ফেনীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২
Published: 11th, April 2025 GMT
ফেনীর দাগনভূঞা-বসুরহাট সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে দাগনভূঞা-বসুরহাট সড়কের শরীফপুরের নতুনপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম নজরুল ইসলাম (৩০)। তিনি দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর এলাকার মো. সেলিমের ছেলে। অপরদিকে নিহত যাত্রীর নাম রাজীব (২৩)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী এলাকার সফিকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বসুরহাটগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নজরুল ইসলাম মারা যান। গুরুতর আহত যাত্রী রাজীবকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/সাহাব/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফেনীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২
ফেনীর দাগনভূঞা-বসুরহাট সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে দাগনভূঞা-বসুরহাট সড়কের শরীফপুরের নতুনপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম নজরুল ইসলাম (৩০)। তিনি দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর এলাকার মো. সেলিমের ছেলে। অপরদিকে নিহত যাত্রীর নাম রাজীব (২৩)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী এলাকার সফিকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বসুরহাটগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নজরুল ইসলাম মারা যান। গুরুতর আহত যাত্রী রাজীবকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/সাহাব/টিপু