হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
Published: 10th, April 2025 GMT
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও তাঁর স্ত্রী আয়েশা ফেরদৌসসহ পাঁচজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া অপর তিন ব্যক্তি হলেন মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী, মাহতাব আলী এবং মেয়ে সুমাইয়া আলী।
দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে দেখছে তারা। সাবেক এই সংসদ সদস্য সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানতে পেরেছে দুদক।
শুনানি নিয়ে আদালত মোহাম্মদ আলী ও তাঁর স্ত্রী আয়েশা ফেরদৌসসহ পাঁচজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করছে সরকার: উপদেষ্টা মাহফুজ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করছে, যা উন্নত বাংলাদেশের পথ প্রশস্ত করবে।
শনিবার তুরস্কে ‘আন্টালিয়া কূটনীতি ফোরাম-২০২৫’ এর সাইডলাইনে টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার শাসনামলের বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার কাজ করছে। এ ছাড়া শেখ হাসিনার শাসনামলের অস্থিতিশীল প্রতিষ্ঠানসমূহের সংস্কার এবং গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিয়েও সরকার কাজ করছে।
সাক্ষাৎকারে মাহফুজ আলম আরও বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, হত্যাকাণ্ডের বিচার এবং গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে নির্বাচন— এই তিন বিষয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে। এর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণেও সরকার গুরুত্ব দিচ্ছে।