Samakal:
2025-04-14@02:42:26 GMT

ময়লায় ভরে যাচ্ছে পৌর এলাকা

Published: 10th, April 2025 GMT

ময়লায় ভরে যাচ্ছে পৌর এলাকা

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জোড়াপাম্প এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম। তাঁর এলাকার বাড়িতে জমা হওয়া ময়লা-আবর্জনা আগে পৌরসভার লোকজন প্রতিদিন ভ্যানে করে নিয়ে যেতেন। কিন্তু এখন এক সপ্তাহ পর পর ময়লা নেয়। এতে দুর্গন্ধে বাড়িতে থাকা যায় না জানিয়ে তিনি বলছিলেন, পথে মুখ রুমাল দিয়ে ঢেকে চলাচল করতে হয়। আগে মশা নিধনের জন্য ওষুধ ছিটালেও এখন তাও বন্ধ রয়েছে।

পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড শিল্পাঞ্চল হওয়ায় এ এলাকায় প্রায় ১০ লক্ষাধিক মানুষের বসবাস। কিন্তু বিভিন্ন ধরনের নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। সবশেষ কয়েক মাসে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। বিশেষ করে তিনটি ওয়ার্ডে বর্জ্য অপসারণ কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। বাড়ির ময়লা বিভিন্ন স্থানে সড়কের পাশে ফেলে রাখা হলেও কয়েক দিন পর পর তা অপসারণ করছেন কর্মীরা। যারা এ কাজে জড়িত, তাদেরও মাসে ১৫০ থেকে ২০০ টাকা করে দিতে হচ্ছে। 
স্থানীয় বাসিন্দারা বলছেন, পৌরসভার নির্ধারিত ডাম্পিং স্টেশন না থাকায় মহাসড়কের পাশে কিংবা সরকারি বনের জমিতে এমনকি পানি নিষ্কাশনের নালার ওপর এসব ফেলে রাখছেন। এতে পথচারীদের দুর্ভোগ বেড়েছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে জানালেও ডাম্পিং স্টেশন না থাকায় সমস্যার সমাধান হয়নি। এতে পরিবেশ দূষিত হচ্ছে, বাড়ছে রোগব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকি।
আগে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের খালি জায়গায় ময়লা-আবর্জনা ফেলা হতো বলে জানান ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো.

সারোয়ার হোসেন আকুল। তাঁর ভাষ্য, এখন কর্তৃপক্ষ সেখানে ফেলতে না দেওয়ায় কয়েকটি ওয়ার্ডের ময়লা পানি নিষ্কাশনের খালে ফেলছে। এতে খালটি ভরাট হওয়ায় বর্ষায় মৌসুমে জলাবদ্ধতার শিকার হতে হবে। সে জলাবদ্ধতা ভোগাবে নাগরিকদের। 
তিনটি ওয়ার্ডের কয়েকটি স্থানে সরেজমিন দেখা গেছে, যত্রতত্র ফেলে রাখা হয়েছে ময়লা-আবর্জনা। রয়েছে মাছিসহ বিভিন্ন ধরনের পোকামাকড়ের আনাগোনা। পচা দুর্গন্ধে ভরে আছে আশপাশ। এসব এলাকা দিয়ে যাতায়াত করাই দুষ্কর। ৭ নম্বর ওয়ার্ডের হরিণহাটি এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তরে ফেলে রাখা হয়েছে বাসাবাড়ির ময়লা। এ সড়ক দিয়ে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন। 

