সম্প্রতি ফিলিস্তিনের গাজায় নির্মম গণহত্যায় শহীদ‌দের রু‌হের মাগ‌ফিরাত কামনা ক‌রে শুক্রবার ‌দে‌শের সব মস‌জি‌দে বাদ জুমা বি‌শেষ দোয়া ও মোনাজা‌তের আ‌য়োজন করার অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছে ইসলা‌মিক ফাউ‌ন্ডেশন।

বৃহস্প‌তিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞ‌প্তি‌তে এ আহ্বান জানা‌নো হ‌য়ে‌ছে।

এতে বলা হয়, সম্প্রতি ফিলিস্তিনের গাজায় নির্মম গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল বাহিনী। অবরুদ্ধ গাজায় খাদ্য ও পানীয় সরবরাহ বন্ধ করে দিয়ে নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি এবং গাজাবাসীকে দুর্ভিক্ষের মুখে নিপতিত করেছে। ফিলিস্তিনের গাজায় ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত গণহত্যায় মুসলিম বিশ্বে ক্ষোভের সঞ্চার হয়েছে। ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন।

গাজায় গণহত্যায় শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার (১১ এপ্রিল) দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে ফিলিস্তিনিদের প্রতি সংহতি, সমবেদনা ও সহমর্মিতা জানাতে গিয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতি না হয় সে বিষয়ে সর্তক ও সজাগ থাকা জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণহত য

এছাড়াও পড়ুন:

‘ইসরায়েলের পণ্য বর্জনের জিহাদ শুরু করতে হবে’

স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃ‌তি দা‌বি ক‌রে গাজায় গণহত‌্যা ব‌ন্ধে ইসরায়েলের পণ্য বর্জনের মাধ‌্যমে জিহাদ শুরু করার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতারা।

গাজায় গণহত‌্যার প্রতিবা‌দে শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আ‌য়ো‌জিত বি‌ক্ষোভ সমা‌বে‌শে তারা এ আহ্বান জানান।

ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর আ‌য়ো‌জিত, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিমের সঞ্চালনায় সমা‌বে‌শে প্রধান অতিথি ছি‌লেন কেন্দ্রীয় আইন সচিব অ্যাডভোকেট ইকবাল হাছান।

আরো পড়ুন:

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫

গাজা যুদ্ধের প্রতিবাদ করায় ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি

তি‌নি বলেন, “এই বর্বরতা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ট উদহারণ। ফিলিস্তিনের গাজার মুসলমানদের ওপর ইহুদিদের পরিকল্পিত বর্বরোচিত হামলায় নারী-শিশুসহ মুসলিম নিধন করছে। ইহুদিরা ফিলিস্তিনকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখনও মুস‌লিম বিশ্ব নীরব। নীরব জা‌তিসংঘসহ সব আন্তর্জা‌তিক সংস্থা।”

তি‌নি ব‌লেন, “ইসরায়েলিদের বিরু‌দ্ধে আমা‌দের সর্বাত্মক প্রতি‌রোধ গ‌ড়ে তুল‌তে হ‌বে। অন্তত পণ‌্য বর্জনের মাধ‌্যমে জিহাদ শুরু কর‌তে হ‌বে।”

এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনার সিনিয়র সহসভাপতি ক্যানসার গবেষক অধ্যক্ষ ডাক্তার এম সরওয়ার।

এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর ইসলামী ফ্রন্ট নেতা কাজী শাহেদ আলম চৌধুরী, কাজী মোহাম্মদ তৈয়ব আলী, অ্যাডভোকেট লিংকন, বুলবুল আহমদ মোমেনশাহীসহ যুবসেনা ও ছাত্রসেনা নেতারা।

সমা‌বেশ শে‌ষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের ক‌রেন। মিছিলে ‘লাখো শহীদের রক্তের ঋণ’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘ফিলিস্তিনে হামলা কেন? জবাব চাই দিতে হবে,’ ‘বিশ্ব মুসলিম এক হও, ফিলিস্তিন রক্ষা করো’ স্লোগানে স্লোগানে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রকম্পিত হয়ে উঠে।

এ সময় নেতারা ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি তুলেন। বিক্ষোভকারীরা গাজাবাসীর নিরাপত্তা, আল আকসা পুনরুদ্ধার, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের আহ্বান জানান।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘মার্চ ফর গাজা’ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঐক্য: সারজিস
  • গণহত্যার প্রতিবাদ জানাতে রাজধানীতে জনতার ঢল
  • গণহত্যার প্রতিবাদে সরব বাংলাদেশ
  • গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন দাবি
  • ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ 
  • আইএসও কমিউনিটি অ্যাওয়ার্ড অর্জন করল এসএবি
  • গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাসদের বিক্ষোভ
  • ইসলামী আন্দোলনকে বাইপাস করে সংসদে যাওয়ার সুযোগ নেই: চরমোনাই পীর
  • গাজায় গণহত‌্যা: জিএম কা‌দে‌রের নেতৃ‌ত্বে রাজধানী‌তে বি‌ক্ষোভ
  • ‘ইসরায়েলের পণ্য বর্জনের জিহাদ শুরু করতে হবে’