আগামী ১৪ এপ্রিল (সোমবার) পয়লা বৈশাখের দিন মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন চার ঘণ্টা বন্ধ থাকবে। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র আজ শুক্রবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র জানান, ১৪ এপ্রিল দুপুর ১২টার পর স্টেশন খুলবে এবং মেট্রোরেলও সেখানে থামবে যথারীতি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ বৃহস্পতিবার সকালে উত্তরা এলাকা থেকে শাহে আলমকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া।

রবিউল হোসেন প্রথম আলোকে বলেন, শাহে আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়। এর পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পলাতক ও আত্মগোপনে দেশে, বিদেশে অবস্থান করছেন। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