অংশগ্রহণকারীদের অর্ধেকই ৩ দেশের, ২৫ ভাগ প্রবাসী
Published: 11th, April 2025 GMT
শেষ হলো চার দিনের বিনিয়োগ সম্মেলন। বিদেশি বিনিয়োগকারীর সামনে বদলে যাওয়া বাংলাদেশকে তুলে ধরতে এবারের আয়োজন ছিল অন্য বছরের চেয়ে ব্যতিক্রম। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা থেকে বিনিয়োগকারীকে নতুন ধারণা দিতে আয়োজকদের প্রাণান্ত চেষ্টা ছিল লক্ষণীয়।
বিনিয়োগ পরিবেশের সীমাবদ্ধতা কাটাতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে তুলে ধরা হয়েছে বাস্তবভিত্তিক উদ্যোগ। প্রথা ভেঙে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা দিতে সফররত বিনিয়োগকারী বা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সরেজমিন দেশের তিন প্রধান অর্থনৈতিক অঞ্চল এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে নিয়ে যায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
বিডা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সম্মেলনে ৪২ দেশ থেকে চার শতাধিক অংশগ্রহণকারী সরাসরি অংশ নিয়েছেন। এর মধ্যে তিন শতাধিক ছিলেন বিদেশি। অবশ্য তালিকায় থাকা ১৫টির বেশি নাম একাধিকবার ব্যবহার করা হয়েছে। আবার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অনেক প্রবাসীও এ বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন।
অংশগ্রহণকারীর তালিকা পর্যালোচনায় দেখা গেছে, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বা বর্তমানে বিনিয়োগ রয়েছে– এমন কোম্পানিগুলোর চেয়ারম্যান বা প্রতিষ্ঠাতা বা সহপ্রতিষ্ঠাতা বা শীর্ষ নির্বাহী পদমর্যাদার ১৬০ জন সম্মেলনে অংশ নিয়েছেন। কোম্পানির পরিচালক বা শীর্ষ কর্মকর্তা ছিলেন শতাধিক।
এর বাইরে বিভিন্ন দেশের দূতাবাস থেকেও প্রতিনিধিরা বিনিয়োগ সম্মেলন পর্যবেক্ষণে আসেন। কয়েকটি দেশের ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আটজন এ সম্মেলনে যোগ দেন। এর বাইরে কয়েকটি দেশের ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।
চীন থেকে অংশগ্রহণকারী বেশি
চীনের সর্বাধিক ১৪৭ জন এ সম্মেলনে যোগ দিয়েছেন বলে তথ্য মিলেছে। বাংলাদেশে বিনিয়োগ রয়েছে, এমন কোম্পানির পাশাপাশি নতুন বিনিয়োগ সম্ভাবনা খুঁজতেও কিছু কোম্পানির উচ্চ পর্যায়ের প্রতিনিধি এ সম্মেলনে এসেছেন।
দেশভিত্তিক অংশগ্রহণকারী বিবেচনায় এর পরের অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র (৪৪ জন), যুক্তরাজ্য (২৯ জন), ভারত (২৩ জন), জাপান (২০ জন)। প্রাথমিক তথ্য অনুযায়ী, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে আসা অংশগ্রহণকারীর সংখ্যা ছিল মোটের অর্ধেক।
অংশগ্রহণকারী ১০ বড় কোম্পানি
চীনের ই-কমার্স জায়ান্ট, বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি আলিবাবা এবারের সম্মেলনে যোগ দেয়। লন্ডনভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় প্রফেশনাল সার্ভিসেস ফার্ম ডেলোয়েট প্রতিনিধি এ সম্মেলনে ছিল। অবশ্য বাংলাদেশে তাদের কার্যক্রম আগে থেকেই রয়েছে।
সম্মেলনে বিশ্বের অন্যতম বড় ইলেকট্রনিকস উৎপাদক প্রতিষ্ঠান স্যামসাং, বৈশ্বিক সাপ্লাই চেইনে প্রভাবশালী কোম্পানি টয়োটা ট্যুসো করপোরেশন, বিশ্বজুড়ে পেমেন্ট নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি ভিসা, রাইড শেয়ারিং এবং লজিস্টিক সেক্টরে সুপরিচিত কোম্পানি উবার, চীনের সরকারি মালিকানাধীন বড় নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং, চীনের শক্তি এবং অবকাঠামো নির্মাণে বিশেষায়িত কোম্পানি পাওয়ার-চায়নার প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেন।
উল্লেখযোগ্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠান
আর্থিক প্রতিষ্ঠান ও বিনিয়োগ সংস্থার মধ্যে ছিল কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংক, জ্বালানি ও অবকাঠামো খাতে সক্রিয় একটি শীর্ষস্থানীয়, স্বাধীন প্রকৌশল ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ফিচনার, ডাচ্ ইঞ্জিনিয়ারিং ও প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েল হাসকোনিংডিএইচভি।
উচ্চ প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং খাতের মধ্যে ছিল ফিনল্যান্ডভিত্তিক ওয়্যারপাস, নবায়নযোগ্য শক্তিতে এনভিশন এনার্জি, টাইকন সিস্টেমস। এ ছাড়া ফ্রান্সভিত্তিক খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা ডেকাথলন, বিশাল অবকাঠামো প্রকল্পের অভিজ্ঞতাসম্পন্ন চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি)।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৪৬তম বিসিএসে লিখিত প্রার্থীদের ৪৪-এর মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে: পিএসসির চেয়ারম্যান
পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ‘৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যাঁদের মে-জুন মাসে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার শিডিউল রয়েছে, তাঁদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। ১৬ জুনের পর দ্রুততম সময়ে তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভাইভা দুই মাস পরে হবে। আমরা দেখেছি, লিখিত পরীক্ষায় অংশ নেবেন, এরপর ভাইভা পরীক্ষাও দেবেন এমন প্রার্থীর সংখ্যা ২৩০০। তাঁদের ভাইভা আমরা পরে নেব। আজ বৃহস্পতিবার পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলেন পিএসসির চেয়ারম্যান।
এর আগে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসির সংস্কারের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ও অবস্থানের পরিপ্রেক্ষিতে জরুরি সভায় বসে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ সভা শুরু হয়। পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম সভায় সভাপতিত্ব করছেন। সভা শেষে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।
আরও পড়ুন৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবির মধ্য রুটিন প্রকাশ, ৮ মে শুরু২ ঘণ্টা আগেএর আগে সকালে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসির সংস্কারের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন একদল চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার দুপুরের পর তাঁরা সেখান থেকে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের প্রথমে বাধা দেন। পরে চাকরিপ্রার্থীদের জোর করে নির্বাচন কমিশন থেকে পিএসসির যাওয়ার পথ থেকে সরিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় চাকরিপ্রার্থীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে ‘৮ মে কবর দে’, ‘ড্রিম পিএসসি’, ‘ফ্যাসিজম নট অ্যালাউড’সহ নানা স্লোগান লেখা ছিল।
আরও পড়ুনপিএসসি জরুরি সভায় বসেছে, আসতে পারে কিছু সিদ্ধান্ত৩ ঘণ্টা আগে