দু’দিন পরই বাংলা নববর্ষ ১৪৩২। এখন দেশজুড়ে সরকারি-বেসরকারি ও নানা আয়োজনে চলছে বর্ষবরণের প্রস্তুতি। বৈশাখের প্রথম দিনে সূর্যোদয়ের প্রথম প্রহরেই রমনা বটমূলে ছায়ানটের ভোরের রাগ আলাপের মাধ্যমে সূচনা হবে নতুন বছরের। এ দিনটি সামনে রেখে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে চলছে শেষ মুহূর্তের মহড়া। সব ধরনের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। 

এবার বর্ষবরণ অনুষ্ঠানে একজনের অভাব তীব্রভাবে অনুভূত হবে। তিনি সন্জীদা খাতুন। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি। গত ২৫ মার্চ অনন্তলোকে পাড়ি দেন দেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব ও সংগীতজ্ঞ। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ চালু হওয়ার ৫৮ বছর পর এবারই প্রথম তাঁকে ছাড়া বাঙালির প্রাণের এই অনুষ্ঠান হতে যাচ্ছে।

এ বিষয়ে ছায়ানটের নির্বাহী সভাপতি ডা.

সারওয়ার আলী সমকালকে বলেন, ১৯৬৭ সালে শুরু হওয়ার পর থেকে এবারই প্রথম বর্ষবরণ আয়োজন, যেখানে সন্জীদা খাতুন নেই। তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে এবারের আয়োজনটি করব আমরা।

গত ১৭ জানুয়ারি থেকে প্রস্তুতি শুরু ছায়ানটের বর্ষবরণ আয়োজনের। সংগীত, যন্ত্রশিল্পীসহ সব মিলিয়ে এবারের আয়োজনে অংশ নেবেন ১৪০ শিল্পী।  

বরাবরের মতো এবারও প্রায় একই ধরনের অনুষ্ঠানসূচি থাকছে। ভোর সোয়া ৬টায় রাগ আলাপের মাধ্যমে সূচনা হবে এ আয়োজনের, শেষ হবে ছায়ানটপ্রধানের কথন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে।

দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে সারওয়ার আলী বলেন, পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে ছায়ানটের আয়োজনের যে বৈশিষ্ট্য, তার একেবারেই কোনো পরিবর্তন হচ্ছে না। ছায়ানট নববর্ষের প্রথম প্রহরে গানের মধ্য দিয়ে যে একটা আবহ সৃষ্টি করে, যার মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তার একটা উন্মোচন ঘটে। সেই ধারা এ বছরও থাকবে। তাতে কোনো ব্যতিক্রম হবে না। 

এবারের আয়োজন নিয়ে ছায়ানটের জ্যেষ্ঠ সমন্বয়ক রশিদ আল হেলাল জানান, শনিবার ছায়ানট সংস্কৃতি ভবনে শেষ মহড়া হবে। পরদিন রোববার বিকেল ৩টায় রমনা বটমূলে করা হবে চূড়ান্ত মহড়া। এবারের বর্ষবরণের আয়োজনে ১৫টি একক গান, সম্মেলক গান আটটি এবং দুটি কবিতা পাঠ করা হবে। ভোর সোয়া ৬টা থেকে শুরু হওয়া এ আয়োজন শেষ হবে সকাল সাড়ে ৮টায়। তবে এবারের আয়োজনের বিস্তারিত আজ বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

এবারের ছায়ানটের বর্ষবরণের প্রতিপাদ্য ‘আমার মুক্তি আলোয় আলোয়’। এ প্রতিপাদ্য সামনে রেখে ছায়ানট বাংলা নববর্ষ উদযাপন করবে। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বলেন, আমরা একটা ক্রান্তিকাল পার করছি। যত অন্ধকার ও কলুষতা আছে, সব পেরিয়ে যেন আমরা আলোর দিকে যেতে পারি। যত অন্ধকার হোক, যত বাধা আসুক, আমরা থামব না। আমরা আলোর পথে এগিয়ে যাব।

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ য় নট র প রথম

এছাড়াও পড়ুন:

নববর্ষ উপলক্ষে গুলশানে থাকছে দুই দিনব্যাপী অনুষ্ঠান

গুলশান সোসাইটির উদ্যোগে এবং ‘অলিগলি বর্ষবরণ বন্ধুগণ’–এর আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় উদ্‌যাপিত হতে যাচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২ উৎসব ‘অলিগলি হালখাতা’। এবার উৎসব হবে দুই দিনব্যাপী; এর মধ্যে ১৩ এপ্রিল হবে চৈত্রসংক্রান্তি এবং এর পরদিন অর্থাৎ ১৪ এপ্রিল বাংলা বর্ষের প্রথম দিন হবে বর্ষবরণ উৎসব। এবারের আয়োজনে চারু কারু প্রদর্শনী, পালা গান, আলপনা, নৃত্য অনুষ্ঠান এবং গল্প–আলাপসহ নানা আয়োজন থাকবে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আয়োজকেরা। গুলশান সোসাইটির উদ্যোগে এবং ‘অলিগলি বর্ষবরণ বন্ধুগণ’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, মহাসচিব সৈয়দ আহসান হাবীব, সদস্য শ্রাবন্তী দত্তসহ কমিটির অন্য সদস্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের দুই দিনব্যাপী বর্ষবরণ ১৪৩২ ‘অলিগলি হালখাতা’ অনুষ্ঠিত হবে গুলশানের বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে। আয়োজনের প্রথম দিন থাকবে চৈত্রসংক্রান্তির আয়োজন। এদিন বিকেল ৪টা থেকে চারু কারু প্রদর্শনী, রাত ৮টায় ইসলাম উদ্দিন পালাকারের পালা গান, রাত ৯টায় আলপনা আলাপ, রাত ১০টায় পার্কের সামনে থেকে গুলশান–২ মোড় পর্যন্ত রাস্তাজুড়ে আলপনা অঙ্কন করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ ও বিশিষ্ট নাগরিকেরা এতে অংশগ্রহণ করবেন।

