চট্টগ্রামের সীতাকুণ্ডের গোপ্তাখালি এলাকায় মুসলিম উদ্দিন নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটে। স্থানীয় একটি কারখানা থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে পরিবারের সদস্যদের অভিযোগ। কারখানাটি দীর্ঘদিন ধরে সে দেখাশোনা ও পরিচালনা করত বলে জানিয়েছেন স্থানীয়রা। গত ৫ আগস্ট সরকারের পট পরিবর্তনের পর এই কারখানার দখল নিতে মরিয়া হয়ে ওঠে একটি পক্ষ।

জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে কারখানা থেকে বাড়ি ফিরছিলেন মুসলিম উদ্দিন। কারখানার কিছু দূর যাওয়ার পর, ওত পেতে থাকা দুর্বৃত্তরা গোপ্তাখালি বেড়িবাঁধ এলাকায় তাঁকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মুসলিম উদ্দিন মুরাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ওই ওয়ার্ডের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য বলে জানান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম। নিহতের শ্বশুর মোহাম্মদ আইয়ুব আলী বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি কারখানার নিয়ন্ত্রণ ও কাজ করত মুসলিম। কিছুদিন আগে থেকে কয়েকজন দুর্বৃত্ত এটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান জানান,  অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য য বল গ

এছাড়াও পড়ুন:

রাত ৮টার মধ্যে হল খোলার দাবি কুয়েট শিক্ষার্থীদের 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ভবনের সামনে আজ রবিবার (১৩ এপ্রিল) রাত ৮টার মধ্যে হল খুলে দেওয়ার দাবিতে অবস্থান নিয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী।

এর আগে, এ দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেড় শতাধিক শিক্ষার্থী দুপুর আড়াইটার দিকে বন্ধ থাকা কুয়েটের প্রধান গেটের সামনে জড়ো হন। কুয়েট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা বেলা ৩টার দিকে আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করেন। এরপর তারা প্রশাসনিক ভবনের সামনে যান।

আরো পড়ুন:

নড়াইলে শ্রমজীবীদের পাঞ্জাবি উপহার

খুলনার দিঘলিয়া ইউপি চেয়ারম্যান হায়দারের বিরুদ্ধে তদন্ত কমিটি

সেখানে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের কাছে আসেন। শিক্ষকরা তাদেরকে বুঝিয়ে বলেন, সিন্ডিকেটের সভা ছাড়া অ্যাকাডেমিক কার্যক্রম ও হলগুলো খোলা সম্ভব নয়।

তবে শিক্ষার্থীরা সংবাদ বিবৃতিতে বলেন, হল ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। অনেক শিক্ষার্থী হলে থেকে বাইরে টিউশনি করেন। তারা টিউশনি করতে পারছেন না। তারা রাত ৮টার মধ্যে হল খুলে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন। কর্তৃপক্ষ যদি দাবি পূরণ না করে, তাহলে তারা আলোচনা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।

কুয়েটের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা হল খুলে দেওয়ার জন্য লিখিত একটি আবেদন জানিয়েছে। বিষয়টি শিক্ষক প্রতিনিধিরা উপাচার্যকে জানাচ্ছেন। তবে সিন্ডিকেটের সভা ছাড়া হল খোলা ও অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব নয়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসের দুটি গেটে পুলিশ মোতায়েন রয়েছে।

ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন।

এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কুয়েট কর্তৃপক্ষ।

ঢাকা/নুরুজ্জামান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