১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবি জেএসডির
Published: 10th, April 2025 GMT
১০ এপ্রিলকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। পাশাপাশি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ারও দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান জেএসডির নেতারা। এতে সভাপতিত্ব করেন জেএসডির জ্যেষ্ঠ সভাপতি তানিয়া রব। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ।
আলোচনা সভার শুরুতে ‘১০ এপ্রিল: প্রজাতন্ত্র দিবস ’৭১ ও ২৪-এর দার্শনিক মেলবন্ধন’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন শহীদুল্লা ফরায়েজী।
সভাপতির বক্তব্যে তানিয়া রব বলেন, ‘১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের নেতারা সাম্য, সামাজিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতের ভিত্তিতে একটি স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করেছিলেন। এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছি।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ১০ এপ্রিলের ঘোষণাপত্রকে কেন্দ্র করে জনগণ ঐকবদ্ধ হয়েছিল। এই দিনটি ইতিহাসে থাকলেও অন্যান্য দেশের মতো পালন করা হয় না।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু), রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও সম্পাদক রেজাউল করিম তালুকদার, আইনজীবী আরিফ খান, রাজনৈতিক বিশ্লেষক হেলালুজ্জামান প্রমুখ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ এসড
এছাড়াও পড়ুন:
এবার আল–আরাফাহ ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে
বেসরকারি খাতের আল–আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীকে এবার তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ নাদিম, ডিএমডি ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান আমিনুল ইসলাম ভুঁইয়া ও ট্রেজারি বিভাগের প্রধান মো. আব্দুল মবিনকে ছুটিতে পাঠানো হয়েছে। আজ রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে ৭ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
গত ৫ আগস্টের পর এখন পর্যন্ত ১৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের অনিয়ম জালিয়াতি তদন্তে বিশেষ অডিট হচ্ছে। অডিট শুরুর আগেই ইউনিয়ন ব্যাংকের এমডি এবিএম মোকাম্মেল দেশ ছেড়ে পালিয়েছেন। সর্বশেষ গত ৬ এপ্রিল ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংক। আর গত ৫ জানুয়ারি এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, ইউনিয়ন ও আইসিবি ইসলামিক ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।
যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে তার একটি আল–আরাফাহ ইসলামী। দীর্ঘদিন ধরে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু। গত ৩ সেপ্টেম্বর ব্যাংকটির পর্ষদ ভেঙ্গে পুনর্গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। লংকা বাংলা ফাইন্যান্সের সাবেক এমডি খাজা শাহরিয়ারের নেতৃত্বে ৫ সদস্যের একটি পরিচালনা পর্ষদ ব্যাংক পরিচালনা করতে গিয়ে নানা অসঙ্গতি পেয়েছে।