দুই পক্ষের সংঘর্ষে সাধারণ মানুষের বাড়িঘরে লুটপাট
Published: 10th, April 2025 GMT
পাঁচ জেলায় পৃথক সংঘর্ষে ১০৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে ফরিদপুরের সালথায় ৫০ জন, নোয়াখালী ও ঝিনাইদহের শৈলকুপায় ১৫ জন, কিশোরগঞ্জের ভৈরব ও পটুয়াখালীর বাউফলে আহত হয়েছেন ৩৯ জন আহত হন। লক্ষ্মীপুরের রায়পুরে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় বহিষ্কার করা হয়েছে দলের ১৬ নেতাকর্মীকে।
প্রস্রাবে বাধা নিয়ে সংঘর্ষ
ভৈরবে প্রস্রাব করতে বাধা দেওয়ার জেরে দুই এলাকার তরুণদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার রাতে পৌর শহরের পঞ্চবটি বউ বাজার ও পুকুর পাড় এলাকার মধ্যে এ সংঘর্ষ হয়। রাত ১০টা থেকে শুরু হওয়া সংঘর্ষ থেমে থেমে চলে রাত ২টা পর্যন্ত। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেলসহ বোতল নিক্ষেপ হয়। উভয়
এলাকার বেশ কয়েকটি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, বুধবার সন্ধ্যায় বউ বাজারের রাব্বী পুকুর পাড় এলাকায় রাস্তার পাশে প্রস্রাব করতে দাঁড়ায়। পুকুর পাড়ের সায়মন ও আকাশ তাকে বাধা দেয়। এ নিয়ে তর্কাতর্কির পর তিনজনের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে রাতে রাব্বী তার লোকজন নিয়ে পুকুর পাড় এলাকায় হামলা চালায়। পরে দুই এলাকার বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষ দা, বল্লম, লাঠিসোঁটা, ইটপাটকেল, কাচের বোতল ও রেললাইনের পাথর নিক্ষেপ করে। এ সময় পুলিশ, র্যাবসহ উভয় পক্ষের ৩০ জন আহত হন।
দুই পক্ষের সংঘর্ষে সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত লতিফা বেগম ও নূরুল ইসলাম বলেন, তারা কেউই সংঘর্ষে জড়িত নন। রাস্তার পাশে বাড়ি হওয়াই কি অপরাধ? এ দু’জনের বাড়িঘর ভেঙে লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবেন।
আহত এসআই ফরিদুজ্জামান (৩৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহত অন্য ব্যক্তিদের মধ্যে সাব্বির মিয়া (১৮), পায়েল মিয়া (২১), নিরব মিয়া (১১), আইজুল মিয়া (৯), সোহান মিয়া (১৬), ইমন আলম (২৪), রবিন মিয়া (৪৫), ইয়াছিন (১৪), হাসানের (১৩) নাম জানা গেছে। সাব্বির মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটের দ্বন্দ্বে সংঘর্ষে বিএনপি
বাউফলে কেশবপুর ইউনিয়নের মমিনপুর হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৯ জন আহত হন। বুধবার রাতে মমিনপুর বাজারে এ সংঘর্ষ হয়। গুরুতর আহত আব্দুল কুদ্দুস বয়াতি (৬০), মামুন বয়াতি (৪৮) ও রেজাউল বয়াতিকে (৫২) বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মধ্যে জুলহাস (২৮), নুর মোহাম্মদ আকন (৪৫) ও দপু আকন (৪০) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বিএনপি কর্মী হত্যায় মামলা
রায়পুরের উত্তর চরবংশীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বিএনপি কর্মী ও স্পেন প্রবাসী সাইজ উদ্দিন হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে তাঁর বড় ভাই হানিফ দেওয়ান রায়পুর থানায় এ মামলা করেন। প্রধান আসামি করা হয়েছে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক কবিরাজকে। এ ছাড়া তাঁর ছোট ভাই মেহেদী কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখসহ ১৬০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয় মামলায়।
এদিকে এ ঘটনায় জড়িত থাকায় বিএনপির ১৫ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। একই সঙ্গে উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীমকেও বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বুধবার রাতে রায়পুর উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু।
বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন– উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি নেতা ও হত্যা মামলার প্রধান আসামি ফারুক কবিরাজ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবাদ উল্যা গাজী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সফিক রাড়ী, ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব শাহ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহমেদ তারেক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওমর আলী হাওলাদার, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ, বিএনপি কর্মী মেহেদী কবিরাজ, যুবদল কর্মী শরিফ বাগ, শাহজাহান মাঝি, স্বেচ্ছাসেবক দলের কর্মী আল আমিন কবিরাজ, ফারুক গাজী, রায়হান ও নজরুল ইসলাম।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (রায়পুর-সার্কেল) জামিলুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় তাদের টহল বাড়ানো হয়েছে।
থানায় মামলা হওয়ার পর পুলিশ আসামি গ্রেপ্তারে তৎপর রয়েছে।
এদিকে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন– সুবর্ণচর উপজেলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের আকাশ (৩৮), চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল উদ্দিন (৫৫), যুবদল নেতা মো.
