস্টবিনে ফেলে যাওয়া নবজাতকের স্বাস্থ্য সমস্যা অনেক উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, এদের ‘কোল্ড স্ট্রেস’ দেখা দেয়। শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার মতো জটিল রোগের ঝুঁকি বেড়ে যায়। পোকামাকড় বা মশার কামড়ে নবজাতকের শরীরে নানা ধরনের সংক্রমণও দেখা দেয়। এদের জন্য দরকার হয় বিশেষায়িত চিকিৎসার। দরকার হয় নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম বলেন, নবজাতক উদ্ধার ও চিকিৎসা, তাদের নিরাপদ আশ্রয়—এসব ব্যাপারে জনসচেতনতা তৈরি এবং মানুষকে উদ্বুদ্ধ করার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি।
নবজাতককে ফেলে দেওয়া একটি অপরাধ, একটি সমস্যা। তবে এই সমস্যার সমাধান জানা নেই সংবাদ সম্মেলনের আয়োজকদের। তবে তাঁদের কিছু দাবি আছে সরকারের কাছে। প্রথমত, তাঁরা একটি ‘নিউবর্ন হাব’ তৈরির অনুমতি চান। এটা এমন একটি স্থান যেখানে নবজাতকদের রেখে যাওয়া যাবে। মা-বাবার পরিচয় গোপন রাখা হবে। রাস্তায় ফেলে দেওয়ার চেয়ে এটি ভালো বিকল্প মনে করছেন তাঁরা।
এ ছাড়া মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের এ ধরনের শিশুদের জন্য ‘পথনবজাতক পরিচর্যা কেন্দ্র’ করা প্রয়োজন বলে আয়োজকেরা জানান। পাশাপাশি একটি ‘মিল্ক ব্যাংক’ গড়ে তুলতে চান তাঁরা।
সংবাদ সম্মেলনের পর এই প্রতিবেদক গিয়েছিলেন জনসেবামূলক সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামে। এই প্রতিষ্ঠানেও কুড়িয়ে পাওয়া মৃত নবজাতকের তথ্য আছে। প্রতিষ্ঠানের দাফন সেবা কর্মকর্তা কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সুরতহাল শেষে পুলিশ আমাদের কাছে যে লাশ দেয়, আমরা সেগুলো দাফন করি। ২০২৪ সালে ৪৯টি নবজাতকের লাশ দাফন করা হয়েছিল।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম জ ব র রহম ন
এছাড়াও পড়ুন:
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষ, গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বাংলা নতুন বছরের প্রথম দিনে সকাল সাড়ে ৮টার দিকে বর্ষবরণের অনুষ্ঠান শেষের আগমুহূর্তে শিল্পী ও দর্শনার্থীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়।
নীরবতা পালনের আগে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, ফিলিস্তিনের গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যায়, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনবাসী আপন ভূমি রক্ষায় যে সংগ্রাম করছেন, তার প্রতি আমরা সংহতি জানাই। ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহত মানুষদের স্মরণে সবাইকে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি।
এবার ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয় আজকের অনুষ্ঠান।
বাংলা বর্ষবরণের এ আয়োজন সরাসরি সম্প্রচার করে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও এই অনুষ্ঠান প্রচার করা হয়।
দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা ছায়ানট ১৯৬৭ সাল থেকে রমনা বটমূলে পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করছে। এবার ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে গত তিন মাস ধরে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে চলে গানের মহড়া।
ঢাকা/সুকান্ত/রফিক