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিণহাটি এলাকার বাসিন্দা বিএনপি নেতা রাজু আহমেদ। তিনি বলেন, ঠিকমতো ময়লা পরিষ্কার না করায় পোকামাকড়ের উপদ্রবের পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে ভাড়াটিয়া থাকতে চান না বাসায়। ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দরা জালালগেইট রমেসের টেক এলাকার ব্যবসায়ী রবিউল ইসলাম ও তালেব মিয়ার ভাষ্য, সড়কের পাশে পৌরসভা বড় ডাস্টবিন তৈরি করেছে। প্রতিদিন ময়লা অপসারণের কথা থাকলেও সপ্তাহ পার হলেও নেয় না। দুর্গন্ধের কারণে দোকানে ক্রেতা আসতে চান না।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর পৌরসভায় প্রশাসক ও ওয়ার্ডে কাউন্সিলরের পরিবর্তে একজন সরকারি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আগে প্রতিদিন ময়লা কয়েকটি স্থানে রাখা হলে সকালে কর্তৃপক্ষ তা অপসারণ করত। এখন মহাসড়কের পাশে কিংবা বাড়ির আশপাশে দিনের পর দিন পড়ে থাকে। ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন পূর্বচান্দরা এলাকায় ময়লার মিনি ডাম্পিং করেছিলেন। সেখান থেকেও সপ্তাহে একদিনও ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে না।
৯ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া, পশ্চিমপাড়া ও আহাম্মদনগরে যেখানে সেখানে ময়লার স্তূপ রয়েছে। স্থানীয় লোকজন বলছেন, নির্বাচিত মেয়র ও কাউন্সিলর না থাকায় কাউকে কিছু বলাও যায় না। ওয়ার্ডে একজন সরকারি কর্মকর্তা দায়িত্বে থাকলেও তাদের সার্কেল অফিসে পাওয়া যায় না। 
ওয়ার্ডের বাসিন্দা সফিকুল ইসলাম ও সিদ্দিকুর হোসেন বলছিলেন, পৌরসভার নাগরিক হিসেবে সব ধরনের সুবিধা পাওয়ার কথা থাকলেও তা তারা পাচ্ছেন না। নালা ময়লায় ভরে গেলেও পরিষ্কার করার লোক নেই। 

৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন উপজেলা এলজিইডি অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আব্দুল বাছেদ। তিনি বলেন, নতুনভাবে টেন্ডার পাওয়া ব্যক্তি আগামী ১৪ এপ্রিল থেকে পৌরসভার গাড়ি দিয়ে এনে অস্থায়ী ভাগাড়ে রাখবেন। আগের লোক কাজ না করার কারণে হয়তো নাগরিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. জাহিদুল আলম তালুকদার বলেন, মাঝে একটু সমস্যা থাকায় নিয়মিত ময়লা সরানো যায়নি। ডাম্পিংয়ের জন্য একটি জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। 
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ময়ল র স ত প সড়ক র প শ এল ক র ব প রসভ র র ময়ল সরক র

এছাড়াও পড়ুন:

চৈত্রের শেষ দিনে জাবিতে ব্যাঙের পানচিনি ‘বিয়ে’ 

দিনভর প্রবল উত্তাপের শেষে বাংলা বছরের শেষ সূর্যের মেজাজ তখন কিছুটা হালকা হয়ে এসেছে। গাছের নতুন পাতায় সূর্যের আলোর প্রতিবিম্ব উৎসবের সাজ দিয়েছে৷ শিক্ষক-শিক্ষার্থীদের চোখে মুখে ফুটে ওঠেছে উৎসবের আমেজ।

উৎসবের পালে নতুন হাওয়া দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুরাতন কলা ভবনের সামনে চলছে তখন পানচিনির আয়োজন। সবার মাঝে বিয়ের আমেজ। মঞ্চের একপাশে সেজেগুজে বসে আছে কনে। বরপক্ষের আগমনের অপেক্ষায় কনেপক্ষ। বিকেল ৫টার দিকে এক র‍্যালি নিয়ে হাজির বরপক্ষ। বরের মাথায় এক ঢাউস ছাতা।

হলুদ, ধান ও দূর্বা দিয়ে কনেপক্ষ বরপক্ষকে বরণ করে নিল। চলল আশীর্বাদ আদান-প্রদান। মন্ত্র পাঠের আগে অভিভাবকরা কথা দিলেন, আসছে আষাঢ়ে তাদের বিয়ে হবে। বরের বাবা হলেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, অন্যদিকে কনের বাবার দায়িত্বে ছিলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক রশীদ হারুন৷

