২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, তিনি দেশটির ব্যবসায়িক অংশীদারদের ওপর ‘পাল্টা শুল্ক’ আরোপ করছেন। শুল্কের এ হার চীনের পণ্যে ৩৪ শতাংশ এবং কাতার, সৌদি আরব, জর্ডান ও ইরাকের মতো আরব দেশগুলোর জন্য ১০ থেকে ৩৯ শতাংশ হবে।

মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বজুড়েই ব্যাপক অসন্তোষ দেখা দেয়। ট্রাম্প তথাকথিত এই ‘পাল্টা শুল্ক’ আরোপ করার পেছনে তাঁর দেশের সঙ্গে অন্যান্য দেশের ‘বাণিজ্যিক ভারসাম্য’ প্রতিষ্ঠার যুক্তি হাজির করেন। কিন্তু তাঁর এ ঘোষণায় উল্টো যুক্তরাষ্ট্রের অর্থনীতিসহ সারা বিশ্বই সম্ভাব্য মন্দায় পতিত হওয়ার ঝুঁকিতে পড়ে।

ট্রাম্পের ওই ঘোষণা বিদ্যমান আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক শৃঙ্খলার জন্য একটি গুরুতর হুমকি তৈরি করে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দেশটির বাণিজ্য অংশীদারদের ওপর ‘পাল্টা’ শুল্ক আরোপ করা যুক্তিযুক্ত। তাঁর এ দৃষ্টিভঙ্গি বহু বছর ধরে চলা বহুপক্ষীয় বাণিজ্য আলোচনার মাধ্যমে অর্জিত স্বার্থের ভারসাম্যের পরিপন্থী। তা ছাড়া যুক্তরাষ্ট্র যে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাণিজ্য থেকে যথেষ্ট সুবিধা অর্জন করেছে, ট্রাম্পের দৃষ্টিভঙ্গি এ সত্যকেও উপেক্ষা করে।

ট্রাম্পের একতরফা ও কল্পিত মূল্যায়নের ভিত্তিতে নির্ধারিত তথাকথিত এ ‘পাল্টা শুল্ক’ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মনীতি লঙ্ঘন, সংশ্লিষ্ট বাণিজ্যিক পক্ষগুলোর বৈধ অধিকার ও স্বার্থকে ভীষণভাবে ক্ষুণ্ন এবং নিয়মতান্ত্রিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থার জন্য এক ভয়ানক হুমকি তৈরি করে।

ট্রাম্পের একতরফা ও কল্পিত মূল্যায়নের ভিত্তিতে নির্ধারিত তথাকথিত এ ‘পাল্টা শুল্ক’ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মনীতি লঙ্ঘন, সংশ্লিষ্ট বাণিজ্যিক পক্ষগুলোর বৈধ অধিকার ও স্বার্থকে ভীষণভাবে ক্ষুণ্ন এবং নিয়মতান্ত্রিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থার জন্য এক ভয়ানক হুমকি তৈরি করে।

বিশ্ব অর্থনীতির স্থিতিশীল কার্যকারিতাকেও ক্ষুণ্ন করেছে ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণা। ডব্লিউটিওর প্রাথমিক অনুমান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এ শুল্কব্যবস্থার ফলে ২০২৫ সালে বিশ্বব্যাপী পণ্য বাণিজ্যে প্রায় ১ শতাংশ সামগ্রিক সংকোচন দেখা দিতে পারে। এটি আগের পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী।

বিশ্বজুড়ে শিল্প ও পণ্য সরবরাহব্যবস্থার স্থিতিশীলতার জন্যও হুমকি ট্রাম্পের এ শুল্ক পদক্ষেপ। অর্থনৈতিক বিশ্বায়নের ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলতে এবং বিশ্ব অর্থনীতির চাকাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে পারে এটি। এতে বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সংকট উসকে উঠতে পারে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের শেষ দেখে নেওয়ার অঙ্গীকার চীনের০৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনচীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ১৪৫ শতাংশ১১ ঘণ্টা আগে

বিশেষজ্ঞদের মত, যুক্তরাষ্ট্রের ‘পাল্টা শুল্কারোপ’ শেষমেশ হিতে বিপরীত হয়ে উঠবে। ট্রাম্পের ঘোষণার পর ইউরোপীয় ইউনিয়ন, চীন, কানাডা ও অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

ইয়েল ইউনিভার্সিটির দ্য বাজেট ল্যাবের অনুমান, যদি অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের ওপর পুরোদমে পাল্টা ব্যবস্থা আরোপ করে, তবে মার্কিন ভোক্তামূল্য ২ দশমিক ১ শতাংশ বেড়ে যাবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ১ শতাংশ কমবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস থ যবস থ র র জন য র ওপর

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৪

রাজশাহীতে অপহরণের শিকার এক মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মাদ্রাসা শিক্ষক মো. রিফাতুল ইসলামকে (২৫) উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত চারজন হলেন- রবিউল ইসলাম (২৭), রুবেল চৌধুরী (২৭), নাজমুল হোসেন (৪২) ও নাহিদ মিয়াজ (৩৫)। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, গত ৫ এপ্রিল রাতে ঢাকার আশুলিয়া থেকে কর্মস্থল হাজারিবাগের উদ্দেশে রওনা দেন রিফাতুল। এরপর তিনি নিখোঁজ হন। ৭ এপ্রিল তাঁর পরিবারকে ফোন করে অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রিফাতুলের বিকাশের মাধ্যমে দফায় দফায় টাকা পাঠায় পরিবার। সর্বমোট দেড় লাখ টাকার বেশি পরিশোধের পরও তাকে মুক্তি দেয়নি অপহরণকারীরা।

পরবর্তীতে পরিবারের সদস্যরা র‌্যাব-৪ এ অভিযোগ করেন। গোয়েন্দা তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪ ও র‌্যাব-৫-এর যৌথ অভিযানে রিফাতুলকে উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে র‌্যাব।

সম্পর্কিত নিবন্ধ