গত ম্যাচে খেলতে হলো ওপেনিংয়ে। দলের প্রয়োজনে নেমে খেললেন ৭৭ রানের ইনিংস। চেন্নাইয়ের বিপক্ষে জেতালেন দলকে। আজ আবার মিডল অর্ডারে ফিরলেন। ১৬৪ রানের লক্ষ্য ছুঁতে নেমে দল পড়েছে বিপদে। ৩০ রানের মধ্যে দিল্লি হারায় একে একে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান—ফাফ ডু প্লেসি, জেইক ফ্রেজার-ম্যাগার্ক ও অভিষেক পোরেলকে।
আজ আবার দাঁড়িয়ে গেলেন রাহুল। খেললেন ৫৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস। তাঁর এই ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। ১৬৪ রানের লক্ষ্য দলটি ছুঁয়েছে ১৩ বল হাতে রেখেই।
আইপিএলে এ নিয়ে টানা ৪ ম্যাচ জিতেছে দিল্লি। যেভাবে দাপট দেখিয়ে একের পর এক ম্যাচ জিতছে দলটি, তাতে প্রশ্ন উঠছে, দলটিকে থামাবে কোন দল? অন্তত রাহুল যত দিন এমন ফর্মে থাকবেন!
রাহুলের সঙ্গে পঞ্চম উইকেটে শতরানের জুটি গড়েছেন ট্রিস্টান স্টাবস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গরমে হাঁসফাঁস করছে বাঘগুলো
২ / ৯স্বস্তি পেতে চৌবাচ্চায় নামছে আরেকটি বাঘ