বুধবার রাতে ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর ও কৃষ্ণপুর গ্রামের সংঘর্ষে আহত ব্যক্তিদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলে ভেড়ানো নিয়ে সংঘর্ষ
ফরিদপুরের সালথায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন ৫০ জন। বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত গট্টি ইউনিয়নের বালিয়া বাজারে সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কে এ সংঘর্ষ হয়। দল ভারী করা নিয়ে বিরোধে এ সংঘর্ষ হয়েছে বলে এলাকাবাসীর ভাষ্য। সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
[তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতারা]
উৎস: Samakal
কীওয়ার্ড: স ঘর ষ ব এনপ র স র স ঘর ষ ত কর ম এল ক র ব ড় ঘর উপজ ল ঘটন য়
এছাড়াও পড়ুন:
বর্ষবরণ ও চৈত্রসংক্রান্তির আয়োজন রবীন্দ্রসরোবরে
সংগীতশিক্ষার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের দুটি অনুষ্ঠানই হবে এবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। গতকাল শনিবার বিকেলে রবীন্দ্রসরোবরে গিয়ে দেখা যায়, শিল্পীদের জন্য কয়েক ধাপে মঞ্চ তৈরি করছেন শ্রমিকেরা। বাঁশ, কাঠ, কাপড়ে তৈরি হচ্ছে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের মঞ্চ। গত বছর এই আয়োজন হয়েছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
এবার বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছে ‘ইস্পাহানি চ্যানেল আই-সুরের ধারার বর্ষবরণ ১৪৩২’ শিরোনামে। ২০১২ সাল থেকে এ আয়োজন ‘সুরের ধারা চ্যানেল আই হাজার কণ্ঠে বর্ষবরণ’ শিরোনামে আয়োজিত হয়ে আসছিল।
সুরের ধারার ভাইস চেয়ারম্যান ও শিক্ষক স্বাতী সরকার প্রথম আলোকে গতকাল জানিয়েছেন, এবারের বর্ষবরণের অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীসহ সারা দেশের প্রায় সাড়ে তিন শ শিল্পী অংশ নেবেন। তিনি বলেন, ভিন্ন জাতি-গোষ্ঠীর শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন এবারের আয়োজনে। রাঙামাটির ১২ জন শিল্পী অংশ নেবেন পরিবেশনায়।
বর্ষবিদায় বা চৈত্রসংক্রান্তির আয়োজনে অংশগ্রহণ করবেন আড়াই শ শিল্পী। আয়োজনটি সার্বিকভাবে সুরের ধারার। সুরের ধারার এবারের বর্ষবিদায়ের প্রতিপাদ্য ‘স্বদেশ’।
সুরের ধারার শিক্ষক ও আয়োজনের সহকারী কেশব সরকার প্রথম আলোকে বলেন, এবারের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ দুটো অনুষ্ঠানই আগের মতো সরাসরি সম্প্রচারের কথা রয়েছে চ্যানেল আইয়ের। বর্ষবরণের আয়োজনে থাকছে পঞ্চকবির গান।
বর্ষবরণ ও বর্ষবিদায়ের আয়োজনের মহড়া ঈদের আগে থেকেই শুরু হয়েছে। এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে বলে জানালেন সুরের ধারার শিক্ষকেরা। বাংলা নতুন বছর ১৪৩২-এর প্রথম দিন সকাল ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত বর্ষবরণের অনুষ্ঠান চলবে। এর আগের দিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে চৈত্রসংক্রান্তি বা বাংলা বছরকে বিদায়ের অনুষ্ঠান। বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার উদ্যোগে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় সংগীতচর্চা প্রতিষ্ঠান সুরের ধারা।