তবে এটি কোনো মানুষের বিয়ে নয়। ব্যাঙের বিয়ে। খরা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টির প্রত্যাশায় কলা ও মানবিকী অনুষদ চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে এই ‘ব্যাঙের পানচিনি’র আয়োজন করেছিল। পানচিনি অনুষ্ঠান মূলত বিয়ের অঙ্গীকার প্রদান, আশীর্বাদ আদান-প্রদান এবং বর-কনের মধ্যে সম্প্রীতি বাড়ানোর আয়োজন।

ব্যাঙের এই পানচিনি সম্পর্কে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শরণ এহসান জানান, ময়মনসিংহ ও নেত্রকোনা অঞ্চলে প্রচণ্ড দাবদাহে যখন মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়, সেসময় বর্ষার আবাহন হিসেবে ব্যাঙের বিয়ে অনুষ্ঠিত হয়৷ প্রান্তিক পর্যায়ের মানুষ তাদের একটা কৃত্য হিসেবে চৈত্র সংক্রান্তির দিনে বৃষ্টির আকাঙ্ক্ষা করে ব্যাঙের বিয়ে সম্পন্ন হয়৷ বর্তমান সময়ে মানুষের সাথে প্রাণ-প্রকৃতির যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে তা নিরসনের প্রত্যাশায় প্রতি বছর চৈত্রসংক্রান্তির দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ব্যাঙের পান-চিনি’ আয়োজন করা হয়।

ব্যাঙের পানচিনিতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক-শিক্ষার্থীরা সেজেছিলেন বরপক্ষের সাজে। আর পুরাতন কলা ভবন কনেপক্ষ। বাঁশ আর রঙিন কাগজ দিয়ে বানানো হয়েছিল ব্যাঙ-যুগলের বিশাল দুটি প্রতিকৃতি। গতরাতেই কনেপক্ষ বরপক্ষের বাড়িতে মিষ্টি নিয়ে গিয়ে আলাপটা সেরে এসেছিলো।

সকাল থেকেই উভয়পক্ষের বাড়িতে চলছিল সেই প্রস্তুতি। বিকেল ৫টা ২০ মিনিটে নেচে-গেয়ে বরপক্ষ হাজির হয় পুরাতন কলা ভবনের কনেপক্ষের বাড়িতে। কনেপক্ষ হুই-হুল্লোড় করে ‘গেট ধরলে’ চলে মধুর দর-কষাকষি। এরপর জমে ওঠে প্রীতি কথার লড়াই। কারও হার না মানা অবস্থায় মঞ্চে পাশাপাশি বসার সুযোগ হয় হবু বর-কনের।

বরপক্ষ ও কনপক্ষের এ মধুর লড়াই চলে বেশ সময় ধরে। কেউ কাউকে নাহি ছাড়৷ কারো মতে, বিয়ের দেনমোহর হওয়া উচিত কোটি টাকায়। কারো মতে, আরও কম৷ কেউবা বলছেন, ব্যাঙের বিয়ে হওয়া উচিত যে কোনো ধর্ম মেনে৷ তবে কনেপক্ষের মত, মানুষের ধর্ম নয়, ব্যাঙের ধর্ম মেনেই হবে ব্যাঙের বিয়ে৷ শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছে দুই পক্ষ। আংটি বদলের মধ্য দিয়ে শেষ হয় চৈত্র সংক্রান্তির ব্যাঙের বিয়ে৷ 

ব্যাঙের পানিচিনি নিয়ে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘বৈশাখ থেকে প্রকৃতির পরিবর্তন হতে থাকে৷ ফলে প্রকৃতির এই পরিবর্তন আমাদের মানব মনে নাড়া দেয়৷’

সম্পর্কিত নিবন্ধ