বাংলা নতুন বছরের দিন, অর্থাৎ ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিনব্যাপী উৎসব শুরু হবে সকাল থেকেই। এদিন সকাল ৮টা ৩০ মিনিটে থাকবে রেচেল প্রিয়াঙ্কা ও তাঁর দলের বর্ষবরণ নৃত্য। এরপর অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নববর্ষের শুভেচ্ছা জানাবেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং গুলশান সোসাইটি ও অলিগলি-বর্ষবরণ বন্ধুরা। এরপর সকাল ১০টায় ব্যান্ডদল জলের গানের পরিবেশনায় থাকবে ‘গানালাপ’।

এবারের বর্ষবরণ উৎসবে আরও থাকবে চিত্রশিল্পীদের অংশগ্রহণে ‘আর্ট ক্যাম্প’। এতে থাকবেন চিত্রশিল্পী ফরিদা জামান, কনকচাঁপা চাকমা, শিশির ভট্টাচার্য, জামাল আহমেদ, মোহাম্মদ ইউনুস, আহম্মেদ শামসুদ্দোহা, শেখ আফজাল, মোহাম্মদ ইকবাল, বীরেন সোম, আনিসুজ্জামান, বিশ্বজিৎ গোস্বামী। এ আয়োজনও হবে সকাল ১০টায়। এরপর সকাল ১১টায় ‘সাংস্কৃতিক জাতীয়তাবাদ’ শীর্ষক ‘ভাবালাপ’–এর প্রথম পর্বে কথা বলবেন সাংবাদিক নূরুল কবীর, সংস্কৃতিজন সারা যাকের, নাট্য ব্যক্তিত্ব আফজাল হোসেন এবং অধ্যাপক প্রশান্ত ত্রিপুরা। এ পর্বে সঞ্চালনা করবেন সাঈদ ফিরদৌস।

এরপর বেলা ১২টায় শুরু হবে ‘ভরদুপুরের গল্পসল্প’। ‘ভাবালাপ’–এর দ্বিতীয় পর্বে ‘জনপরিসরে নারীর উপস্থিতি’ নিয়ে আলাপ করবেন ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার শুক্লা সিরাজ, শিক্ষক মিথিলা মাহফুজ, আদিবাসী অ্যাকটিভিস্ট ডালিয়া চাকমা। বিকেল ৪টায় পাড়ার বাচ্চাদের সমবেত নৃত্যে অংশ নেবে গুলশান-বনানী-বারিধারা-উত্তরা অঞ্চলের শিশু–কিশোরেরা। ‘সব সখি মিলি গাই মঙ্গলগান’–শীর্ষক আয়োজনটি শুরু হবে বিকেল ৪টা ১৫ মিনিটে; এলকেজি স্টুডিওর পরিচালনায় এতে গাইবেন সভ্যতা, সুমেল, আনান, জয়িতা, নাভিন, লাবিক।

দিনব্যাপী আয়োজনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সমগীত গানের দলের পরিবেশনা, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বাপ্পা মজুমদার ও দলছুটের পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামবে আয়োজনের।

আয়োজকেরা বলছেন, একটি প্রগতিশীল সমাজ গড়তে প্রয়োজন শিল্প-সংস্কৃতি-শিল্পীর নিরাপদ মর্যাদাপূর্ণ কদর, শুধু ভালোবাসা তার জন্য যথেষ্ট নয়। এমন একটা সংস্কৃতি গড়ে তোলা তাঁদের এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। যখন সমাজে নানামুখী বিদ্বেষ-ঘৃণা-ভয়-উগ্রতা, নারীর প্রতি সহিংসতা দেখা যায়, এ সময় সেই সংকট অতিক্রম করতে উদারনৈতিক মানবতাবাদী ধারার সংস্কৃতিই হতে পারে পাথেয়।

সম্পর্কিত নিবন্ধ

  • বৈশাখ ঘিরে সরগরম বাণিজ্যপাড়া
  • আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুনের প্রতিবাদে চারুকলার সামনে মানববন্ধন
  • গুলশানে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘অলিগলি হালখাতা’
  • পাহাড়ে বর্ষবরণ: উৎপত্তি, মিথ এবং বিভিন্ন দেশের উৎসবের সঙ্গে যোগসূত্র
  • নববর্ষ উপলক্ষে গুলশানে থাকছে দুই দিনব্যাপী অনুষ্ঠান
  • নববর্ষের দিন টিএসসি-শাহবাগ মেট্রো স্টেশন ‘সাময়িক বন্ধ থাকবে’
  • বর্ষবরণে থাকছে ‘অন্ধকার কাল থেকে উত্তীর্ণ হবার বার্তা’
  • ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম হলো ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’
  • চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষ উদযাপনের অনুমতি মিলেছে