চট্টগ্রামের চন্দনাইশে এক তরুণীকে (১৯) ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে করা মামলার আসামি নাজিম উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নাজিম উদ্দিন সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার মৃত সৈয়দ আহমদ ও রুকিয়া বেগমের ছেলে। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.

রাসেল প্রথম আলোকে নিশ্চিত করেছেন ।

গত মঙ্গলবার রাত দুইটার দিকে চন্দনাইশে নানার বাড়ির শৌচাগার থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘরের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর নানা-নানিকেও উদ্ধার করা হয়। তাঁদের প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, গত বুধবার রাতে নিহত তরুণীর বাবা বাদী হয়ে চন্দনাইশ থানায় ধর্ষণচেষ্টা ও হত্যা মামলা করেন। মামলায় নাজিম উদ্দীনকে একমাত্র আসামি করা হয়। গোয়েন্দা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কৃষ্ণাকে ছাড়াই ভুটান গেলেন ৫ নারী ফুটবলার

সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়ার পর ভুটানের ফুটবল লিগে খেলতে গেলেন আরও পাঁচ নারী ফুটবলার। আজ সকালে তাঁরা থিম্পুর উদ্দেশে দেশ ছেড়েছেন।

এই পাঁচজন হলেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন ও রুপনা চাকমা। তাঁদের সঙ্গে ভুটান যাওয়ার কথা থাকলেও ওয়ার্ক পারমিট হাতে না পাওয়ায় অপেক্ষা বাড়ল কৃষ্ণা রানীর। বাফুফে সূত্রে আজ এমনটাই জানা গেছে।

আরও পড়ুনভুটানের লিগে খেলতে যাচ্ছেন কৃষ্ণা–সানজিদাসহ আরও চার ফুটবলার০৮ এপ্রিল ২০২৫

৬ এপ্রিল ভুটান যাওয়া সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা খেলবেন ভুটানের ক্লাব পারো এফসির হয়ে। ট্রান্সপোর্ট ইউনাইটেডের জার্সিতে মাঠে দেখা যাবে ডিফেন্ডার মাসুরা ও গোলকিপার রুপনাকে। ফরোয়ার্ড কৃষ্ণার একই দলের হয়ে খেলার কথা রয়েছে। আর থিম্পু সিটির হয়ে খেলবেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার।

বিদেশি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের নারী ফুটবলারদের নতুন নয়। এর আগে মালদ্বীপ ও ভারতের ঘরোয়া নারী লিগে খেলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। কলকাতা ইস্ট বেঙ্গলের জার্সিতে মাঠে নামার সুযোগ হয়েছে সানজিদা আক্তারের।

আরও পড়ুনঅনুশীলনে ফিরেও দুশ্চিন্তায় বিদ্রোহীরা০৮ এপ্রিল ২০২৫

এরপর গত বছরের আগস্টে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে যান বাংলাদেশের চার ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও মনিকা। তখন এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য তাঁদের নিয়েছিল ভুটানের ক্লাবটি।

১৫ এপ্রিল ভুটানের নারী লিগ শুরু হওয়ার কথা। এই লিগ প্রায় ছয় মাস চলে। ভুটানের লিগ চলাকালে এই খেলোয়াড়েরা জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলে তাঁরা ঢাকায় ফিরে আসবেন।

সম্পর্কিত নিবন্ধ